করোনাকালীন এই সময়ে কোভিডের ভয়াবহতা দিন দিন বেড়ে চলেছে, বিশেষ করে কোভিডের এই দ্বিতীয় ঢেউয়ে আমাদের আরো সাবধান হওয়া উচিত। সঠিক স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ গুলো এর মাঝেই আমাদের করতে হবে। এ অবস্থাতেও অনেকেই প্রয়োজনের তাগিদে প্রতি মাসেই বাসা বদল করছেন।
গত বছরের একটি পরিসংখ্যান অনুযায়ী ঢাকা এবং ঢাকার বাইরে ২০২০ সালের মার্চ থেকে জুন মাস সময়কালে আনুমানিক ৫০,০০০ হাজার এর বেশি বাসা বদল হয়েছিল। গত বছরের ন্যায় এ বছরেও ঢাকা শহরের ভিতরে প্রায় একই পরিমাণ বাসা বদল হচ্ছে।
সাধারণত ভালোভাবে বাসা বদল এর পূর্বে কিছু বিষয় খেয়াল রাখতে হয়, প্রথমেই সেই বিষয়গুলি সম্পর্কে জেনে নিন-
১) বাসা বদলের পূর্বে সবার আগে একটি চেকলিস্ট তৈরি করে ফেলুন, যেখানে বাসা বদলের শুরু থেকে নতুন বাসায় উঠার পর পর্যন্ত কি কি বিষয় খেয়াল রাখতে হবে তা থাকবে।
২) বাসা বদলে খরচ কেমন হবে তা আগে থেকেই হিসাব-নিকাশ করে নিন এবং এ সম্পর্কীত বিস্তারিত তথ্য আগে থেকে জেনে নিন যা আপনার অতিরিক্ত খরচ কমাতে সাহায্য করবে।
বাসা বদলের সময় দেখা যায় হঠাৎ করেই এমন অনেক কাজ আসে যা আগে থেকে চিন্তাও করা হয় না। তাই জেনে রাখার সুবিধার্থে চলুন দেখি বাসা বদলের সময় মূলত কোন কাজগুলো করতে হয়-
১। নতুন বাসা কনফার্ম করা
১। মালামালের সাইজ অনুযায়ী ট্রাক বা পিকআপ খোঁজা
২। শিফটিং এর জন্য লেবার ম্যানেজ করা
৩। মালামাল এর কোনো ধরনের ক্ষতি যেন না হয় তা নিশ্চিত রেখে প্যাকিং করা
৪। বাসার বিভিন্ন ধরনের কাজের জন্য ইলেক্ট্রিশিয়ান, টেকনিশিয়ান এবং প্লাম্বার ম্যানেজ করা
৫। বাসা বদলের দিন সকল কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা
এই সবই অনেক বড় একটা ঝামেলার কাজ আর নিজে নিজে করতে গেলে দেখা যায় বাসা বদলের দিন একটা না একটা ঝামেলাতে পরতেই হচ্ছে। যেমন মালামাল অনুযায়ী ট্রাক ছোট হওয়া অথবা লেবার এর সার্ভিস প্রফেশনাল না হওয়ায় মালামাল নষ্ট হওয়া নতুবা বাসা বদলের সময় ট্রাক দেরিতে আসা। আর বিশেষ করে এই কোভিডের মধ্যে এত কিছু নিজের কাঁধে নিয়ে বাসা বদল করা শুধু ঝামেলাই নয় বরং ঝুকিপূর্ণও বটে।
তবে এই করোনাকালীন অবস্থাতেও নিরাপদে এবং ঝামেলা ছাড়া বাসা বদল করা সম্ভব যেকোনো প্রফেশনাল শিফটিং সার্ভিস ব্যবহার করে। কারণ প্রফেশনাল শিফটিং সার্ভিস এর মাধ্যমে বাসা বদল করলে এত সব ঝামেলার কোনোটাই নিজের উপরে থাকছে না। লেবার থেকে শুরু করে প্যাকিং আর অন্য যেকোনো ধরনের খুটিনাটি সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে এক সার্ভিসেই।
“ট্রাক লাগবে” করোনা পরিস্থিতির শুরু থেকেই প্রফেশনাল শিফটিং সার্ভিস দিয়ে আসছে ঢাকা সিটি এবং ঢাকা সিটি থেকে দেশের অন্যত্র। স্পেশাল শিফটিং সার্ভিস এর আওতায় ‘ট্রাক লাগবে’ দিচ্ছে-
১। প্রি-ইন্সপেকশন
২। লেবার সুবিধা
৩। প্যাকিং ও প্যাকেজিং সুবিধা
৪। ইলেক্ট্রিশিয়ান,টেকনিশিয়ান এবং প্লাম্বার
৫। ডিজইনফেকশন সুবিধা
বর্তমান এই অবস্থায় বাসা বদল নিরাপদ এবং ঝামেলামুক্ত করতে প্রফেশনাল শিফটিং সার্ভিস এর বিকল্প নেই। আর এরকম একটি সার্ভিস নিশ্চিত করতে আপনি সরাসরি ট্রাক লাগবে’র কাস্টমার কেয়ারে- ০৯৬৩৮০০০২৪৫ যোগাযোগ করতে পারেন। অথবা বাসা বদলের সার্ভিস নিতে এই ফর্মটি পূরণ করুন, ট্রাক লাগবে’র হোম শিফটিং এক্সপার্ট সরাসরি আপনার সাথে যোগাযোগ করবেন।