কিভাবে “ট্রাক লাগবে” অ্যাপ ব্যবহার করে ট্রাক ভাড়া করবেন

"ট্রাক লাগবে" প্লাটফর্মে সারা দেশব্যাপী রয়েছে ৫০,০০০ এরও অধিক ট্রাক, পিকআপ এবং কভারড ভ্যান। আর প্রতিনিয়তই এ সংখ্যা বাড়ছে। তাই "ট্রাক লাগবে" অ্যাপ ব্যবহার করে সহজেই দেশের যেকোন স্থান থেকে যেকোনো ধরনের ট্রাক কিংবা পিকআপ ভাড়া করা সম্ভব।

সবার সুবিধার জন্য, অ্যাপ থেকে দুই ভাবে ট্রাক ভাড়া করা যায়-

 

 ১। তাৎক্ষনিক ভাড়া

এক্ষেত্রে “এখনই লাগবে” অপশন ব্যবহার করে তাৎক্ষনিক পিকআপ ভাড়া করতে পারবেন অ্যাপে দেওয়া নির্ধারিত ভাড়া অনুযায়ী।

[কিভাবে  নির্ধারিত রেটে পিকআপ ভাড়া করতে পারবেন তা এই ব্লগ থেকে জেনে নিন।]

 

২। পরবর্তী সময়ের জন্য ভাড়া

অ্যাপের “শিডিউল করুন” অপশন ব্যবহার করে পরবর্তী সময়ের জন্য ট্রাক ভাড়া করতে পারবেন। এক্ষেত্রে ভাড়া বিড এর মাধ্যমে নির্ধারিত হয়, ট্রাক মালিক/ড্রাইভার আপনার পোস্ট করা ট্রিপে বিড করে ভাড়া জানাবেন। 

[ বিড এর মাধ্যমে ট্রাক ভাড়ার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ]

এখন আসুন সংক্ষেপে "ট্রাক লাগবে" অ্যাপ থেকে ট্রাক ভাড়া করার ধাপগুলো জেনে নেইঃ

 

  • প্লে স্টোর থেকে "ট্রাক লাগবে" অ্যাপটি নামিয়ে নিন

  • আপনার মোবাইল নম্বর এবং সেই নম্বরে পাঠানো ওটিপি কোড টি দিয়ে অ্যাপে ঢুকুন

  • লোড পয়েন্ট এবং আনলোড পয়েন্ট নির্বাচন করুন

  • আপনার পণ্য পরিবহণ করতে কত বড় ট্রাক এবং কোন ধরনের ট্রাক দরকার তা উল্লেখ করে দিন

  • কত তারিখে পণ্য পরিবহণ করবেন তা উল্লেখ করুন

  • পণ্য ট্রাকে লোড করার সময় উল্লেখ করে দিন

  • কি ধরনের পণ্য পরিবহণ করবেন তা জানিয়ে পোস্ট করুন

আপনার পোস্ট করা ট্রিপটি ট্রাক মালিকগণ দেখতে পাবেন এবং ট্রিপটি যদি পরবর্তী সময়ের জন্য হয় তাহলে তারা এভাবে বিড করে ভাড়া জানাবেনঃ

002441_09Nov20_JT420_Web_Blog_Other Photos_New App Launch_Bidding_Version 02-06

এখান থেকে পছন্দনীয় ভাড়া অনুযায়ী বিড গ্রহণ করে আপনি সরাসরি ট্রাক মালিক/ড্রাইভারের সাথে কথা বলে ট্রাক ভাড়া করতে পারবেন।

ট্রাক ভাড়া করতে এখনই ডাউনলোড করুন ট্রাক লাগবে অ্যাপ

google play png log- truck lagbe app link

 

Back to top