বাংলাদেশে বর্তমানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন আরো প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এবার দেশের উন্নয়ন প্রকল্পের বাজেটের একটি বড় অংশ বিনিয়োগ করা হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে।
২০২১-২২ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর ২৭ দশমিক ৩৫ শতাংশ বরাদ্দ হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে(১)।এছাড়াও রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, পদ্মা ব্রিজ এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এর মত কিছু মেগাপ্রজেক্ট চলমান রয়েছে এবং আরো কিছু প্রজেক্ট চালু হতে যাচ্ছে দেশজুড়ে। দেশের সর্বত্র বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বৃদ্ধি পাওয়ায় চাহিদা বাড়ছে লজিস্টিক সেবার। আর একটি কার্যকরী লজিস্টিকস সেবায় অন্যতম প্রধাণ ভূমিকা রাখে পরিবহন ব্যবস্থা।
দেশের বিভিন্ন মেগাপ্রজেক্ট এবং উন্নয়ন প্রকল্পের পরিবহন সেবা নিরবিচ্ছিন্ন রাখতে ট্রাক ভাড়ার ডিজিটাল প্লাটফর্ম “ট্রাক লাগবে” সারা দেশে প্রজেক্ট লজিস্টিক্স সার্ভিস চালু করেছে । বর্তমানে বাংলাদেশ সরকারের অন্যতম প্রধাণ দুইটি প্রকল্প রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ও রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়মিত পরিবহনসেবা দেওয়ার পাশাপাশি কর্পোরেট সার্ভিস এবং দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পাথর, বালু, মাটি সহ সকল ধরনের কন্সট্রাকশন মালামাল পরিবহনে কাজ করে চলেছে ট্রাক লাগবে। ইতিমধ্যে ভারী মেশিনারিজ, পোলট্রি ফিড, সিমেন্টের কাঁচামাল, সার এবং কয়লা সেগমেন্টেও কার্যক্রম প্রসারণের জন্য কাজ করছে ট্রাক লাগবে’র প্রজেক্ট লজিস্টিক্স টিম। এর ফলে যেকোনো বড় এবং মাঝারি ধরনের প্রজেক্টের জন্য সময়মত লজিস্টিক সেবা প্রদান, প্রফেশনাল সার্ভিস এবং ডিজিটালাইজড পরিবহন সেবা নিশ্চিত করা আরো সহজ হচ্ছে গতানুগতিক পরিবহন সেবার তুলনায়।
দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়নে পরিবহন সমস্যা একটি অন্যতম সমস্যা যার প্রধান কারণ প্রফেশনাল পরিবহন সেবার অভাব। এছাড়াও পরিবহন ব্যবস্থায় ডিজিটালাইজেশনের অনুপস্থিতি এ খাতকে আরো পিছিয়ে রাখছে। আর এই সবকিছুর ওয়ানস্টপ সলিউশন হিসেবে কাজ করছে ট্রাক লাগবে’র প্রজেক্ট লজিস্টিকস সার্ভিস, যা দেশের বিভিন্ন প্রজেক্টে লজিস্টিক সেবা নিশ্চিত করতে নিম্ন উল্লেখিত সেবা দিচ্ছে-
ট্রাক লাগবের প্রজেক্ট লজিস্টিক সার্ভিস এখন সারা দেশের জন্যই চালু রয়েছে, যেকোনো ধরনের প্রজেক্টের জন্য লজিস্টিক সেবা পেতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে- ০৯৬৩৮০০০২৪৫ অথবা ইমেইল করুন এই এড্রেসে- customercare@trucklagbe.com
রেফারেন্সঃ
১। লিঙ্ক