ট্রাক লাগবে’র আয়োজনে দিনব্যাপী চক্ষু পরীক্ষা কর্মসূচি

৩ মাস আগে VED-ORBIS কর্তৃক পরিচালিত হওয়া এক জরিপে উঠে আসে গুরুত্বপূর্ণ এক তথ্য। জরিপ থেকে জানা যায়, আমাদের দেশের বড় সংখ্যক ট্রাক চালকরাই চোখ সংক্রান্ত নানাবিধ সমস্যায় আক্রান্ত! আমাদের মহাসড়কগুলো দাপিয়ে বেড়ানো চালক ভাইদের স্বাস্থ্য সুরক্ষায় অনেক সময় অনেক কর্মসূচি গৃহীত হলেও, চক্ষু সুরক্ষা নিয়ে আদৌ কোন দৃশ্যমান কর্মসূচি লক্ষ্য করা যায় নি। এই পুরো বিষয়টিই আবার নিরাপদ সড়ক ব্যবস্থার উপরে প্রভাব ফেলে। কেননা নিরাপদ সড়ক আমরা তখনই প্রত্যাশা করতে পারবো যখন আমাদের ট্রাক চালক ভাইয়েরাও নিরাপদ থাকবেন। আর এক্ষেত্রে চোখের স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ এক বিষয়।     

চক্ষু স্বাস্থ্যের এই ব্যাপারটি নজরে নিয়েই এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উপলক্ষ্যে ‘ট্রাক লাগবে’ এবং ‘এসেলর গ্রুপ’ যৌথভাবে আয়োজন করে দিনব্যাপী ‘ফ্রি চক্ষু পরীক্ষা কর্মসূচি’। কর্মসূচির আওতায় ঢাকার দুটো ট্রাক স্ট্যান্ডে ট্রাক চালক ভাইদের জন্য ফ্রি চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই ট্রাক স্ট্যান্ডগুলো ছিলঃ 

১) কালশী ট্রাক স্ট্যান্ড 

২) ঢাকা উদ্যান ট্রাক স্ট্যান্ড 

২২ অক্টোবর সকাল ১০ টায় রাজধানীর কালশী ট্রাক স্ট্যান্ডে গিয়ে দেখা যায় ‘ট্রাক লাগবে’ কর্তৃপক্ষের কর্মতৎপরতা। আশাব্যঞ্জক ব্যাপার হলো, এই আয়োজনে চালক ভাইদের কাছ থেকেও পাওয়া যায় দারুন সাড়া। এছাড়া কালশী ট্রাক স্ট্যান্ড কমিটির সদস্যরাও সর্বাত্মক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন।  

 

ট্রাক চালক হীরা ভাই প্রায় ৪ বছর ধরে চশমা পড়ছেন। কিন্তু বেশ কিছুদিন হলো তার দেখতে সমস্যা হচ্ছে। কালশী স্ট্যান্ডে এই আয়োজন দেখে তিনি চলে আসেন এবং বিনামূল্যে চোখও পরীক্ষা করিয়ে নেন। ৪২ বছর বয়সী ট্রাক চালক আবুল বাশার ভাই কাছের জিনিস দেখতে পান না। ‘ট্রাক লাগবে’র এই আয়োজন দেখে তিনিও চলে আসেন চোখ দেখাতে। বিভিন্ন বয়সী ট্রাক চালক থেকে শুরু করে হেল্পারাও আসেন তাদের চোখ পরীক্ষা করাতে। ট্রাক মালিক রাসেল ভাই ১ বছর ধরে আছেন এই পেশায়। চোখ থেকে পানি পড়া ও রোদে চোখ জ্বলাপোড়া ইত্যাদি সমস্যায় তিনি বেশকিছু দিন থেকেই ভুগছিলেন। চোখ পরীক্ষা করাতে এসে রাসেল ভাইও তার সন্তুষ্টির কথা জানান।  
দিন বাড়ার সাথে সাথে চালক ভাইয়েরা দলে বলে আসতে থাকেন চোখ দেখাতে। সর্বোপরি এক সফল কর্মসূচি সম্পন্ন করে ‘ট্রাক লাগবে’ ও ‘এসেলর গ্রুপ’ কর্তৃপক্ষ। কালশী স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন। তিনি সড়ক নিরাপত্তা বিষয়ক এবং চালকদের স্বাস্থ্যসেবামূলক এধরণের আরও কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।  

Back to top