ট্রাক লাগবের শিফটিং সার্ভিসের শর্তাবলিসমূহ

ট্রাক লাগবে বাসা//অফিস শিফটিং এর ঝামেলাহীন সার্ভিস সাশ্রয়ী মূল্যে দিয়ে থাকে। ট্রাক লাগবে শিফটিং সার্ভিসে- ট্রাক ভাড়া থেকে শুরু করে প্যাকেজিং সেবা, ইলেক্ট্রনিক্স সরঞ্জাম ইনস্টলেশন এবং প্রি-ইন্সপেকশন এর মতো প্রয়োজনীয় যাবতীয় সকল সেবাই রয়েছে। এখন জেনে নেয়া যাক ট্রাক লাগবের শিফটিং সার্ভিসের অন্তর্ভুক্ত কিছু শর্তাবলী:

১. সোসাইটি/আবাসিক এলাকার ক্ষেত্রে গ্রাহক কে গেটপাশ সংক্রান্ত অনুমতি আগে থেকে নিয়ে রাখতে হবে যেন শিফটিং চলাকালীন কোনও বাধা/বিলম্ব না হয়।

২. ট্রিপের বকেয়া টাকা আনলোড পয়েন্টে শিফটিং এক্সপার্টের হাতে নগদে পরিশোধ করতে হবে।
৩. জেলার বাইরের শিফটিং ট্রিপের ক্ষেত্রে লোড পয়েন্টে ট্রিপের ৫০% ফি পরিশোধ করে দিতে হবে।

৪. ব্যক্তিগত সরঞ্জাম যেমন- ল্যাপটপ, টেলিভিশন, মানিব্যাগ, অলঙ্কার, বা ভঙ্গুর পণ্য গ্রাহকের নিজ দায়িত্বে বহন করতে হবে।

৫. রাজনৈতিক বা প্রাকৃতিক দুর্যোগ জনিত কারনে শিফটিং এর তারিখ স্থগিত বা পরিবর্তন করা হতে পারে।

৬. প্যাকিং সেবার ক্ষেত্রে প্যাকেজিং এর টাকা অগ্রিম প্রদান করতে হবে যেহেতু ট্রিপের ১ দিন পূর্বেই প্যাকিং সেবা দেওয়া হয়৷

৭. প্যাকিং সেবার জন্য,গ্রাহকের আসবাবপত্রের একটি তালিকা প্রদান করা হয়, এই তালিকার বাইরে প্যাকিং এর প্রয়োজন হলে গ্রাহককে অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে।

৮.এসি, ওয়াশিং মেশিন, গিজার ইন্সটল ও আনইনস্টল সেবা প্রদানের ক্ষেত্রে- অতিরিক্ত পাইপ/উপাদান ক্রয়, নতুন বৈদ্যুতিক লাইন সেট ও স্যানিটারি কাজ আমাদের সেবার অন্তর্ভুক্ত নয়।

৯. যেকোনো ভঙ্গুর পণ্য যেমন- কাঁচ, টিভি, কোনো কাঁচের প্যানেল, ফ্রিজ ইত্যাদি প্যাকেজিং এর অন্তর্ভুক্ত না হলে দুর্ঘটনাক্রমে উক্ত মালামালের কোন ক্ষতি হলে ট্রাক লাগবে দায়ি থাকবে না।

১০. মালামালের যে কোন ধরণের ক্ষয়- ক্ষতি হলে শিফটিং শেষ হওয়ার ৩ দিনের মধ্যে যোগাযোগ করার অনুরোধ করা হল।

১১। শিফটিং করার সময় সেবা বিশেষজ্ঞদের দ্বারা রিপোর্ট করা কোনো পূর্ব-বিদ্যমান সমস্যা/সম্ভাব্য ঝুঁকির জন্য ট্রাক লাগবে দায়ী থাকবে না।

ট্রাক লাগবে তে পাচ্ছেন সাশ্রয়ী শিফটিং সার্ভিস প্যাকেজ। ‘ট্রাক লাগবে’ এর শিফটিং সার্ভিস বুক করতে এখনই আমাদের ০৯৬৩৮০০০২৪৫ নম্বরে কল করুন।

Back to top