ক্রেডিট লিমিট হল, ট্রাক লাগবে ওনার অ্যাপে ট্রিপের সার্ভিস চার্জ সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বকেয়া রাখতে পারবেন তার পরিমাণ।
ট্রিপের সার্ভিস চার্জঃ অ্যাপ থেকে ট্রিপ নেওয়ার ক্ষেত্রে কিছু ট্রিপে নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ রাখা হয়।
*সার্ভিস চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ভিসিট করুন- লিংক
ট্রাক লাগবে ওনার অ্যাপে, আপনার একাউন্টের ক্রেডিট লিমিট কত তা দেখতে-
১। অ্যাপ এর মেনু অপশনে যান
২। “পেমেন্ট” অপশনে প্রেস করুন
৩। ট্রিপের বকেয়া চার্জ এর ঠিক নিচেই এভাবে উল্লেখ করা থাকবে ক্রেডিট লিমিট
এখানে ক্রেডিট লিমিট ৮০০ টাকা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার ট্রিপের সার্ভিস চার্জ এর বকেয়া টাকা যদি ৮০০ বা এর বেশি হয়ে থাকে তবে আপনি পরবর্তী ট্রিপ নিতে পারবেন না।
বিঃদ্রঃ এখানে বকেয়া ৩০০ টাকা রয়েছে। যদি বকেয়া টাকা ক্রেডিট লিমিট অতিক্রম না করে, অর্থাৎ এক্ষেত্রে ৩০০ টাকাই থাকে, তবে এই বকেয়া টাকা ৩ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। ৩ দিন এর মাঝে এই ৩০০ টাকা পরিশোধ না করলে, সেক্ষেত্রেও পরবর্তী ট্রিপ নেওয়া যাবে না।
আপনার ট্রাকের ধরণ অনুযায়ী ট্রিপের চার্জ সর্বোচ্চ কত টাকা বকেয়া রাখতে পারবেন তা এখানে উল্লেখ করা হলো-
বিঃদ্রঃ ক্রেডিট লিমিট বা বকেয়ার পরিমাণ যথাক্রমে ২০০, ৫০০ এবং ৮০০ এর সমান বা এর বেশি হলে পরবর্তী ট্রিপ নিতে পারবেন না।
বিঃদ্রঃ যদি বিকাশের মাধ্যমে আপনার ‘ট্রাক লাগবে’র একাউন্টে বেশি পরিমাণ টাকা ডিপোজিট করেন অর্থাৎ ধরুন আপনি ১৫০০ টাকা ডিপোজিট করলেন, সে ক্ষেত্রে আপনার একাউন্টের ক্রেডিট লিমিট বৃদ্ধি পেয়ে ১৫০০ টাকা হয়ে যাবে।
বিঃদ্রঃ মোট বকেয়া টাকার পরিমাণ, অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে পরিশোধ করার পর আপনার বকেয়া টাকা শূন্য হয়ে যাবে এবং আপনি আবার ট্রিপ নিতে পারবেন।
১। প্রতিটি ট্রিপ নেওয়ার পর অ্যাপের পেমেন্ট অপশন থেকে দেখে নিন কত টাকা বকেয়া রয়েছে
২। বকেয়া টাকার পরিমাণ, ক্রেডিট লিমিট অতিক্রম করার পূর্বেই বিকাশের মাধ্যমে সরাসরি অ্যাপ থেকে পরিশোধ করুন।
*যদি আপনার একাউন্টের ক্রেডিট লিমিট অতিক্রম হয়, সে ক্ষেত্রে বিকাশের মাধ্যমে বকেয়া পরিশোধ করার পর পুনরায় ট্রিপ নিতে পারবেন।
জেনে নিন যেভাবে বকেয়া ট্রিপের চার্জ বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন
আপনার ট্রাক বা পিকআপটি যদি এখনও আমাদের সাথে রেজিস্ট্রেশন করে না থাকেন, তবে এখনই ট্রাক লাগবে ওনার অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার গাড়ির জন্য নিয়মিত ট্রিপ নিন।
সরাসরি প্লেস্টোর থেকে নামিয়ে নিন-