চলমান লকডাউনের ভিতরে জরুরী পরিবহন সেবা নিশ্চিত করতে পাশে আছে ট্রাক লাগবে

প্রতিদিনই বেড়ে চলেছে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা, পূর্বের তুলনায় এই ২য় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা আরো দ্রুত বাড়ছে এবং তা আরো বেশি ভয়াবহ। তাই যেকোনো সময়ের তুলনায় এখন আমাদের আরো সাবধানে থাকা প্রয়োজন এবং সকল প্রয়োজনীয় কাজ যতটা সম্ভব বাসার বাইরে না গিয়ে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। 

যদিও আমরা সকলেই জানি করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার উপায়, তারপরও অনেক সময় সেই বিষয়গুলি আমরা এখনও অবহেলা করছি। আমাদের মনে রাখা উচিত বিশেষ করে এই সময়ে অবশ্যই নিম্ন উল্লেখিত করনীয় গুলি মেনে চলতে হবে নিজেকে এবং আশেপাশের সবাইকে সুস্থ রাখতে-

১।  জরুরী প্রয়োজন ব্যতীত বাইরে বের হওয়া থেকে বিরত থাকা এবং পরিবারের সকলের এই বিষয়ে সর্বদা সতর্ক থাকা

২। বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরে নেওয়া এবং সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখা

৩। ব্যবহৃত টিস্যু এবং মাস্ক যেখানে সেখানে ফেলে না রাখা

8।  বাইরে থেকে ঘরে আসার পর বাসার কোনো কিছু ধরার পূর্বে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করা 

*বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে থাকলে শরীরে যেই উপলক্ষগুলি দেখা দিচ্ছে তা করোনার পূর্বের ধরনের তুলনায় কিছুটা আলাদা। তাই দেহের অস্বাভাবিক কোনো পরিবর্তন বা খারাপ লাগা বুঝতে পারলে দ্রুত ডাক্তার এর সাথে যোগাযোগ করুন। 

এতো কিছুর মাঝেই আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলি করে যেতে হবে এবং অনেক প্রয়োজনে বাইরেও যেতে হচ্ছে। তবে চাইলে যেসব এলাকায় সুযোগ রয়েছে, সেখানে বাইরে না গিয়ে অনলাইনে অর্ডার করে বাজার-সদাই এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। 

সাধারণ মানুষের প্রয়োজনীয়তা মেটাতে কম বেশি সকল ব্যবসা প্রতিষ্ঠানই সীমিত আকারে চালু রাখা হয়েছে। সকল স্থানে পৌছে দিতে হচ্ছে নিত্যপ্রয়োজনীয় মালামাল। আর তাই লকডাউন চললেও থেমে নেই দেশের পরিবহন ব্যবস্থা। 

সাধারণ সময়ের পাশাপাশি লকডাউনেও যেন পরিবহন সেবা সুষ্ঠভাবে দেশের সর্বত্র সচল থাকে তা নিশ্চিত করতে কাজ করে চলেছে ‘ট্রাক লাগবে’। গত লকডাউনে দেশের বিভিন্ন স্থানে বিদ্যানন্দসহ আরো বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ত্রান সামগ্রী বিতরনের পাশাপাশি কৃষিজ পণ্য এবং সরকারী জরুরী পণ্য সরবরাহে প্রত্যক্ষভাবে ভাবে ট্রাক লাগবে’র পরিবহন সেবা নিয়োজিত ছিল। তারই ধারাবাহিকতায় এবারও সম্পূর্ণ নিরাপদ ভাবে বিধি নিষেধ মেনে যেকোনো ধরনের পণ্য পরিবহনে জরুরী সেবা দিচ্ছে  “ট্রাক লাগবে”।

 

এছাড়া অ্যাপ থেকে ট্রাক ভাড়ার পাশাপাশি বর্তমান লকডাউনের মাঝে সবার সুবিধার কথা চিন্তা করে যেকোনো প্রয়োজনে যেন ট্রাক বা পিকআপ ভাড়া করা যায় তার জন্য  ‘ট্রাক লাগবে’ চালু করেছে জরুরী সেবা। এর মাধ্যমে যে কেউ ‘ট্রাক লাগবে’র হটলাইন নম্বর- ০৯৬৩৮০০০২৪৫ এ কল করে ট্রাক বা পিকআপ ভাড়া করতে পারবেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত জরুরী প্রয়োজনে যেকোনো দিন সকাল ৯ টা- রাত ১০ টার মধ্যে যেকোনো সময়ে আপনি এই নম্বরে যোগাযোগ করে ট্রাক বা পিকআপ ভাড়া করতে পারবেন ।  

*ট্রাক ভাড়ার এই জরুরী সেবাটি বর্তমানে লকডাউনের পিরিয়ডের জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে চালু রয়েছে। এছাড়া অন্যান্য যেকোনো প্রয়োজনে যে কেউ অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে ট্রাক ভাড়া করতে পারবেন। 

তাই নিজের এবং আশেপাশের সকলের নিরাপত্তার কথা চিন্তা করে নিশ্চিন্তে এই সেবা গ্রহণ করুন।

অ্যাপের মাধ্যমে ভাড়া করতে প্লেস্টোর থেকে ‘ট্রাক লাগবে‘ অ্যাপটি নামিয়ে নিন।

Back to top