টিএল জিপিএস ট্র্যাকারের ৩টি অত্যাধুনিক ফিচার

ট্রাক লাগবে “টিএল ট্র্যাকার জিপিএস সার্ভিস” নামে একটি অত্যাধুনিক জিপিএস সার্ভিস দিয়ে থাকে যা ট্রাক মালিকদের তাদের ট্রাক ব্যবসায়ে এক অনন্য পরিবর্তন নিয়ে এসেছে। আজকে আমরা দেখে নিবো টিএল ট্র্যাকার জিপিএস সার্ভিসের ৩টি অত্যাধুনিক ফিচার।

লাইভ ট্র্যাকিং

টি এল ট্র্যাকারের মাধ্যমে আপনার ট্রাক যে প্রান্তেই থাকুক না কেনো, আপনি তা ট্র্যাক করতে পারবেন। লাইভ ট্র্যাকিং ফিচারের মাধ্যমে ট্রাক মালিকরা তাদের ট্রাকগুলো দেশের যেকোনো প্রান্তেই থাকুক না কেন, সর্বদা তাদের ট্রাকের অবস্থান ট্র্যাক করতে পারবেন। ট্রিপের সময় যেকোনো ধরনের পরিস্থিতি আরও ভালোভাবে পর্যবেক্ষন করার সুযোগ রয়েছে। এভাবে লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে ট্রাক মালিকরা তাদের ট্রাকের নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করতে পারবে।

৩০ দিনের হিস্টোরি

টি এল ট্র্যাকারের আরেকটি বিশেষ ফিচার হচ্ছে বিগত ৩০ দিনের হিস্টোরি। এই ফিচারের মাধ্যমে একজন মালিক সহজেই গত ৩০ দিনে তার ট্রাক সম্পর্কিত সকল ধরনের তথ্য দেখতে পারবেন যা তাকে যেকোনো ধরনের সমস্যা চিহ্নিতকরণ করতে সহায়তা করবে। এছাড়াও এই ফিচারের মধ্যে প্লেব্যাক অপশন রয়েছে যেখান ট্রাক মালিক সারাদিনের বা গত ৩০ দিনে ট্রাক কোথায় কোন রুটে কোন সময়ে চলাচল করেছে তা লাইভ দেখতে পাবেন।

ডেইলি মাইলেজ

আপনি হয়তো আপনার ট্রাক সারাদিনে কত কিলোমিটার দূরত্ব গিয়েছে তা দেখতে চাচ্ছেন। টি এল ট্র্যাকারের একটি নতুন ফিচার হচ্ছে "ডেইলি মাইলেজ"। এর মাধ্যমে আপনি আপনার ট্রাকের সারাদিনের দূরত্ব দেখে নিতে পারবেন। এই ফিচারের মাধ্যমে আপনি মাস শেষে আপনার তেলের খরচের হিসাবও আনুমানিক বের করে নিতে পারবেন।

টিএল ট্র্যাকারে আরও অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে যেমন লাইভ ট্র্যাফিক, ওভারস্পিড অ্যালার্ট, জিইওফেন্স অ্যালার্ট, লাইভ স্পিড আপডেট এবং আরও অনেক কিছু যা আপনার ব্যবসাকে আরও উচ্চতায় নিয়ে যাবে। তাই ট্রাক লাগবের জিপিএস প্যাকেজ কিনতে এখনই ০৯৬৩৮০০০২৪৫ নম্বরে যোগাযোগ করুন।

Back to top