ফ্যাক্টরির মালামাল পরিবহণে বেশ দুশ্চিন্তায় ছিলেন হোসেন সাহেব। ঢাকায় উনার ফ্যাক্টরি থেকে দৈনিক ৩/৪ বার মালামাল শিফট করা লাগে। আর এই মালামাল পরিবহণে যে পিকআপগুলো ভাড়া হয় সেগুলোর একেকটার ভাড়া পড়ে একেক রকম। অবস্থা এমন পর্যায়ে পৌছায় যে ব্যবসার লাভের গুড় চলে যায় পিঁপড়ার পেটে! তারপর একদিন এক বন্ধুর মাধ্যমে ‘ট্রাক লাগবে’ অ্যাপ এবং এর এক্সপ্রেস সার্ভিস সম্পর্কে জানতে পাবেন তিনি।
কিন্তু এই ‘ট্রাক লাগবে এক্সপ্রেস’ সার্ভিসটি আসলে কি? ‘ট্রাক লাগবে এক্সপ্রেস’ হচ্ছে এমন একটি অনলাইন সার্ভিস যার মাধ্যমে আপনি সহজেই ১/২ টনের পিকআপ ভাড়া করতে পারছেন অ্যাপের মাধ্যমে। আর এই সার্ভিসটিই দিচ্ছে ‘সেরা রেটে’ পিকআপ ভাড়া করার সুবিধা। পণ্য পরিবহণের কাজে ‘সেরা রেটে’র এই সুবিধা এর আগে কেউ দেয় নি। বলা চলে, ‘ট্রাক লাগবে’ পিকআপ ভাড়ায় এই নতুন ধারণাটি নিয়ে এসেছে।
‘সেরা রেট’ সুবিধায় যা পাচ্ছেন-
১) দর কষাকষির সুযোগ নেই। আপনি সেরা রেটেই পাচ্ছেন আপনার প্রয়োজনীয় ট্রাক কিংবা পিকআপ। একেক পিকআপ ভাড়ায় একেক মূল্য পরিশোধ করতে হচ্ছে না। ফলে ব্যবসায় খরচও বেঁচে যাচ্ছে।
২) মধ্যস্বত্বভোগী না থাকায় পিকআপ ভাড়া করার সময় বাড়তি খরচ আপনাকে দিতে হচ্ছে না।
ব্যবসায়ী হোসেন সাহেব কি তারপর এই এক্সপ্রেস সার্ভিসটি নিয়েছিলেন? জি, হ্যাঁ। হোসেন সাহেব তারপর আর বসে থাকেন নি । ‘ট্রাক লাগবে এক্সপ্রেস’ সার্ভিস থেকে সেরা রেটেই তিনি এখন ভাড়া করেন তার প্রয়োজনের পিকআপ। প্রতি সপ্তাহে পিকআপ ভাড়ার খরচ মিটিয়ে অনেকটাই নিশ্চিন্ত এখন তিনি। কারন এ সংক্রান্ত ঝামেলা মিটিয়ে দিচ্ছে ‘ট্রাক লাগবে’। হোসেন সাহেবের মতো আপনিও এরকম সুফল পেতে ব্যবহার করুন ‘ট্রাক লাগবে এক্সপ্রেস’ (http://trucklag.be/App) সার্ভিসটি।