আপনার বাসা বদলের জন্য কি ধরণের ট্রাক লাগবে?

বাসা বদলের কাজে কমবেশি সবাই ঝামেলা পোহায়। মালপত্র গোছানো, ট্রাক ভাড়া করা, লেবার সংগ্রহ করা থেকে শুরু করে দৌড়ঝাপের শেষ থাকে না। দেখা গেছে, ঢাকা শহরে মাস শেষে নগরবাসীর একটা বড় অংশ বাসা বদল করে থাকে। ফলে, স্বাভাবিকভাবেই ট্রাক ভাড়া ও লেবার চাহিদা বেড়ে যায় এ সময়টায়। এসব ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে ব্যবহার করতে পারেন ‘ট্রাক লাগবে’র বাসা বদল সার্ভিস। ‘ট্রাক লাগবে’র হট লাইন নাম্বার 01939 100100 তে কল করেই এই সার্ভিসের বিস্তারিত আপনি জানতে পারবেন। 

 

 

বাসা বদলের জন্য ট্রাক ভাড়া করার সময় আরেকটি সমস্যায় অনেকেই পরে থাকেন। আর তা হচ্ছে কি সাইজের বাসা বদলের জন্য কি টাইপের ট্রাক দরকার সে সম্পর্কেও ধারণা থাকে না অনেকের। তাই নীচের চার্ট থেকে জেনে নিন প্রয়োজন ও মালামাল অনুযায়ী বাসা বদলের জন্য আপনার কোন সাইজের ট্রাক দরকারঃ

 

 

উক্ত সাইজের ট্রাকগুলো ছাড়াও প্রয়োজন অনুযায়ী সব সাইজের ট্রাকই পাবেন ‘ট্রাক লাগবে’ থেকে। ট্রাক পাওয়ার পর অনেকের চিন্তা থাকে লেবার ও ইলেক্ট্রিশিয়ান নিয়ে। ‘ট্রাক লাগবে’ বাসা বদল সার্ভিসের মাধ্যমে এসবই পাবেন আপনি। এছাড়া  আপনার বাসা বদল তদারক করতে অন ডিমান্ড সুপারভাইজার প্রয়োজন হলে তাও নিতে পারছেন এই সার্ভিস থেকে। 

 

সব মিলিয়ে আপনার বাসা বদলের অভিজ্ঞতাকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ‘ট্রাক লাগবে’র এই বাসা বদল সার্ভিস হতে পারে আপনার জন্য সেরা সমাধান।    

Back to top