“Spot Truck Lagbe” প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার।

আপনি কি হেডফোন, স্পিকার, পাওয়ার ব্যাংক, স্মার্ট ঘড়ি এবং অন্যান্য আকর্ষণীয় উপহার জিততে চান? 

তাহলে ট্রাক লাগবে আপনার জন্য নিয়ে এসেছে দারুণ এক কন্টেস্ট! 

প্রতিদিন আমরা আমাদের চারপাশে অসংখ্য ট্রাক দেখি যা সারা দেশে প্রয়োজনীয় মালামাল পরিবহন করে। ব্যস্ত শহরগুলোর প্রতিটি রাস্তা প্রাণবন্ত করে রাখে এই ট্রাকগুলো। আর সাথে আমাদের অর্থনীতির চাকাও রাখে সচল। তবে তা প্রায়ই রয়ে যায় আমাদের অগোচরে। তাই এই সব মুহূর্তগুলোকে ধরে রাখতে ট্রাক লাগবে আয়োজন করেছে  একটি নতুন কন্টেস্ট ‘’Spot Truck Lagbe’’। 

আপনার আশেপাশের যেকোন ট্রাকে যদি ট্রাক লাগবের স্টিকার দেখতে পান তাহলে ওই স্টিকারের উপর ফোকাস করে ট্রাকের একটি ছবি তুলতে হবে এবং হ্যাশট্যাগ সহ আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করতে হবে। এরপর আপনার ওই পোস্টে ট্রাক লাগবে এর অফিসিয়াল ফেসবুক পেজ মেনশন করুন আর কাছের কমপক্ষে ২ জন বন্ধুকে ট্যাগ করুন। এভাবে সহজেই আপনি অংশগ্রহণ করতে পারেন এই প্রতিযোগিতায়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বাছাই করা হবে একজন ভাগ্যবান বিজয়ীকে। আর তার জন্য রয়েছে ট্রাক লাগবের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। 

 

নিয়মাবলীঃ

১।আপনি যদি আপনার আশেপাশে কোন ট্রাক দেখতে পান, তাহলে ট্রাকের গায়ে ‘ট্রাক লাগবে স্টিকার’ আছে কিনা খুঁজে দেখুন। এটি গাড়ির পিছনে বা গাড়ির সামনে থাকে।

 

২।স্টিকারে ফোকাস করে ট্রাকটির একটি ছবি তুলুন।

 

৩।আপনার নিজের ফেসবুক অথবা ইন্সটাগ্রাম প্রোফাইলে ছবিটি শেয়ার করুন।

৪।ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করুন - #SpotruckLagbe #TruckLagbe and #YourLocation (যে জায়গা থেকে ছবিটি তুলেছেন তা #YourLocation এ উল্লেখ করুন)

৫।প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনার কাছের কমপক্ষে ২ জন বন্ধুকে আপনার পোস্টে ট্যাগ করুন।

৬।পোস্টের ক্যাপশনে ‘ট্রাক লাগবে’ ভেরিফাইড পেজটি মেনশন করুন।

 

শর্তাবলী:

১। ছবিটি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক বা ইনস্টাগ্রাম) পাবলিকলি শেয়ার করতে হবে।

২। হ্যাশট্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - #SpotTruckLagbe, #TruckLagbe এবং #yourlocation

৩।স্টিকারসহ ট্রাকের ছবিটি স্পষ্ট হতে হবে।

৪। কন্টেস্টটি ১২ ফেব্রুয়ারী, ২০২২  এ শুরু হবে এবং ১৮ ফেব্রুয়ারী, ২০২২ এ শেষ হবে।

৫। আপনি যদি ১৮ ফেব্রুয়ারী, ২০২২ এর পরে ছবি শেয়ার করেন তবে তা বাতিল বলে গণ্য হবে।

৬। লটারির মাধ্যমে প্রতিদিন শুধুমাত্র একজন বিজয়ী ঘোষণা করা হবে।

৬। কোন প্রতিযোগী অনৈতিক পন্থা অবলম্বন করলে তাকে অযোগ্য বিবেচনা করা হবে।

৭। ট্রাক লাগবে কোনো নোটিশ ছাড়াই যেকোনো সময় এই কন্টেস্টের শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।

Back to top