ট্রাক লাগবেঃ দ্রুত এবং নির্ধারিত রেটে পিকআপ বুকিং

ঝুটঝামেলার শহুরে জীবনে হুট করেই একটা ফ্রিজ কিনে ফেললেন মিস আলিফ। কিন্তু বাসায় পৌঁছে দেবার জন্য দোকানদার যে পরিমাণ টাকা চাইছিল তা অবিশ্বাস্য! পায়চারি করতে করতে এখন কি করা যায় তাই ভাবছিলেন তিনি। অথচ ফ্রিজ কেনার প্ল্যান করার সময় এতো কিছু তার মাথায় ছিলনা। আদতে বাসার পুরনো ফ্রিজটার অবস্থা ছিল যাচ্ছেতাই। তাই ঠিক করেছিলেন স্যালারির টাকা জমিয়ে একটা ফ্রিজ কিনে ফেলবেন। এখন যখন ফ্রিজটা কিনেই ফেললেন তখন তা বাসায় পৌঁছানোর উপায় কি? ফ্রিজের সাথে আনুষঙ্গিক জিনিসপত্র থাকায় ভ্যানগাড়িতে নেওয়া সম্ভব না। দরকার একটা পিকআপের। কোন উপায় না পেয়ে এক বন্ধুকে ফোন দিলেন আলিফ। সব কিছু খুলে বলতেই বন্ধু জানাল ‘ট্রাক লাগবে’ অ্যাপের এক্সপ্রেস সার্ভিসের কথা।

 

কিন্তু এই এক্সপ্রেস সার্ভিসটি কি?  ‘ট্রাক লাগবে’র দ্রুত পিকআপ বুকিং সার্ভিসে আপনি ১/২ টনের পিকআপ কিংবা মিনি ট্রাক সহজেই ভাড়া করতে পারবেন। এই সার্ভিসে দ্রুত বুকিং সুবিধার সাথে রয়েছে নির্দিষ্ট রেট ও সুরক্ষিত ডেলিভারির নিশ্চয়তা।

 

এক্সপ্রেস সার্ভিসে ট্রিপ তৈরি করলে –

১) এক্সপ্রেস সার্ভিসে ট্রিপ তৈরি করার সাথে সাথেই কাছাকাছি থাকা অসংখ্য ড্রাইভার ট্রিপটি ধরার জন্য অ্যাপে যুক্ত হন।

২) এ কারণে অ্যাপে ট্রিপে তৈরি করার ৩ মিনিটের মধ্যে বুকিং প্রক্রিয়া সম্পন্ন হয়।

৩) খুব কম সময়ে পিকআপ বুকিং করে ফেলায় এবং পিকআপ চালকরা আপনার আশেপাশে থাকায় ট্রিপটিও সম্পন্ন হয়ে যায় দ্রুততম সময়ের ভিতর। 

 

ফিরে যাই মিস আলিফের কাছে। তিনি কি যথাসময়ে পিকআপ পেয়েছিলেন? বন্ধুর কাছ থেকে ‘ট্রাক লাগবে’র খোঁজ পেয়ে তিনি এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে দ্রুত পিকআপ বুক করেন। আর বুকিং শেষে দ্রুত সময়ের মধ্যে পিকআপ চলে আসায় কোন ধরণের সমস্যা ছাড়াই নিরাপদে ফ্রিজটি পৌঁছে যায় তার বাসায়। মিস আলিফের মতো তাই আপনিও তাৎক্ষণিক প্রয়োজনে ‘ট্রাক লাগবে এক্সপ্রেস’ সার্ভিস থেকে ভাড়া করতে পারেন পিকআপ।

Back to top