কমিশন ফ্রি ১৮ থেকে ট্রেইলার ট্রাকের ট্রিপ কেন ওনারদের জন্য বাড়তি লাভ আর শিপারদের জন্য বাড়তি সুবিধা আনছে

ট্রাক লাগবে-তে সবসময় ট্রাক বুকিং প্রক্রিয়াকে শিপার এবং ট্রাক মালিক উভয়ের জন্য আরও সহজ, দ্রুত এবং লাভজনক করে তোলা হয়। ট্রাক মালিকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে এবং পণ্য প্রেরকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে, এবার ১৮ থেকে ট্রেইলার ট্রাকের বুকিংয়ে থাকছে জিরো কমিশনের সুবিধা। ফলে বড় ট্রাকের ট্রিপ ওনার ও শিপার সবার জন্য আরও সুবিধাজনক এবং বেশি লাভজনক হয়েছে। 

যেভাবে কাজ করবে:

  • শিপাররা অ্যাপে ট্রিপ রিকোয়েস্ট পোস্ট করবেন 
  • ট্রাক মালিকরা প্রতিযোগিতামূলক ভাড়ায় তাদের বিড করবেন।
  • শিপাররা সরাসরি মালিককে ফোন করে ভাড়া নিয়ে আলোচনা এবং চূড়ান্ত করতে পারবেন।
  • ভাড়া চূড়ান্ত হয়ে গেলে, ট্রাক মালিক ডিল অনুযায়ী তার বিডটি আপডেট করবেন।

ওনাররা যেসব সুবিধা পাচ্ছেন:

  • ওনাররা জিরো কমিশন থাকায় এখন আয় হবে আগের চেয়ে বেশি।
  • নতুন ফিচারে ট্রিপ ট্যাগ হবার আগেই সরাসরি কলে শিপারদের সাথে যোগাযোগ করে রেট ঠিক করে বিড আপডেট করতে পারবেন।

শিপাররা যেসব সুবিধা পাচ্ছেন:

  • সেরা ভাড়া নিশ্চিত করতে ট্রাক মালিকদের সাথে সরাসরি আলোচনার সুযোগ।
  • নতুন ফিচারে সরাসরি কল করার সুযোগ।
  • ট্রিপ ট্যাগ হবার আগেই ডাইরেক্ট কলে ট্রিপের খুঁটিনাটি ও সকল চাহিদা পরিষ্কারভাবে বুঝিয়ে বলার সুযোগ। 
  • শিপাররা মাল্টিপল ওনারের সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।
  • দ্রুত কনফার্মেশন পাওয়ার সুবিধা।
  • আগের চেয়ে আরও কম খরচে ট্রাক বুকিংয়ের সম্ভাবনা।

পরিশেষে, এই জিরো কমিশন এবং সরাসরি যোগাযোগের সুবিধা ১৮ ফিট ও এর চেয়ে বড় ট্রাকের ক্ষেত্রে ট্রাক লাগবে প্ল্যাটফর্ম শিপার এবং ট্রাক মালিক উভয়ের জন্য ট্রিপ বুকিংকে আরও সহজ, লাভজনক এবং সময় সাশ্রয়ী করে তুলেছে। মালিকরা তাদের পুরো আয় উপভোগ করতে পারবেন, আর শিপাররা কম খরচে দ্রুত এবং বিশ্বাসযোগ্যভাবে ট্রাক বুক করতে পারবেন।

তাই দেরি না করে আজই ট্রাক লাগবে অ্যাপ থেকে ট্রিপ বুক করুন এবং নতুন সুবিধাগুলো উপভোগ করুন!

ডাউনলোড লিংক: https://tinyurl.com/ycesw3hz

Back to top