ট্রাক লাগবে নিয়ে এলো নতুন ফিচার: অটো-ট্যাগ

বাংলাদেশের প্রথম ডিজিটাল ট্রাক বুকিং প্ল্যাটফর্ম হিসেবে ট্রাক লাগবে সবসময় চায় ব্যবহারকারীদের জন্য ট্রাক বুকিংয়ের অভিজ্ঞতা হোক আরও সহজ, দ্রুত আর ঝামেলামুক্ত। সেই ধারাবাহিকতায় এবার অ্যাপে এসেছে নতুন দুটি ফিচার: অটো-ট্যাগ আর বাজেট সেট, যেগুলো বুকিং প্রক্রিয়াকে করবে আরও স্মার্ট ও সময় সাশ্রয়ী।

শিপারদের জন্য সুবিধা

আগে ট্রিপ বুক করার সময় শিপাররা শুধু গন্তব্য, সময় এবং গাড়ির ধরন ঠিক করত। এখন থেকে শিপাররা নিজেদের পছন্দমত বাজেট অ্যাপেই সেট করতে পারবে। পাশাপাশি, দ্রুত ট্রিপ কনফার্মেশনের জন্য শিপাররা অটো-ট্যাগ অপশনটি অন রাখতে পারবেন। 

  • যদি কোনো ট্রাক ওনার সেই বাজেটের কাছাকাছি দামে বিড করে এবং শিপারের অটো-ট্যাগ অপশন চালু থাকে, তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ওই ওনারকে ট্যাগ করবে।

  • এর ফলে শিপাররা দীর্ঘক্ষণ অপেক্ষা না করে বাজেটের ভেতরেই দ্রুত ট্রিপ কনফার্ম করতে পারবে।

অর্থাৎ, এখন বুকিং হবে আগের চেয়েও দ্রুত এবং ঝামেলামুক্ত।

ওনারদের জন্য সুবিধা

অটো-ট্যাগ ফিচার ওনারদের জন্যও নিয়ে এসেছে দারুণ সুযোগ। ঠিক কত টাকায় বিড করলে ট্রিপ কনফার্ম হবে বা ট্রিপটা পাবে কিনা এসব দুশ্চিন্তা থেকে মুক্তি। 

  • এখন থেকে ওনাররা শিপারের প্রস্তাবিত বাজেট দেখতে পারবে।

  • যদি ওনাররা বাজেট অনুযায়ী অথবা সামান্য কম ভাড়ায় বিড করে, তবে অটো-ট্যাগের মাধ্যমে সরাসরি ট্রিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

  • এর ফলে ওনাররা কম সময়ে আরও বেশি ট্রিপ ধরতে পারবে।

অটো-ট্যাগ ফিচারের মাধ্যমে শিপাররা বেশিক্ষণ অপেক্ষা না করেই বা বারবার রিকোয়েস্ট না করেই দ্রুত ট্রিপ কনফার্ম করতে পারবে, আর ওনারদের জন্য তৈরি হবে আরও বেশি ট্রিপ ধরার সুযোগ। এতে সময়, খরচ ও ঝামেলা বাঁচবে যা উভয় পক্ষের জন্যই সুবিধাজনক। বিশেষ করে কিছু শিপার আছেন যারা চান তাদের ট্রিপ দ্রুত ট্যাগ হোক; এখন তাদের জন্য বিষয়টি আরও সহজ। অ্যাপে বারবার চেক করার প্রয়োজন নেই, যখনই ট্রিপ ট্যাগ হবে তখনই তারা নোটিফিকেশন পেয়ে যাবেন। 

Back to top