৭ ও ৯ ফিট ট্রাকের ট্রিপে আসছে দারুণ সুযোগ!
TL OVERLOAD ক্যাম্পেইন চলবে ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। এই ক্যাম্পেইনের মাধ্যমে বেশি ট্রিপ বুক করে উপভোগ করুন বিশেষ রিওয়ার্ড।
অংশগ্রহণের শর্তাবলী
- শুধুমাত্র ৭ ও ৯ ফিট ট্রাকের ক্ষেত্রে প্রযোজ্য।
- প্রতিটি ট্রিপের ভ্যালু কমপক্ষে ৪,০০০ টাকা হতে হবে।
- ক্যাম্পেইন চলাকালীন (১–৩০ সেপ্টেম্বর ২০২৫) আপনাকে অন্তত ১০ টি ট্রিপ সম্পন্ন করতে হবে, যেখানে প্রতিটি ট্রিপের ভ্যালু সর্বনিম্ন ৪,০০০ টাকা বা তার বেশি হতে হবে।
- অবশ্যই ১-৩০ সেপ্টেম্বর এর মধ্যে ৭ ও ৯ ফিট ট্রাকের ১০টি ট্রিপ সম্পন্ন করতে হবে, ৩০ সেপ্টেম্বরের পর কোনো ট্রিপ করলে সেটা গ্রহণযোগ্য হবে না।
- যেকোনো ধরনের প্রতারণামূলক কার্যক্রম করলে শিপার স্বয়ংক্রিয়ভাবে ক্যাম্পেইন থেকে বাদ পড়বেন।
অফার
- যেসব শিপার শর্ত পূরণ করবেন তারা পাবেন সর্বোচ্চ ১,৫০০ টাকার প্রোমো ডিসকাউন্ট।
- এই ডিসকাউন্ট শুধুমাত্র ক্যাম্পেইনের পরের মাসে (অক্টোবর ২০২৫) ব্যবহার করা যাবে। অর্থাৎ, সেপ্টেম্বর মাসে বেশি ভ্যালুর ট্রিপ করে আপনি অক্টোবর মাসে পাবেন অতিরিক্ত সাশ্রয়ের সুযোগ।
- পুরো অক্টোবরে সর্বোচ্চ ৫টি ট্রিপে অফারটি ব্যবহার করা যাবে । অর্থাৎ, প্রতিটি ট্রিপে ৩০০ টাকা করে ৫ বারে সর্বোচ্চ ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে ।
দেরি না করে আজই ট্রিপ বুক করুন ! সেপ্টেম্বর মাসজুড়ে ট্রাক লাগবে অ্যাপে ৭ ও ৯ ফিট ট্রাকে ন্যূনতম ৳৪,০০০ ভ্যালুর অন্তত ১০টি ট্রিপ সম্পন্ন করুন এবং TL OVERLOAD ক্যাম্পেইনে অংশ নিয়ে বেশি বেশি ট্রিপ করুন এবং জিতে নিন বিশেষ পুরস্কার।