বর্তমান করোনা সংকটে থমকে আছে পুরো বিশ্ব। বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। আমাদের বাংলাদেশেও গত মার্চ মাস থেকে সরকারী নির্দেশনা অনুযায়ী চলছে সাধারণ ছুটি। অর্থনীতির চাকাও থমকে দাঁড়িয়েছে।
এ মুহূর্তে সবার আগে নিশ্চিত করতে হবে সকলের সুরক্ষা। তাই প্রত্যেকেরই উচিত জরুরী স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা। কিন্তু একইসাথে দেশের এ কঠিন সময়ে দৈনন্দিন পণ্যের সরবরাহ নিশ্চিত রাখা অত্যন্ত জরুরী। অপরদিকে ভবিষ্যৎ অর্থনৈতিক মন্দার কথা চিন্তা করে, সরকার ধীরে ধীরে চালু করছে জরুরী আমদানি-রপ্তানি ব্যবস্থা এবং শিল্প-কারখানা।
আর এ সবকিছুর জন্যই সাধারণ ছুটির শুরু থেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী, জরুরী পরিবহণ যেমনঃ ট্রাক, কার্গো ইত্যাদি যথারীতি চালু রয়েছে। আর এ কারণেই, দেশ ও জনগণের দৈনন্দিন জরুরী চাহিদা মেটাতে, “ট্রাক লাগবে” এর সকল সার্ভিসও অব্যাহত রয়েছে।
এখানে উল্লেখ্য, যারা নিয়মিত ব্যবসায়িক প্রয়োজনে রেগুলার মার্কেট থেকে ট্রাক ভাড়া করে থাকেন তারা জানেন এ নিয়ে কি রকমের ঝক্কি পোহাতে হয়। সময়মত ট্রাক না আসা থেকে শুরু করে মধ্যসত্ত্বভোগীর কারণে ট্রাক ভাড়ার খরচ অবিশ্বাস্য রকম বেড়ে যাওয়া এবং এরকম আরও বিভিন্ন রকম অভিযোগ এক্ষেত্রে নিয়মিত শোনা যায়।
সঙ্গত কারণেই এখন এই করোনাকালীন সময়ে, ব্যবসায়িক প্রয়োজনে ট্রাক ভাড়া করা হয়ে দাঁড়িয়েছে এক বিশাল চ্যালেঞ্জ। অথচ এ মুহূর্তে যেকোনো ধরনের ব্যবসায়িক পণ্য পরিবহণের জন্য “ট্রাক লাগবে” হতে পারে আদর্শ সমাধান। কেন বর্তমান সংকটে, ব্যবসায়িক পণ্য পরিবহণের জন্য “ট্রাক লাগবে” এর সার্ভিস আদর্শ তার ৪টি কারণ নিচে উল্লেখ্য করা হলঃ
১। নিরাপদে ঘরে বা অফিসে বসে ট্রাক ভাড়া: এ মুহূর্তে সকলের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরী। আর নিরাপদে ঘরে বা অফিসে বসে প্রয়োজনীয় যেকোনো ট্রাক নিশ্চিন্তে ভাড়া করার সুযোগ পাচ্ছেন “ট্রাক লাগবে” অ্যাপ থেকে।
২। সেরা রেটে ট্রাক ভাড়া: “ট্রাক লাগবে” অ্যাপে রয়েছে অসংখ্য রেজিস্টারকৃত ট্রাক, পিকআপ ও কাভারড ভ্যান। তাই বর্তমান পরিস্থিতিতেও, দেশের যেকোনো স্থানে পণ্য পরিবহণের জন্য আপনি পাচ্ছেন সেরা রেটের নিশ্চয়তা।
৩। ডেডিকেটেড অ্যাকাউন্ট ম্যানেজার: আপনি যদি আপনার ব্যবসার যাবতীয় পণ্য পরিবহণের দায়িত্ব একজন অ্যাকাউন্ট ম্যানেজারকে দিয়ে নিশ্চিন্তে থাকতে চান তাহলে সে সুবিধাও আপনি উপভোগ করতে পারবেন “ট্রাক লাগবে” থেকে। বিশেষ করে এ মুহূর্তে একজন অ্যাকাউন্ট ম্যানেজার হতে পারে আপনার ব্যবসায়িক সাফল্যের মূল চাবিকাঠি।
৪। ডিজিটাল বিলিং: আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবহণ সংক্রান্ত লেনদেন বিষয়ক কাজগুলো সহজ করতে চাইলে আপনি “ট্রাক লাগবে” থেকে ডিজিটাল বিলিং সার্ভিসও গ্রহণ করতে পারেন। সরকারী সাধারণ ছুটির এই সময়টাতে যা আপনার জন্য হতে পারে অতি গুরুত্বপূর্ণ বিষয়।
উপরে উল্লেখিত কারণগুলো ছাড়াও আরও বিভিন্ন কারণে(যেমনঃ ভেরিফাইড ট্রাক, প্রশিক্ষিত ড্রাইভার ইত্যাদি), আপনি ব্যবসায়িক পণ্য পরিবহণে নিশ্চিন্তে নির্ভর করতে পারেন “ট্রাক লাগবে” এর উপর। এখানে উল্লেখ্য যে, ডেডিকেটেড অ্যাকাউন্ট ম্যানেজার অথবা ডিজিটাল বিলিংসহ আরও কিছু এক্সক্লুসিভ সার্ভিসের জন্য আপনাকে “ট্রাক লাগবে” এর এন্টারপ্রাইজ সল্যুউশন সার্ভিস গ্রহণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে, আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন “ট্রাক লাগবে” এর কাস্টমার কেয়ার নাম্বারেঃ ০৯৬৩৮০০০২৪৫