ট্রাক বিক্রির জন্য যেভাবে ট্রাক লাগবে ওনার অ্যাপে বিজ্ঞাপন দিবেন

ট্রাক লাগবে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাক ভাড়া ও ট্রাক বেচাকেনার বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম। ট্রাক লাগবে ওনার অ্যাপে আপনি কোন ঝামেলা ছাড়াই আপনার ট্রাক বিক্রির বিজ্ঞাপন দিতে পারবেন। এর ফলে আপনি যেসব সুবিধাগুলো পাচ্ছেনঃ 

১। নিরাপদে ব্যবসার চাকা সচল রাখার সুযোগ

২। কোন মধ্যস্থতাকারীর ঝামেলা নেই

৩। শুধুমাত্র আগ্রহী গ্রাহকই আপনার সাথে যোগাযোগ করবে

৪। কোন প্রতারকের কবলে পরার সুযোগ নেই

 

এখন, যেভাবে ট্রাক লাগবে ওনার অ্যাপে ট্রাক বেচার বিজ্ঞাপন দিতে পারবেন- 

  • প্রথমে ট্রাক লাগবে ওনার অ্যাপে ঢুকে ট্রাক বেচাকেনা অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর "বিজ্ঞাপন পোস্ট করুন" এই অপশনটিতে ক্লিক করুন। 
  • এই অপশনে আপনি যে ট্রাকটি বেচতে চাচ্ছেন সেটির তথ্যাবলী প্রদান করতে হবে।
  •  প্রথমেই আপনার ট্রাকটির কমপক্ষে একটি, সর্বোচ্চ পাঁচটি ছবি যোগ করতে হবে। 
  • আপনার গাড়ির কন্ডিশন সম্পর্কে জানাতে হবে।
  • তারপর একে একে আপনার লোকেশন, বিজ্ঞাপনের শিরোনাম, ট্রাক মডেল, উৎপাদন বছর, বিজ্ঞাপনের বিস্তারিত এবং ট্রাকটি কত দামে বেচতে চাচ্ছেন সেই তথ্য দিতে হবে। 
  •  এরপর কিছু অপশনাল তথ্য প্রদান করতে হবে, যা আপনি দিতে চাইলে দিতে পারেন। যেমন: মাইলেজ (কি.মি), রেজিস্ট্রেশনের তারিখ, ট্রাক নম্বর, কোনো ব্যাঙ্ক লোন আছে নাকি এবং ট্রাকের কোনো ভিডিও লিংক থাকলেও শেয়ার করতে পারবেন। 
  • এরপর ট্রাকটির সকল কাগজপত্র আপডেট করা আছে নাকি সেটি জানাতে হবে। 
  • এবং সবশেষে যোগাযোগের তথ্য - নাম ও মোবাইল নম্বর দিয়ে "বিজ্ঞাপন জমা দিন" অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনি একটি মেসেজ দেখতে পারবেন। পরবর্তী আপডেটের জন্য "আমার বিজ্ঞাপন" অপশনে চোখ রাখুন। ২৪ ঘন্টার মধ্যে আপনার দেওয়া সকল তথ্য ভেরিফাই করে  বিজ্ঞাপনটি পাবলিশ করা হবে।
  • আপনার চলমান বিজ্ঞাপনটি দেখতে হলে "আমার বিজ্ঞাপন" অপশনে ঢুকে দেখতে পারবেন। 

 

ট্রাক কেনা-বেচার এই প্লাটফর্মে আপনি চাইলে ট্রাক কিনতেও পারবেন। 

তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন ট্রাক লাগবে ওনার অ্যাপ: 

https://play.google.com/store/apps/details?id=tg.truckowner&hl=en&gl=US 

Back to top