ট্রাক ব্যবসা এগিয়ে নেয়ার স্মার্ট সল্যুশন নিয়ে এলো টিএল জিপিএস ট্র্যাকার

আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন প্রায় সকল ট্রাক এবং পিকআপ মালিক তার গাড়িতে জিপিএস ট্র্যাকার সার্ভিস ব্যবহার করে থাকেন। একটি জিপিএস ট্র্যাকার গাড়ির ব্যবসার উন্নতিতে অন্যতম প্রধান বিবেচ্য বিষয়। ট্রাকের অবস্থান জানা থেকে শুরু করে, কোন রুটে গাড়ির চলাচল, গাড়ির ইঞ্জিন (চালু বা বন্ধের)  এলার্ট, এক্সিডেন্ট এলার্টসহ বিভিন্ন সুবিধার কারনে এখন অনেকেই তার ব্যবসায় এই ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে পরছেন। 


গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে যে যন্ত্রের উপরে আপনি ভরসা করছেন সে যন্ত্রটি কিভাবে কাজ করছে এবং কিভাবে আপনার গাড়ির সকল তথ্য দেখাচ্ছে তা কি জানেন? 

যে যন্ত্রের উপরে আপনি ভরসা করছেন আপনার গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে এবং অন্যান্য কাজে, কিন্তু সে যন্ত্রটি কিভাবে কাজ করছে, কিভাবে দেখাচ্ছে আপনার গাড়ির সকল তথ্য তা কি জানেন? চলুন আজকে জেনে নেই কিভাবে একটি জিপিএস ট্র্যাকার আপনার গাড়ির সকল তথ্য আপনাকে জানাচ্ছে – 

 

জিপিএস ট্র্যাকার কিভাবে কাজ করে?

‘জিপিএস’(GPS)  এর পুরো নাম হলো “গ্লোবাল পজিশনিং সিস্টেম” (Global Positioning System) । এই সিস্টেমটি পরিচালিত হয় পৃথিবীর উপরে মহাকাশে অবস্থান করা ৩২ টি স্যাটেলাইটের সহায়তায়। (১)  

গাড়ির জিপিএস ট্র্যাকারটি এই সিস্টেম ব্যবহার করেই প্রতিনিয়ত আপনার গাড়ির সকল তথ্য আপনাকে জানিয়ে দিচ্ছে। বাজারে প্রচলিত প্রায় সকল জিপিএস ট্র্যাকার এর মধ্যেই একটি টেলিকম কোম্পানির সিম ব্যবহার করা হয়ে থাকে। এই সিমটি ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইসের ট্র্যাকিং সুবিধার সহায়তায় স্যাটেলাইটের সাথে যোগাযোগ রাখে এবং এরই সহায়তায় সার্ভারে আপনার গাড়ির সকল তথ্য পাঠিয়ে দেয়। যা পরবর্তীতে আপনি মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টাল থেকে দেখতে পারেন।

  

ট্রাকের জন্য জিপিএস ট্র্যাকার কেন জরুরী? 

আপনার ট্রাক বা পিকআপে জিপিএস ট্র্যাকার ব্যবহারে আপনি এমন অনেক তথ্য পাবেন যা আপনার ব্যবসা সঠিক ভাবে এবং সাশ্রয়ী খরচে পরিচালনা করতে সাহায্য করবে। আপনার গাড়ির জন্য কেন একটি জিপিএস আবশ্যক চলুন তা দেখে নেই-

১। ২৪ ঘন্টা আপনার গাড়ির লোকেশন জানতে সহায়তা করবে

২। কবে কখন কোন রুটে গাড়ি চলাচল করেছে তা জানতে পারবেন  

৩। ইমার্জেন্সি মূহুর্তে গাড়ির ইঞ্জিন লক/আনলোক করতে পারবেন আপনার মোবাইল থেকেই

৪। ইঞ্জিন কখন অন এবং অফ করা হচ্ছে তা জানতে পারবেন

৫। আর অন্যতম যে সুবিধা তা হল যেখানেই আপনার ট্রাক বা পিকআপ থাকবে সেই স্থানের ট্রিপ পাওয়া।

 ( এই সুবিধাটি শুধুমাত্র ট্রাক লাগবের জিপিএস সার্ভিস ব্যবহার করলে পাওয়া যাবে, যা আপনি ট্রাক লাগবে অ্যাপ থেকেই ব্যবহার করতে পারবেন, জিপিএস প্যাকেজ সার্ভিসটি কিনতে সরাসরি এই নম্বরে কল করুন- ১৩৩০৩) 

প্রধান এই সুবিধাগুলির সাথে কোম্পানি ভেদে থাকতে পারে আরো কিছু সুযোগ সুবিধা। বর্তমান এই প্রযুক্তির যুগে এধরনের সুযোগ সুবিধা ছাড়া ব্যবসা করা আরো কঠিন হয়ে উঠতে পারে, তাই আপনার ট্রাক বা পিকআপের জন্য জিপিএস ট্র্যাকার ব্যবহার অত্যন্ত জরুরী।   

 

কিভাবে টিএল জিপিএস ট্র্যাকার আপনাকে সহায়তা করতে পারে? 

ট্রাকের ব্যবসায় ভালো করতে হলে নিয়মিত ট্রাকের জন্য ট্রিপ থাকায় প্রয়োজন। ড্রাইভার যেখানেই যাক সেখান থেকেই যদি ট্রিপ মিলে যায় তাহলে ব্যবসার গতি কয়েকগুন বেড়ে যাবে আপনার জন্য। 

এমন ইউনিক সুবিধাসহ সকল ধরনের জিপিএস ট্র্যাকিং সুবিধা দিতেই ট্রাক লাগবে আপনাদের ট্রাক এবং পিকআপের জন্য নিয়ে এসেছে টিএল ট্র্যাকার। টিএল ট্র্যাকার ব্যবহার করার ফলে আপনার ট্রাক যেই এলাকায় থাকবে সেই এলাকা এবং আশেপাশের  সকল ট্রিপ “ট্রাক লাগবে ওনার” অ্যাপে আপনি ধরতে পারবেন আর এর সাথে পাচ্ছেন ইঞ্জিন লক/আনলোক, জিইওফেন্স, লোকেশন শেয়ার ও লাইভ ট্র্যাকিংসহ সকল ধরনের  সুবিধা। 

truck lagbe gps package

ট্রাক লাগবে’র জিপিএস প্যাকেজ

ট্রাক লাগবে'র জিপিএস প্যাকেজের আওতায় বিভিন্ন সুবিধাসহ ২ টি ভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে আপনাদের সুবিধামত বেছে নেওয়ার জন্য। প্যাকেজ গুলো রেট এবং সুবিধাসমূহসহ নিচে উল্লেখ করা হলঃ 

GPS Packages for blog-Truck Lagbe_BN-1

উল্লেখিত জিপিএস প্যাকেজের যেকোনোটি ক্রয় করতে সরাসরি যোগাযোগ করুন এই হেল্পলাইন নম্বরে- ১৩৩০৩

ডিভাইসটি কেনার পরে আপনি অ্যাপ থেকে আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ চালু করে ডিভাইসের সকল সুবিধা গ্রহণ করতে পারবেন।   

 

 রেফারেন্সঃ

১। https://time.com/3952770/gps-how-works/

Back to top