ট্রাক লাগবে চ্যাম্পিয়নঃ ইয়াসির আরাফাত

অদম্য সাহস আর  দৃঢ় পরিকল্পনা নিয়ে এগিয়ে চলা এক মানুষ ট্রাক মালিক ইয়াসির আরাফাত। বাবা সরকারি কর্মচারী, তাই পরিবারেও শিক্ষা দীক্ষার প্রেশার ছিল ভালোভাবেই। কিন্তু ভিন্ন পথে হাঁটলেন তিনি। ট্রাক ব্যবসার সাথে জড়িয়ে পরা তার জন্য একটু কঠিনই ছিল। পরিবারের সমর্থন ছিল না স্বাভাবিকভাবেই। কিন্তু তিনি তার ভিশন আর চেষ্টায় ছিলেন একাগ্র। আর তার প্রতিদান পাচ্ছেন হাতেনাতে। 

মাত্রই ৭ মাস হয়েছে ট্রাক ব্যবসায় নেমেছেন। এরই মধ্যে ২টি ট্রাকের মালিক আরাফাত ভাই। বরিশালের আরাফাত ভাই এখন পরিবার পরিজন নিয়ে আছেন ঢাকার উত্তরায়। ট্রাক ব্যবসায় নামার আগে এর বিস্তারিত ও সাম্প্রতিক অবস্থা নিয়ে ভালোভাবেই ঘাঁটাঘাঁটি করেন তিনি। বলা চলে, পুরো প্রস্তুতি নিয়েই তার এই পথে আসা। এই ব্যবসায় নামার পরেই ট্রাক লাগবে  অ্যাপ সম্পর্কে জানতে পান। প্রথম থেকেই অ্যাপটির সহজবোধ্যতা ও ট্রিপ পাওয়ার ক্ষেত্রে এর ক্রেডিবিলিটি দেখে মুগ্ধ হন আরাফাত ভাই। আর এখন তো এই অ্যাপ ছাড়া তিনি অন্য কিছু ভাবতেই পারেন না। 

ট্রাক লাগবে’র ডাটা সেন্টার থেকে জানা যায় আরাফাত ভাইয়ের অসামান্য সাফল্যের তথ্য। দুইটি ট্রাক দিয়েই তিনি গত অক্টোবর-নভেম্বর মাসে করেছেন সর্বোচ্চ সংখ্যক ট্রিপ। ট্রাক লাগবে অ্যাপের কার্যকারিতা এবং এ থেকে পাওয়া অসংখ্য ট্রিপ আরাফাত ভাইয়ের মুখে হাসি নিয়ে এসেছে। আর তাই তিনি হয়েছেন আমাদের এবারের ‘ট্রাক লাগবে চ্যাম্পিয়ন’। 

ট্রাক লাগবে কর্তৃপক্ষের সাথে আলাপকালে ইয়াসির আরাফাত ভাই অ্যাপটি সম্পর্কে তার অভিজ্ঞতার কথা জানান। তিনি জানান, সারা বাংলাদেশে ট্রাক লাগবের নেটওয়ার্ক একটিভ হওয়ায় দূরের ট্রিপে গেলেও ফিরতি পথে ফিরতি ট্রিপ পাওয়া সহজ। এতে করে ট্রাক মালিকদের লোকসান তো হয়ই না বরং লাভের লাভ উঠে আসে। 

আরাফাত ভাই অ্যাপটির আরও কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন যা তাকে এই ব্যবসায় সফলতা পেতে সাহায্য করেছে। এগুলো হলোঃ 

১) প্রশিক্ষিত ও পরিশ্রমী অ্যাকিউজিশন এক্সিকিউটিভ। 

২) দক্ষ কাস্টমার সার্ভিস 

৩) দুরের ও কাছের সব ধরণের ট্রিপের জন্য উপযোগী অ্যাপ  

সবশেষে তিনি ট্রাক লাগবে পরিবারের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Back to top