কিভাবে ট্রাক লাগবে অ্যাপ থেকে সহজেই ট্রাক ভাড়া করবেন?

এক সময় ব্যক্তিগত বা ব্যবসায়িক ডেলিভারির জন্য ট্রাক ভাড়া করা একটি সময়সাপেক্ষ এবং কঠিন কাজ ছিল। ট্রাক ভাড়া করার সময় দাম কষাকষি, নিজে ট্রাক স্ট্যান্ডে গিয়ে ট্রাক ভাড়া করা, উপযুক্ত ট্রাক ড্রাইভার খুঁজে বের করা ইত্যাদি বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হত। এ ধরনের সব সমস্যার সমাধানের জন্যে ট্রাক লাগবে নিয়ে এসেছে প্রযুক্তিনির্ভর ডিজিটাল সমাধান, যার মাধ্যমে মাত্র কয়েক ক্লিকেই আপনার পছন্দমত ট্রাক ভাড়া করে নিতে পারবেন। তাই আপনি যেখানেই থাকুননা কেন, আপনার হাতের কাছেই পাচ্ছেন ট্রাক লাগবের সার্ভিস।

 

এখানে উল্লেখ্য ট্রাক লাগবের সার্ভিস শুধু ঢাকাতেই নয়, পুরো দেশজুড়ে রয়েছে। ট্রাক ভাড়ার প্রক্রিয়াটি রিয়েল টাইম হওয়ায় এবং ১ টন ট্রাকগুলো নির্ধারিত মূল্যে অফার করায় ঢাকার পরিবহন ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে।ট্রাক লাগবের গবেষণা অনুযায়ী, ডিজিটাল ট্রান্সপোর্টেশন সিস্টেম ব্যবহারের কারণে শুধু ঢাকা শহরের মধ্যে ডেলিভারি মূল্য ১৫-২০% এর উপর হ্রাস পেয়েছে এবং গ্রাহকরা খুব কম সময়ে ট্রাক ভাড়া করতে পারছে।

 

ট্রাক ভাড়ার মোবাইল অ্যাপ্লিকেশন ''ট্রাক লাগবে'' গুগল প্লে-স্টোর থেকে ইন্সটল করতে হবে। অ্যাপটি এমনভাবে বানানো হয়েছে যাতে গ্রাহকরা অ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করার আধুনিক এই প্রযুক্তি খুব সহজেই উপভোগ করতে পারে। এই অ্যাপের মাধ্যমে রিয়েল টাইমে ট্রাক ভাড়া, উপযুক্ত গাড়ির সাইজ এবং পণ্যের ধরন নির্ধারণ করা মাত্র কয়েক ক্লিকেই সম্ভব।

‘ট্রাক লাগবে’ অ্যাপ ইন্সটল করার ধাপগুলো কী কী?

কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি ট্রাক লাগবে অ্যাপ থেকে খুব সহজেই ট্রাক ভাড়া করতে পারবেন।সেগুলো হলঃ

 

রেজিস্ট্রেশন করার পদ্ধতিঃ

  • ট্রাক ভাড়া প্রক্রিয়াটি শুরু করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ট্রাক লাগবে অ্যাপটি ডাউনলোড করুন। 
  • অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনার ফোন নম্বর দিন।ফোন থেকে লগইন করলে আপনার ফোনে একটি ওয়ান টাইম পিন (ওটিপি) কোড পাঠানো হবে। ওটিপি কোডটি লিখে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্ট দিয়েও আপনি চাইলে রেজিস্টার করতে পারবেন।

 

ট্রাক ভাড়া করার পদ্ধতিঃ

  • ট্রাক ভাড়া করতে লোডিং পয়েন্ট (যেখান থেকে মালামাল উঠাবে) এবং আনলোডিং পয়েন্ট (যেখানে মালামাল নামবে) ঠিক করুন৷

  •  আপনার যে ধরনের ট্রাক দরকার তা সিলেক্ট করুন।
    *ঢাকা শহরের মধ্যে মালামাল পরিবহণের ক্ষেত্রে ১ টন পিকআপের ভাড়া ফিক্সড রেটে থাকবে।
  • এরপর ডেলিভারির জন্য সঠিক তারিখ নির্ধারণ করুন।

  • আপনার পরিবহন করা মালামালের বিবরণ লিখুন।এছাড়া মালামাল কি ধরনের হতে পারে তা বেছে নেয়ার জন্যে বেশ কয়েকটি অপশন রয়েছে। যেমন, পচনশীল পণ্য, জীবন্ত প্রাণী, আপ-ডাউন ট্রিপ ইত্যাদি। মালামালের ধরণ অনুযায়ী ভাড়া পরিবর্তন হতে পারে।মালামাল আনা নেয়ার জন্যে আপনার যদি লেবারের প্রয়োজন হয়, তাহলে "লেবার লাগবে" অপশনটি সিলেক্ট করতে পারেন।এজন্য আপনার আলাদা খরচ বহন করতে হবে।

  •  রিভিউ স্ক্রিনে তথ্য যাচাই করার পর আপনার ট্রিপটি কনফার্ম করে পাবলিশ করুন।

  • এখন ট্রাক মালিকরা আপনার পোস্ট করা ট্রিপটি দেখতে পাবেন এবং ট্রিপ অনুযায়ী ভাড়া বিড করে জানাবেন। ট্রাক মালিক/ড্রাইভারদের জানানো ভাড়া থেকে আপনার পছন্দ অনুযায়ী ভাড়ার বিডটি গ্রহণ করুন।

  • পছন্দমত বিডটি গ্রহণ করার পর সরাসরি ট্রাক ড্রাইভারের সাথে ফোনে কথা বলুন এবং সময়মত ট্রিপটি সম্পন্ন করুন।

  • সবশেষে আপনার ট্রিপের অভিজ্ঞতা কেমন ছিল তা জানিয়ে দিন।

 

এভাবে ট্রাক লাগবে অ্যাপ থেকে খুব সহজেই ট্রাক ভাড়া করুন এবং ট্রাক ভাড়ার অভিজ্ঞতাকে করুন সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

Back to top