টিএল ট্র্যাকারঃ আপনার ট্রাক আপনার কন্ট্রোলে

একজন ট্রাক মালিকের ব্যবসার প্রধান মাধ্যম হলো তার ট্রাক বা পিকআপ। তাই ব্যবসার চাকা চালু রাখতে ট্রাকের জন্য শুধু ট্রিপ নিশ্চিত করলেই চলে না, তার সাথে প্রয়োজন গাড়ির নিরাপত্তা নিশ্চিত রাখা এবং নিয়মিত গাড়ির সকল যন্ত্রাংশের সঠিক পর্যবেক্ষণ। তাই গাড়ির মেইনটেইনএন্স এর পাশাপাশি এই ব্যবসার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত রাখতে ট্রাক বা পিকআপে অনেক আগে থেকেই জিপিএস এর ব্যবহার হয়ে আসছে। 

জিপিএস এর সহায়তায় ট্রাক মালিকগণ খুব সহজেই তার গাড়ি কখন কোথায় আছে, কোন রাস্তায় চলাচল করছে, সঠিকভাবে ট্রিপ পাচ্ছে কিনা এসকল গুরুত্বপূর্ণ তথ্য জানার পাশাপাশি আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। এর ফলে ট্রাক মালিক যেখানেই থাকুন না কেনো খুব সহজেই তার গাড়ি এবং ব্যবসার কন্ট্রোল রাখতে পারছেন। 

ট্রাকের ব্যবসায় জিপিএস ট্র্যাকিং সার্ভিসের এই প্রয়োজনীয়তা অনুভব করেই দেশের সবচেয়ে বড় ট্রিপ নেওয়ার মাধ্যম- “ট্রাক লাগবে” এবার নিয়ে এসেছে জিপিএস ট্র্যাকিং সার্ভিস- টিএল ট্র্যাকার। এই জিপিএস ট্র্যাকিং সার্ভিস নেওয়ার মাধ্যমে সাশ্রয়ী প্যাকেজে সকল ধরনের ট্র্যাকিং এবং মেইনটেইনএন্স সুবিধা পাবেন ট্রাক মালিকগণ। 

 

টিএল ট্র্যাকারের প্যাকেজসমূহ-

TL Tracker Package features-bn-2



টিএল ট্র্যাকার এর জিপিএস সার্ভিস কেনার পর আপনি যে সুবিধাগুলি পাবেন তা সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই-

 

১। লাইভ ট্র্যাকিং

এর মাধ্যমে আপনি যেকোনো মূহুর্তে আপনার গাড়ির অবস্থান সরাসরি জানতে পারবেন "ট্রাক লাগবে ওনার" অ্যাপ থেকে। আপনার যে কয়টি গাড়িতে ‘ট্রাক লাগবে’র জিপিএস ট্র্যাকার ইন্সটল থাকবে সে কয়টি গাড়ির লোকেশন দেখতে পাবেন।  

 

 

২। লাইভ স্পিড আপডেট

এই ফিচার এর আওতায় আপনি গাড়ি বর্তমানে কত স্পিডে চলছে তা জানতে পারবেন। এর ফলে ড্রাইভার অতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়ে থাকলে আপনি তাকে সতর্ক করতে পারবেন। 

 

৩। লাইভ ট্রাফিক

আপনার গাড়ি যে রুটে চলাচল করবে সেই রুটে এখন ট্রাফিক জ্যাম কেমন আছে তা আগে থেকে জানতে পারবেন এই ফিচার ব্যবহার করে। এতে করে আপনি আগে থেকেই ট্রাফিক জ্যাম যুক্ত রাস্তা এরিয়ে চলতে পারবেন। 

 

 

৪। ৩০ দিনের হিস্ট্রি

ট্রাক মালিক গত ৩০ দিন পর্যন্ত তার গাড়ি চলাচলের তথ্য অ্যাপ থেকে দেখতে পাবেন, গাড়ি কত জায়গায় থেমেছে এবং নির্দিষ্ট একটি জায়গায় কতক্ষণ থেমেছিল তা জানতে পারবেন। প্রয়োজনের অতিরিক্ত সময় একটা জায়গায় থেমে থাকলে আপনি সাথে সাথে ড্রাইভারকে সতর্ক করতে পারবেন। 

 

 

৫। ইঞ্জিন অন/অফ

কোন গাড়ির ইঞ্জিন কখন অন এবং অফ রয়েছে এ সম্পর্কে ট্রাক মালিক অ্যাপে নোটিফিকেশন পাবেন এবং ইঞ্জিন অন/অফ স্ট্যাটাস দেখতে পাবেন।

 



৬। ডিভাইস পাওয়ার কাট এলার্ট

কেউ যদি জিপিএস ডিভাইস খুলে ফেলে গাড়ি থেকে তাহলে অ্যাপে সাথে সাথে এভাবে নোটিফিকেশন দিয়ে এবং এসএমএস এর মাধ্যমে ট্রাক মালিককে জানানো হবে। 



৭। ডিভাইস লো ব্যাটারি এলার্ট

জিপিএস ডিভাইসের ব্যাটারি লো থাকলে এভাবে নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপে জানিয়ে দেওয়া হবে। এর ফলে জিপিএস ডিভাইস বন্ধ হওয়ার আগেই আপনি সতর্ক হতে পারবেন।



৮। ওভার স্পিড এলার্ট

ট্রাক মালিক তার পছন্দমত স্পিডে এলার্ট দিয়ে রাখতে পারবেন। যদি গাড়ি গতি তার বেশি অতিক্রম করে তবে সাথে সাথে তিনি অ্যাপে নোটিফিকেশন পাবেন। 

 

৯। হার্ড ব্রেক/এক্সিলারেশন এলার্ট

হঠাৎ হার্ড ব্রেক করলে এভাবে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে, অনেক সময় হঠাৎ দূর্ঘটনা ঘটে থাকলে হার্ড ব্রেক হয়ে থাকে। এই এলার্টের মাধ্যমে তাই আপনি সম্ভাব্য দূর্ঘটনার ব্যাপারে সতর্কবার্তা পাবেন। 

 

১০। জিইও(GEO) ফেন্স এলার্ট

এই সুবিধা ব্যবহার করে ট্রাক মালিক একটি নির্দিষ্ট এলাকার মধ্যে গাড়ির চলাচল সীমাবদ্ধ রাখতে পারবেন, যদি গাড়িটি ঐ এলাকার বাহিরে যায়, অথবা কোনো নির্দিষ্ট এলাকার ভিতরে আসে তবে সাথে সাথে ট্রাক মালিক নোটিফিকেশন পাবেন। 

এভাবে ঠিক করে দিতে পারবেন জিওফেন্সিং ফিচারটি-

 

১১। শেয়ার লোকেশন

এই অপশন ব্যবহার করে ট্রাক মালিক তার ট্রাকের লোকেশন শেয়ার করতে পারবেন পরিচিত যে কারো সাথে। এর ফলে আপনার পরিচিত যে কেও ট্রিপে গাড়ির চলাফেরা তদারকি করতে পারবেন।

 

১২। ইমার্জেন্সি এলার্ট

গাড়ির ভিতরে একটি প্যানিক বাটন থাকবে, বিপদের মূহুর্তে ড্রাইভার দ্রুত এই বাটন প্রেস করে ট্রাক মালিকের কাছে জানিয়ে দিতে পারবেন যে তিনি বিপদে পরেছেন। 

 

১৩। ভয়েস মনিটরিং

এই সুবিধাটি ব্যবহার করে ট্রাক মালিক তার গাড়ির ভিতরের কথোপকথন শুনতে পারবেন। 

 

১৪।  ইঞ্জিন লক এবং আনলক

ট্রাক মালিক যদি দেখেন যে তার গাড়িটি তার গন্তব্যের বাইরে চলে যাচ্ছে তবে এই সুবিধাটি ব্যবহার করে তিনি ইঞ্জিন লক করে দিতে পারবেন। এতে করে চলমান গাড়ি আস্তে চলা শুরু করবে এবং আস্তে আস্তে ইঞ্জিনটি বন্ধ হয়ে আসবে। 

 

 

টিএল ট্র্যাকারের জিপিএস সার্ভিসের বেসিক এবং স্ট্যান্ডার্ড এই দুইটি প্যাকেজের মধ্যে যেকোনো একটি প্যাকেজ নিয়ে আপনি উপরে উল্লেখিত সুবিধাগুলি নিতে পারবেন। এই সার্ভিসটি নিতে সরাসরি ট্রাক লাগবে'র কাস্টোমার কেয়ারে- ১৩৩০৩ নম্বরে যোগাযোগ করুন।

Back to top