যে ৪টি বিষয় ঝড়-বৃষ্টির মধ্যে আপনার ট্রাকে পণ্যের নিরাপত্তা নিশ্চিত করবে

বর্ষাকাল পণ্য পরিবহণের ক্ষেত্রে ট্রাক মালিক/চালক ভাইদের জন্য একটি চ্যালেঞ্জিং সময়। কারণ একেতো এই সময়ে হঠাৎ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে, সময়মত পণ্য পৌছে দিতে হয় – আবার তার উপর খেয়াল রাখতে হয় যেন ঝড়-বৃষ্টিতে পণ্যের কোন ক্ষতি না হয়। এই দুই দিক মিলাতে যেয়ে অনেকসময়ই দেখা যায় পণ্যপ্রেরকের মূল্যবান পন্য বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্থ হয়ে গেছে।

শুকনো খাবার থেকে শুরু করে কেমিক্যাল তথা কার্টন বক্সে পৌছানো হয়ে থাকে এ ধরনের যেকোনো পণ্য এবং তার প্যাকেজিং বৃষ্টির পানিতে নষ্ট হতে পারে। আর এ নিয়ে ভোগান্তিতে পরতে হয় পণ্য প্রেরক থেকে শুরু করে ট্রাক মালিক বা চালক ভাইদের।

অথচ এই বৃষ্টির মৌসুমে একটু সতর্ক থাকলেই ট্রাক মালিক বা চালকগণ এ ধরনের বিপত্তি এড়াতে পারেন। নিচে এরকমই ৪টি বিষয় উল্লেখ করা হল, যা ঝড়-বৃষ্টির মধ্যে আপনার ট্রাকে পরিবহণকৃত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করবে।

১. ট্রাকে অবশ্যই ত্রিপল রাখবেন এবং খেয়াল রাখবেন ত্রিপলের কোথাও যাতে ছিদ্র না থাকে।

২. বৃষ্টির মৌসুমে, ঝড়-বৃষ্টি না থাকলেও পণ্য ত্রিপল দিয়ে ঢেকে নিতে হবে। কারণ যাত্রাপথে যেকোনো সময় বৃষ্টি নামতে পারে।

৩. ট্রিপের মধ্যে বৃষ্টি শুরু হলে, ট্রাক নিরাপদ স্থানে থামিয়ে চেক করে নিন পণ্য ঠিক আছে কিনা।

৪. শুকনো খাবার/কার্টন/কাগজ জাতীয় পণ্য পরিবহণের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বণ করুন।

এছাড়াও আপনি যদি কাভার্ড ভ্যান এ পণ্য পরিবহণ করে থাকেন তবে খেয়াল রাখবেন বডির কোথাও কোনো ছিদ্র আছে কিনা বা পুটিং নষ্ট হয়েছে কিনা। কারণ এর থেকেও বৃষ্টির পানি ট্রাকের ভেতরে ঢুকে পণ্যের ক্ষতি করতে পারে। মনে রাখবেন, পণ্য পরিবহণের সময় পণ্যের নিরাপত্তার দায়িত্ব ট্রাক মালিক বা চালকের। তাই নিরাপদে পণ্য পৌছে দিতে আগে থেকেই সকল ধরনের সতর্কতা অবলম্বন করুন।

Back to top