‘ট্রাক লাগবে’ চ্যাম্পিয়নঃ মোহাম্মদ শরীফুল ইসলাম

পড়ালেখা সম্পন্ন করা একজন পরিপূর্ণ শিক্ষিত মানুষ মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই। কিন্তু চিন্তা ভাবনায় যেনো সবার থেকেই আলাদা! মাস্টার্স শেষ করে সহজেই পারতেন একটা জবে ঢুকে পড়তে। কিন্তু তিনি বেছে নিলেন ভিন্ন পথ। গাড়ি কিনে প্রথমে উবারে চালাতে থাকেন। সাথে সাথে নিজের একটি অনলাইন সাইটের মাধ্যমে নানাবিধ জিনিসপত্র বিক্রিও চলতে থাকে।  এরপর আরও মার্কেট স্টাডি ও পড়ালেখা করে ট্রাক ব্যবসার বিস্তারিত সম্পর্কে ধারণা নেন। নিজেই ট্রাক মালিক হয়ে এরপর চলে আসেন ট্রাক ব্যবসায়। ট্রাক ব্যবসা নিয়ে পড়ালেখা করতে করতে জানতে পান অনলাইন ট্রাক ভাড়ার অ্যাপভিত্তিক সার্ভিস ‘ট্রাক লাগবে’ সম্পর্কে। 

প্রথমে ১টি পিকআপ কিনে শুরু হয় শরীফুল ইসলাম ভাইয়ের যাত্রা। এখন তার ছোট বড় মিলিয়ে গাড়ি আছে ৪টি। টাটা এইস কোম্পানির গাড়িগুলো যখন দৈনিক দাপিয়ে বেড়ায় আর ট্রিপের জন্য ছুটে যায় তখন এক আনন্দের আভা ফুটে উঠে শরীফুল ভাইয়ের মুখে। 

যেহেতু ট্রাক ব্যবসার সাথে আগে থেকে কোন যোগাযোগ ছিলো না, তাই স্বাভাবিকভাবেই তার কাছে প্রশ্ন ছিল যে কীভাবে ড্রাইভার সংগ্রহ করলেন? তিনি জানান, কিছু জানাশোনা পরিচিতি ছিল আগে থেকেই। আর ‘নিজে ভালো তো সব ভালো’- হ্যাঁ, এমন নীতিতেই বিশ্বাসী শরীফুল ভাই। তিনি তার ড্রাইভারদের সব সময়ই পরামর্শ দেন কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করার।

গত কয়েক মাসের তথ্য অনুযায়ী, ট্রাক লাগবে অ্যাপ ব্যবহার করে তিনি মাসে ৫০টিরও অধিক ট্রিপ নিয়ে থাকেন। যেখানে প্রতিদিন এমন সময়ও গিয়েছে যে ১০টিরও অধিক ট্রিপ সম্পূর্ণ করেছেন। তার এই সাফল্যের কারণে তিনি হয়েছেন ‘ট্রাক লাগবে চ্যাম্পিয়ন’।  

সর্বোপরি, ট্রাক লাগবে অ্যাপ ব্যবহারে শরীফুল ইসলাম ভাই যেমন ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছেন তেমনি তার জীবনমানেও পরিবর্তন চলে এসেছে। তার মতে, এই অ্যাপ সার্ভিস প্রযুক্তির চাহিদা মিটিয়ে মানুষের দুর্ভোগ কমাচ্ছে ও ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

 

Back to top