আপনি যখন একটি কাজ শুরু করার আগে সেই কাজ সম্পর্কে সবকিছু ভালোভাবে জেনে নিবেন তখন কাজটি বেশ সহজ হয়ে যায়। বিশেষ করে যেকোনো ব্যবসার ক্ষেত্রে এ কথা আরও বেশী প্রযোজ্য। তাই আপনি যদি পরিবহণ ব্যবসার সাথে কোন না কোন ভাবে যুক্ত থাকেন আর এক্ষেত্রে “ট্রাক লাগবে” ওনার অ্যাপ ব্যবহার করেন তাহলে এই অ্যাপ সম্পর্কে ভাল ধারণা রাখা আপনার জন্য অতি জরুরী।
অপরদিকে আপনাদের সুবিধার কথা বিবেচনা করে “ট্রাক লাগবে” ওনার অ্যাপ নিয়মিত আপডেট করা হয়। সুতরাং ব্যবসার চাকা সচল রাখতে আপনার জেনে রাখা দরকার যে “ট্রাক লাগবে” অ্যাপে কখন কি ধরনের নতুন ফিচার এবং সুবিধা আসছে। চলুন এরকম ৩টি নতুন গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জেনে নেই যা “ট্রাক লাগবে” ওনার অ্যাপে ট্রিপ ধরার পূর্বে জেনে নেওয়া জরুরী-
লোড-আনলোড পয়েন্টের উপর ভিত্তি করে ১ থেকে ২ টন পিকআপের জন্য বিডিংএর নির্ধারিত সময় নিম্নরূপঃ
যেই ট্রিপগুলির লোডপয়েন্ট এবং আনলোড পয়েন্ট দুটোই ঢাকা সিটির ভিতরে সেই ট্রিপ গুলির ক্ষেত্রে বিড করার জন্যে ২০ মিনিট সময় পাবেন । ২০ মিনিট সময় পার হয়ে গেলে সেই ট্রিপে আর বিড করা যাবে না। এরপর পণ্যপ্রেরক আরো ১০ মিনিট সময় পাবেন বিড গ্রহণ করার জন্য। অর্থাৎ ৩০ মিনিট সময়ের মধ্যে আপনি নিশ্চিত ভাবে জানতে পারছেন আপনি এই ট্রিপটি পাচ্ছেন কিনা।
লোড পয়েন্ট ঢাকা সিটির ভিতরে এবং আনলোড পয়েন্ট ঢাকা সিটির বাইরে এ ধরনের ট্রিপের ক্ষেত্রেও ঠিক একইভাবে বিড করার জন্য সময় ২০ মিনিট থাকবে এবং পণ্যপ্রেরক বিড গ্রহণ করার জন্য ১০ মিনিট সময় পাবেন । যথারীতি মাত্র ৩০ মিনিট সময়ে জেনে যাবেন আপনি ট্রিপটি পাচ্ছেন কিনা।
যেই ট্রিপ গুলির লোড পয়েন্ট এবং আনলোড পয়েন্ট দুটোই ঢাকা সিটির বাইরে সেই ট্রিপ গুলির ক্ষেত্রে বিড করার জন্য সময় পাবেন ৬০ মিনিট অর্থাৎ ১ ঘন্টা । এরপর পণ্যপ্রেরক আগের মতই ১০ মিনিট সময় পাবেন আপনার দেওয়া ভাড়া গ্রহণ করার জন্য। তাই মোট ১ ঘন্টা ১০ মিনিট এর মধ্যে জানতে পারছেন আপনি ট্রিপটি পাবেন কিনা।
“ট্রাক লাগবে” ওনার অ্যাপে দুই ধরনের ট্রিপ রয়েছে। এগুলো হলোঃ
নির্দিষ্ট রেটের ট্রিপের ক্ষেত্রে অনেকেই একটা বিষয়ে ভুল করে থাকেন। আর তা হচ্ছে ট্রিপের সময়। অনেকে মনে করেন নির্দিষ্ট রেটের ট্রিপ সবসময় এখনই বা immediate হয়ে থাকে। কিন্তু ধারণাটি ভুল। মনে রাখবেন নির্দিষ্ট রেটের ট্রিপ এখন এই মূহুর্তের জন্য হতে পারে অথবা পরবর্তী অন্য কোনো সময়ের জন্যও হতে পারে।
সুতরাং এমন ট্রিপও আপনি পাবেন যেটা হয়তো আগামীকালকের জন্য কিন্তু সেখানে আগে থেকেই ভাড়া জানানো আছে। এ ধরনের ট্রিপ সরাসরি গ্রহণ করবেন এবং সময় অনুযায়ী আপনার ট্রাকটি পাঠিয়ে দিবেন।
যেকোনো ট্রিপ ধরার ক্ষেত্রে তাই নীচের বিষয়গুলো দেখে নেয়া উচিতঃ
৩। ট্রিপের চার্জ
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রিপের চার্জ। এক্ষেত্রে নীচের বিষয়গুলো বোঝা জরুরীঃ
এই ফিচারগুলো সম্পর্কে আরও বিস্তারিত বুঝতে চাইলে দেখে নিতে পারেন নীচের ভিডিওটিঃ
“ট্রাক লাগবে” ওনার অ্যাপ ডাউনলোড করুনঃ LINK
এছাড়া কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন নীচের হেল্পলাইনেঃ
০৯৬৩৮০০০২৪৫