কীভাবে ট্রাক লাগবে ওনার অ্যাপে ট্রাকের মালিকানা পরিবর্তন করবেন?

ট্রাক লাগবে ওনার অ্যাপের মাধ্যমে আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সহজে এবং সুবিধামত ট্রিপ সন্ধান করতে পারবেন এবং পছন্দ অনুযায়ী অ্যাপেই ট্রিপ ধরতে পারবেন। আপনি যদি ট্রাক লাগবে ওনার অ্যাপে ভেরিফাইড ট্রাক মালিক/ড্রাইভার হয়ে থাকেন এবং আপনি যদি কোন নির্দিষ্ট কারণে অ্যাপে আপনার ট্রাকের মালিকানা পরিবর্তন করতে চান তাহলে সহজ কিছু ধাপের মাধ্যমেই তা সম্পন্ন করতে পারবেন। এখন জেনে নেয়া যাক ট্রাক লাগবে ওনার অ্যাপে ট্রাকের মালিকানা পরিবর্তনের ধাপসমূহঃ 

ট্রাক লাগবে ওনার অ্যাপে মালিকানা পরিবর্তনের ধাপসমূহঃ

১। আপনি যদি ঢাকার ভেরিফাইড ট্রাক মালিক/ ড্রাইভার হয়ে থাকেন তাহলে আপনাকে ট্রাক লাগবের অফিসে এসে মালিকানা পরিবর্তনের সকল ধাপ সম্পন্ন করতে হবে। ঢাকার বাইরে হলে আপনার সাথে ফোনে যোগাযোগ পরবর্তী নির্দেশনা দেয়া হবে।  

২। সত্যতা যাচাইয়ের জন্য পূর্বে অ্যাপে যেই ট্রাক ড্রাইভার/মালিকের নম্বরে ট্রাক ভেরিভাইড ছিল তার সাথে যোগাযোগ করা হবে। অর্থাৎ যেই ভেরিফাইড ট্রাক মালিক/ড্রাইভার থেকে ট্রাকটি ক্রয় করা হয়েছে তার সাথে যোগাযোগ করা হবে। যোগাযোগের পর যদি আগের মালিক/ড্রাইভার থেকে কনফারমেশন পাওয়া যায় তাহলে পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাওয়া হবে।

৩। আপনার ট্রাকের নম্বর ভেরিফিকেশনের জন্য কিছু বিআরটিএ ডকুমেন্টস আপনার অফিসে নিয়ে আসতে হবে। আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আপনাকে ওয়াটসঅ্যাপ করতে হবে। যেমন - ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট, ব্লু বুক, রোড পারমিট। এছাড়াও মালিকানা ট্রান্সফার ডকুমেন্ট এরও প্রয়োজন হতে পারে।

৪। যদি পূর্বের ড্রাইভার যেই ট্রিপগুলো করেছে সেখানের কমিশনে যদি কোন বাকি থাকে তাহলে সেই কমিশন আপনার পরিশোধ করতে হবে।

৫। শেষ ধাপে আপনার নতুন করে ট্রাক লাগবে ওনার অ্যাপে ওনার অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম সনদ দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। 

আপনি যদি ট্রাক লাগবে ওনার অ্যাপে আপনার মালিকানা পরিবর্তন করতে চান তাহলে খুব সহজই উপরের ধাপগুলো সম্পন্ন করে তা করতে পারবেন। এরপর মুহূর্তেই ধরতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ট্রিপ। 

 

 

Back to top