“ট্রাক লাগবে” অ্যাপের মাধ্যমে প্রয়োজনের সময়ে কিভাবে মুহূর্তেই পিকআপ ভাড়া করবেন

প্রয়োজনের সময় ট্রাক/পিকআপ ভাড়া হয়ে উঠতে পারে অন্যতম সমস্যার কারণ। ট্রাক স্ট্যান্ড খুঁজে বের করা, ভাড়া নিয়ে দরকষাকষি, আবার সঠিক ভাড়ার ধারনা না থাকায়- ট্রাক/পিকআপ ভাড়া বরাবরই ছিল সময়সাপেক্ষ এবং অনেক ঝামেলার একটি বিষয়। 

পণ্য পরিবহণের জন্য ট্রাক বা পিকআপ ভাড়ার এই সমস্যা দূর করতে, “ট্রাক লাগবে” পুরো ঢাকা সিটি জুড়ে পিকআপ ভাড়ার সুবিধা দিচ্ছে। যার ফলে পণ্যপ্রেরকগণ-

  • এখন প্রয়োজন হলে এখনই পিকআপ ভাড়া করার সুযোগ পাচ্ছেন
  • নির্ধারিত রেটে পিকআপ ভাড়া করতে পারছেন

তাৎক্ষনিক এবং নির্ধারিত রেটে ট্রাক ভাড়ার সুবিধার কারণে ঢাকা সিটিতে পণ্য পরিবহণ ব্যবস্থায়ও এসেছে পরিবর্তন-

১। ঢাকা সিটির ভিতরে পিকআপ ভাড়ার খরচ কমেছে ১৫%-২০% পর্যন্ত। 

২। মাত্র ১ মিনিটেরও কম সময়ে পিকআপ বুক করার সুবিধা পাওয়া যাচ্ছে। যেখানে কিছুদিন আগেও স্ট্যান্ডে গিয়ে বুকিং করতে হত অথবা যখন দরকার তখনই স্ট্যান্ডে গিয়ে পিকআপ ভাড়া করতে হত, যা একই সাথে ছিল সময় এবং ব্যয়সাপেক্ষ।

 

যেহেতু এসব ক্ষেত্রে "ট্রাক লাগবে" দিচ্ছে সবচেয়ে সহজ সমাধান তাই চলুন দেখে নেই,

কিভাবে "ট্রাক লাগবে" অ্যাপের মাধ্যমে নির্ধারিত রেটে তাৎক্ষনিক পিকআপ ভাড়া করতে পারবেন-

১. প্লে স্টোর থেকে “ট্রাক লাগবে” অ্যাপটি নামিয়ে নিন

২. আপনার মোবাইল নম্বর দিন অথবা ফেসবুক বা গুগল একাউন্ট কানেক্ট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

Screenshot_20210603-130213

 

৩. মোবাইল নম্বরে যাওয়া ওটিপি কোড টি দিয়ে অ্যাপে প্রবেশ করুন

3-1


৪.
ঢাকা সিটির ভিতরে লোড পয়েন্ট এবং আনলোড পয়েন্ট নির্বাচন করুন

Screenshot_20210603-132216

৫. এখন ১ টন পিকআপ এর ভাড়া দেখতে পাবেন। আপনার চাহিদা অনুযায়ী খোলা বা কাভার্ড ভ্যান সিলেক্ট করে এগিয়ে যান।  

Screenshot_20210603-132620

৬. আজকের তারিখ এবং সময় “এখনই” সিলেক্ট করে এগিয়ে যান

Screenshot_20210603-132629

৭. পণ্যের বিবরণ লিখুন এবং অন্যান্য কোনো সার্ভিস প্রয়োজন হলে  তা সিলেক্ট করুন 

Screenshot_20210603-132719


৮.
আপনার দেওয়া তথ্যগুলি ঠিক আছে কিনা তা রিভিউ করে কনফার্ম করুন

Screenshot_20210603-132751

 

৯। কিছুক্ষণের মধ্যেই একটি পিকআপ ভাড়া করা হয়ে যাবে। এরপর সরাসরি ট্রাক মালিকের সাথে ফোনে কথা বলে ট্রিপের বিস্তারিত জানিয়ে দিন

 

এভাবে সহজেই “ট্রাক লাগবে” অ্যাপ থেকে পিকআপ ভাড়া করতে পারবেন যেকোন সময়ে যখন প্রয়োজন তখনই। 

কিভাবে সারা দেশের যেকোন স্থান থেকে ট্রাক বুক করবেন তা জেনে নিন 


ডাউনলোড করে নিন ট্রাক লাগবে অ্যাপ  

playstore





 

 

Back to top