যে ৮টি বিষয় আপনার বাসা বদলকে করবে আরও সহজ

প্রতি মাসেই আমাদের চারপাশে বাসা বদলের হিড়িক পড়ে যায়। ঢাকা শহরের মধ্যেই পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে প্রতি মাসে বাসা বদল হচ্ছে হাজার হাজার! সেক্ষেত্রে পুরো দেশের চিত্রটা কেমন হবে তা সহজেই অনুমেয়। বাসা বদলের এই সময়টায় আমরা কমবেশি সবাই ঝক্কি ঝামেলার ভিতর দিয়ে যাই। যতটা ঝামেলামুক্ত উপায়ে প্রক্রিয়াটা সম্পন্ন করা যায় সেই লক্ষ্যই থাকে সবার। মাথা খাটিয়ে ও পরিকল্পনা  অনুযায়ী কাজ করলে বাসা বদলের মতো ঝামেলার কাজও হয়ে ওঠে সহজ। এই লেখায় আমরা তেমনি ৮ টি টিপস দিবো যা আপনার বাসা বদলের পুরো প্রক্রিয়াটিকে করে তুলবে সহজসাধ্য ও ঝামেলাহীন।     

 

১) নতুন বাসায় কোথায় কোন জিনিস থাকবে, কোথায় কি যাবে- এই পুরো প্রক্রিয়াটির পরিকল্পনা আগে থেকেই সেরে ফেলতে হবে। 

২) বাসায় এমন কিছু আইটেম থাকে যা অকেজো বা আপনি ভবিষ্যতে ব্যবহার করবেন না। এই আইটেমগুলো কোন দাতব্য সংস্থাকে দান করতে পারেন কিংবা বিক্রয় করে দিতে পারেন। এর ফলে বাসা বদলের খরচ কিছুটা হলেও বেঁচে যাবে এবং আপনার দুশ্চিন্তাও কমবে।   

৩) যে মাসে নতুন বাসায় উঠব তার আগের মাস থেকেই গোছগাছের কাজ শুরু করে দিতে হবে। প্রথমেই ছোট বড় কিছু কার্টন সংগ্রহ করা আবশ্যক। বাসার কাঁচের জিনিস কিংবা শোপিসগুলো কাগজে পেঁচিয়ে এইসব কার্টনে রাখার ব্যবস্থা করতে হবে। কার্টনগুলিতে কিছু চিহ্ন দিয়ে রাখতে হবে  যাতে করে পরবর্তীতে কার্টনটি সনাক্ত করা যায়।

৪) এছাড়া বাসার জামাকাপড়গুলো একসাথে করে বিছানার চাদরে পেঁচিয়ে রাখা ভালো। এতে করে কাপড়ের ভাঁজ খুলবে না এবং কাপড়গুলো ময়লা কিংবা ধুলোবালু থেকে দূরে থাকবে। তবে বিছানার চাদর অবশ্যই বাসা বদলের পর ভালো করে ধুয়ে রোদে শুকাতে হবে। 

৫) বাসায় থাকা বড় বড় টিন কিংবা কন্টেইনারে চামচ, ছুরি, দা, বটি – এইসব জিনিসপত্র রাখা উচিত। 

৬) বাসা বদলের আগের দিন ফ্রিজের লাইন বন্ধ করে নিন। এছাড়া টিভি, ফ্রিজসহ জিনিসপত্রগুলো বাসা বদলের আগের দিন ঘুছিয়ে ফেলুন। 

৭) তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সময় নিয়ে বাসা বদলের কাজগুলো সেরে ফেলুন। বাসা বদলের জন্য পিকআপ কিংবা ট্রাক ভাড়া করতে হলে তার ব্যবস্থা আগেই সেরে ফেলতে হবে।  

৮)  পরিকল্পনার অংশ হিসেবে বাসা বদলের পুরো ব্যাপারটাকে একটি থার্ড পার্টি বা সার্ভিস প্রভাইডারকে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে ‘ট্রাক লাগবে’র বাসা বদল প্যাকেজ হতে পারে সেরা সমাধান।

ব্যবহারকারীদের বিপুল চাহিদার কথা বিবেচনা করে ‘ট্রাক লাগবে’ চালু করেছে বিশেষ বাসা বদল প্যাকেজ। আর এই প্যাকেজটির ইউনিক ব্যাপার হচ্ছে এই সুবিধাটি আপনি সারা বাংলাদেশেই পাচ্ছেন । এই প্যাকেজ সার্ভিস সম্পর্কে প্রাইভেট কোম্পানিতে কর্তব্যরত জনাব সাইফুর রহমান জানান তার অনুভূতির কথা। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে এটি খুব ইনোভেটিভ এক উদ্যোগ। তারা খুব আন্তরিকভাবে এই সার্ভিস দিচ্ছে। আমি আন্তরিকভাবে ট্রাক লাগবে-কে মোবারকবাদ জানাই।’ জনাব সাইফুল ইসলামের মতো আপনিও দেরি না করে ‘ট্রাক লাগবে’ থেকে সুবিধামতো প্যাকেজ নিয়ে বাসা বদলের ঝক্কি মিটিয়ে ফেলুন এখনই। । প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন ০১৯৩৯ ১০০ ১০০ এই নাম্বারে।

Back to top