আব্দুল আলীম ভাইয়ের গ্রামের বাড়ী বাউল সাধক লালন সাইজীর দেশ কুষ্টিয়ায়। সেখানে পড়াশোনা করেন বিএ পর্যন্ত। ল কলেজেও ভর্তি হয়েছিলেন কিন্তু কাজের চাপে আর শেষ করা হয়নি। মাইক্রোবাস দিয়ে গাড়ির ব্যবসা শুরু করলেও এখন তিনি পুরোদস্তুর ট্রাক ব্যবসায়ী এবং তিনি আমাদের এবারের ট্রাক লাগবে চ্যাম্পিয়ন।
২০০৪ সালে প্রথম ব্যবসায় নামেন দেশের একটি টোবাকো কোম্পানিতে সাপ্লায়ার হিসেবে কিন্তু বাধ সাধেন পুরনো সাপ্লায়ারগণ। ব্যবসায় অনভিজ্ঞতার কারনে পিছিয়ে পড়েন কিন্তু শেখার জায়গাতে কোন ঘাটতি থাকেনা। আগের ব্যবসা করতে গিয়ে যা শেখেন তা ঢাকায় এসে কাজে লাগান এবং পেয়ে যান একটি বড় ঔষধ কোম্পানির গুদামের কাঠের প্যালেট সাপ্লাইয়ের কাজ। অবশ্য এর আগেই একটি ফার্নিচার কোম্পানিতে কাঠ সাপ্লাইয়ের কাজ করছিলেন, তাই কাজটি আরো সহজ হয়ে যায়। গাড়ি ব্যবসায় হাতে খড়ি ভালো হয়না কারন এক মাইক্রোবাস চালকের পরামর্শে কিনেন টয়োটা হাই-এইস, কিন্তু সেই চালক ক্রমাগত লস দেখাতে থাকে তাই বাধ্য হয়ে গাড়ীটি বিক্রি করে দেন। পরবর্তিতে ২০১০ সালে ১ টন ৭ ফিটের একটি ট্রাক কিনেন এবং এই একটি ট্রাক নিয়েই এগোতে থাকেন। এর পরের ট্রাকটি কিনতে সময় নেন ০৫ বছর, ২০১৪ সালে আরেকটি ছোট ট্রাক কিনে ফেলেন। মূলত ২০১৪ সাল থেকেই তার ট্রাক ব্যবসার উত্থানের শুরু। এখন ছোট বড় মিলিয়ে তার আছে মোট ০৭ টি ট্রাক।
সততার সাথে ব্যবসা করে যাওয়াই তার লক্ষ্য এবং চালকদের শ্রমের মূল্য দিতে তিনি ভালোবাসেন কারন তাদের জন্যই তার ব্যবসা টিকে আছে।
ট্রাক লাগবে তার জীবনে কি পরিবর্তন এনেছে জিজ্ঞেস করতেই তিনি হেসে ফেলেন এবং বলেন, “ আমি ভাই একটু দেরী করেই ঘুম থেকে উঠি, ট্রাক লাগবে অ্যাপ পাওয়ার পর আরো একটু আরাম হইছে। বাসা থেকেই ট্রিপ দেখতে থাকি আর পাইলে ড্রাইভারকে ফোন করে বলি লোডিং পয়েন্টে যাইতে। ভাড়া একটু কম থাকে, ড্রাইভার অখুশি হয়, তখন ওর কমিশন বাড়ায়া দেই। বইসা থাকার কি দরকার”।
আব্দুল আলীম ভাইয়ের পাঁচটি ট্রাকে ট্রাক লাগবের জিপিএস ইন্সটল করা আছে। লোকেশন ট্র্যাকিং করে তিনি তার ট্রাকগুলোর খোঁজ রাখেন। নতুন কেউ ট্রাক ব্যবসায় আসতে চাইলে প্রথমেই তাকে নিষেধ করেন কারন ট্রিপের ব্যবস্থা না থাকলে এই ব্যবসা চালিয়ে রাখা কঠিন। তার নিজেকেও অনেক পরিশ্রম করতে হয়েছে কাস্টমার যোগাড় করতে।
নতুন একটি ট্রাক কেনার কথা ভাবছেন কিছুদিনের মধ্যে। ট্রাক ব্যবসা আরো বাড়াবেন তবে বড় ট্রাক কেনার ইচ্ছা নেই। ট্রাক লাগবে অ্যাপ থেকে তিনি গতমাসে সর্বোচ্চ ট্রিপ নিয়েছেন এবং সর্বোচ্চ আয় করে সম্মানিত হয়েছেন ট্রাক লাগবে চ্যাম্পিয়ন হিসেবে। এই অর্জনের জন্য ট্রাক লাগবে পরিবারের পক্ষ থেকে থাকলো আব্দুল আলীম ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ।