এই ঈদে “ট্রাক লাগবে’র” সাথে কোরবানির পশু পরিবহন হবে দ্রুত আর নিরাপদে

ভাই দাম কত?.... ভাই কত? আরে জিতসেন ভাই!....কোরবানির হাট থেকে পশু কিনেছেন কিন্তু এসব কথার সম্মুখীন হন নাই এমন কাউকে খুজে পাওয়া যাবে না। 

ঈদ-উল-আযহার সময় যত কাছে আসে রাস্তা ঘাটে আমরা তত বেশি কোরবানির পশু দেখতে পাই৷ আর রাস্তা দিয়ে নিয়ে যাওয়া কোরবানির পশুর দাম জানতে চাওয়া একরকম আমাদের ঐতিহ্যের অংশ। ছোট হোক বড় হোক রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যেকোনো কোরবানির পশুর দাম জানতেই হবে। 

কিন্তু এবার চলমান করোনা পরিস্থিতে কি আর সেই সুযোগ আছে? এখন কোরবানির পশু নিরাপদে বাড়িতে বুঝে পাওয়াই সবার লক্ষ্য। আর এ জন্যই এই ঈদে কোরবানির পশু পরিবহন সহ যেকোনো প্রয়োজনে নিশ্চিন্তে ট্রাক ভাড়া করতে পারবেন “ট্রাক লাগবে” অ্যাপ থেকে। এবারের ঈদ-উল-আযহা’য় করোনার প্রকোপ এড়াতে বিভিন্ন স্থানে সীমিত আকারে কোরবানির হাট চলমান রয়েছে এবং বিভিন্ন  সরকারি ও বেসরকারি উদ্যোগে অনলাইনে এখন থেকেই কোরবানির পশুর কেনা-বেচা শুরু হয়ে গেছে । এই কেনা বেচা ঝামেলাহীন এবং নিরাপদ রাখতেই কোরবানির পশু ডেলিভারী নিয়ে কাজ করছে “ট্রাক লাগবে”। 

তাই আপনার কোরবানির পশু নিশ্চিন্তে পরিবহন করতে এখুনি ডাউনলোড করুন ট্রাক লাগবে অ্যাপ- Download 

আর ঈদ উপলক্ষ্যে অ্যাপের মাধ্যমে ট্রাক/পিকআপ ভাড়া করলেই থাকছে ১ টি ট্রিপের জন্য ৫% হারে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডিসকাউন্ট পেতে অ্যাপে এই প্রোমো কোডটি ব্যবহার করুন: BHAIKOTO

শর্তসমূহঃ

  • অফারটির সময়: ১২ জুলাই, ২০২১ থেকে ২০শে জুলাই, ২০২১ পর্যন্ত।
  • অফারটি সারা দেশের যেকোনো স্থান থেকে উপভোগ করতে পারবেন ।
  • ‘ট্রাক লাগবে’ যেকোনো সময় এই ক্যাম্পেইন এর শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।

 

Back to top