টপ ড্রাইভার হয়ে জিতুন ফ্রি জীবানুমুক্তকরণ সার্ভিস

পরিচ্ছন্নতা মেনে চলা সবসময়ই আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর করোনা ভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে, পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা আরও বেশী প্রয়োজন। আশার কথা হচ্ছে এখন আমরা প্রায় সকলেই নিজের এবং আশেপাশের পরিবেশের পরিচ্ছন্নতা নিয়ে বেশ সচেতন। কিন্তু আমরা যেখানে কাজ করি সেখানকার পরিচ্ছন্নতা সবাই কি নিশ্চিত করতে পারছি?

ট্রাক মালিক বা ড্রাইভার ভাই যারা আছেন, তারা সারাদিন কাজ করে চলেছেন চলন্ত ট্রাকে, ট্রাক স্ট্যান্ডে অথবা মালামাল ওঠা-নামার বিভিন্ন স্থানে। তাই তাদের শুধু নিজস্ব পরিচ্ছন্নতাই নয় পাশাপাশি কিভাবে গাড়ি জীবানুমুক্ত এবং পরিষ্কার রাখবেন সেদিকেও খেয়াল রাখতে হয়। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শুরু থেকেই কাজ করছে “ট্রাক লাগবে”। এক্ষেত্রে আপনি যদি “ট্রাক লাগবে ওনার” অ্যাপের একজন নিয়মিত ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ সুযোগ! 

আপনার ট্রাকের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ট্রাক লাগবে এর পক্ষ থেকে আপনি পেতে পারেন ফ্রি জীবানুমুক্তকরণ সার্ভিস! এই উদ্যোগে ট্রাক লাগবে এর পার্টনার হিসেবে আছে  sBusiness.xyz 

উন্নতমানের জীবানুমুক্তকরণ সার্ভিসটি ফ্রি পেতে আপনাকে হতে হবে প্রতি সপ্তাহের ১০ জন টপ  ড্রাইভার এর একজন । চিন্তা করছেন কিভাবে আপনি এই সেরা ১০ জনের একজন হিসেবে নির্বাচিত হতে পারেন? প্রতি সপ্তাহে শুধুমাত্র এই নির্দেশনাগুলি মেনে চলুনঃ

  • প্রতি সপ্তাহে অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ট্রিপ করুন
  • প্রতি সপ্তাহে ট্রিপ সম্পন্নের হার সবচেয়ে বেশি রাখুন

আমাদের সেরা ড্রাইভার হিসেবে আপনি নিম্নোক্ত সুবিধাগুলি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি তেঃ-

  • উন্নতমানের জীবানুমুক্তকরণ সার্ভিস
  • মাস্ক
  • হ্যান্ড গ্লাভস

 

এছাড়াও প্রতি সপ্তাহে বিজয়ী ১০ জন ট্রাক মালিক/ ড্রাইভার ভাইকে ফিচার করা হবে  ট্রাক লাগবে ফেসবুক পেজে। এই ১০ জনের একজন হতে চাইলে দেরী না করে “ট্রাক লাগবে ওনার” অ্যাপ থেকে বেশি বেশি ট্রিপ নিন আর ভালভাবে ট্রিপগুলো সম্পন্ন করে জিতে নিন ফ্রি জীবানুমুক্তকরণ সার্ভিস।

আর আপনি যদি এখনো ট্রাক লাগবে ওনার অ্যাপে রেজিস্ট্রেশন করে না থাকেন, তবে এখনই আপনার ট্রাক রেজিস্ট্রেশন করে, বেশি বেশি ট্রিপ নিতে থাকুন এবং হয়ে যান টপ ড্রাইভার।

এখনই ডাউনলোড করুন ট্রাক লাগবে ওনার অ্যাপ-

play store icon

শর্তাবলীঃ

  • প্রতিযোগিতার সময়কাল - আগামী ২৮ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।  শুধুমাত্র ২৮ জুলাই রাত ১১.৫৯ মিনিট সময়ের মধ্যে যে ট্রিপগুলি সম্পন্ন হবে, তা এ প্রতিযোগিতার আওতাভুক্ত।
  • জয়ী ঘোষনার ক্ষেত্রে শুধুমাত্র “ট্রাক লাগবে”এর সিধান্তই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
  • জয়ী ট্রাক মালিক বা ড্রাইভারকে এসএমএস অথবা ফোন কলের মাধ্যমে অবহিত করা হবে।
  • ট্রিপের সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণামূলক কার্যকলাপ গ্রহণযোগ্য হবে না। যদি কোনো ট্রিপ প্রতারণামূলক হিসেবে বিবেচিত হয় সে ক্ষেত্রে সেই ট্রিপ সম্পন্ন করা ট্রাক মালিক অথবা ড্রাইভার কে এই প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হবে না এবং তার একাউন্ট স্থগিত করা হবে। এক্ষেত্রে ট্রাক লাগবে'র সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • এ ক্যাম্পেইনে যেকোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধণ ও কোনো ধরনের নোটিশ ব্যতীত বন্ধ করার সম্পূর্ণ অধিকার “ট্রাক লাগবে”র রয়েছে।   
Back to top