কি ধরনের ট্রাক কোন ধরনের মালামাল পরিবহন করে

মানুষ বিভিন্ন কারণে ট্রাক ভাড়া করে। ট্রাক ভাড়া অনেক সহজ হয়ে উঠে যদি জানা থাকে কোন আকারের ট্রাক কোন ধরনের মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পণ্যগুলোর জন্যে সঠিক আকারের ট্রাক বিবেচনা করা গুরুত্বপূর্ণ, কারণ এটি ট্রাক ভাড়ার খরচে বিশাল পার্থক্য আনতে পারে। তাই ট্রাক ভাড়ার ক্ষেত্রে বিভিন্ন আকারের ট্রাক থেকে বেছে নেয়ার সুবিধা পেতে হলে ট্রাক লাগবে অ্যাপ একটি ভালো বিকল্প হতে পারে। ট্রাক লাগবে অ্যাপে কোন সাইজের ট্রাকে কি ধরণের মালামাল পরিবহন করা যায় তা নীচে দেওয়া হলঃ

পিকআপ:

আপনার যদি ১ বা ২ টনের কোনো মালামাল পরিবহন করতে হয় তবে পিকআপ বেছে নিতে পারেন। পিকআপ ট্রাকগুলি ছোট এবং মাঝারি আকারের জিনিস যেমন ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার এবং আসবাবপত্র এই ধরনের জিনিসপত্র পরিবহন করা হয়। ট্রাক লাগবে অ্যাপে, আপনি তিন ধরনের খোলা বা কাভার্ড পিকআপ বুক করতে পারেন যেমন ৭ ফুট ১ টন, ৯ ফুট ১.৫ টন এবং ১২ ফুট ২ টন। আপনি বাসা/ অফিস বদল করতে চাইলে এই পিকআপগুলো ব্যবহার করতে পারেন। ৯ ফুট ১.৫ টন এবং ১২ ফুট ২ টন ট্রাক সাধারণত শিফটিং এর জন্য ব্যবহার করা হয়।

মাঝারি ট্রাক:

এই ট্রাকগুলি কৃষি পণ্য এবং কনস্ট্রাকশন মালামাল পরিবহনের জন্যও উপযুক্ত। কৃষি পণ্য যেমন শস্য, গম, ভুট্টা, শাকসবজি এবং ফল, সেইসাথে নির্মাণ সামগ্রী যেমন সিমেন্ট, কয়লা এ ধরনের মালামাল মাঝারি সাইজের ট্রাকে পরিবহণ করা হয়ে থাকে। এই ধরনের ট্রাকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতিও স্থানান্তরিত হয়। খোলা বা কাভার্ড, ১৪ ফুট ৩.৫ টন এবং ১৬ ফুট ৭.৫ টন দুটি সাইজ অ্যাপটিতে আছে।

ভারী ট্রাক:

এই ট্রাকগুলি অত্যন্ত ভারী বোঝা পরিবহন করতে সক্ষম। এই ট্রাকগুলি ব্যবসায়িক পণ্য, বিল্ডিং সামগ্রী, রপ্তানি-আমদানি করা পণ্য এবং টেক্সটাইল সামগ্রী পরিবহন সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সিমেন্ট, ইট, বালি, কংক্রিট, ইস্পাত, কাঠ এবং অন্যান্য সামগ্রী এই ট্রাকের জন্য উপযুক্ত। এই শ্রেণীর ট্রাকের তিনটি মাপ হল ১৪ ফুট ১৫ টন (খোলা), ২০ ফুট ১৫ টন (খোলা), ২৩ ফুট ১৫ টন (কাভার্ড) এবং ২৩ ফুট ২৫ টন (খোলা)।

ট্রেলার:

দুই ধরনের ট্রেলার আছে - ফ্ল্যাটবেড ও লো বেড ট্রেলার যা আপনি ট্রাক লাগবে অ্যাপে পাবেন। ট্রেলারগুলি বিশাল কনস্ট্রাকশন সাইট, বিল্ডিং প্রজেক্টস এবং রাস্তার কাজে ব্যবহার করা সরঞ্জামের জন্য উপযুক্ত, যেমন রিগ মেশিন, ক্রেন, কেবিন ক্রলার,পাওয়ার ট্রান্সফরমার ইত্যাদি। ট্রেলার দিয়ে কন্টেইনারসহ কাঁচামাল পরিবহনের জন্যও ব্যবহার করা হয়। ট্রেলারগুলো এ ধরনের ভারী মালামাল পোর্ট এরিয়া থেকে দেশের বিভিন্ন এলাকায় পরিবহন করতে ব্যবহৃত হয়।

যেকোনো ধরনের প্রয়োজনে ট্রাক লাগবে দিচ্ছে বিভিন্ন ধরনের ট্রাক যা আপনের ট্রাক ভাড়ার প্রক্রিয়া করে দিবে সহজ। তাই ট্রাক লাগবে অ্যাপ ডাউনলোড করুন এবং ভাড়া করুন আপনার পছন্দমত ট্রাক।

Back to top