যেভাবে নাজমীন বেগম চিন্তামুক্তভাবে বাসা বদল করলেন ট্রাক লাগবে-র সাথে

বাসা বদল—শুনতে যতটা রোমাঞ্চকর, করতে ঠিক ততটাই ঝামেলার। নাজমীন বেগমও সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, যখন তাঁকে মোহাম্মদপুর থেকে বনশ্রীতে শিফট করতে হলো। ফার্নিচার, ইলেকট্রনিক্স, এবং টুকিটাকি জিনিসপত্র সামলে নতুন জায়গায় সেটআপ করা—সব মিলিয়ে কাজটা অনেক বড় মনে হচ্ছিল।

ঠিক তখনই তিনি খুঁজে পান ট্রাক লাগবে, যেখানে বাসা বদল সহজ ও ঝামেলামুক্ত করতে প্রফেশনাল শিফটিং সার্ভিসের দারুণ সমাধান মেলে। সাশ্রয়ী রেট, নিরাপদ ভেরিফায়েড ট্রাক, প্যাকেজিং সার্ভিস, আর স্কিলড টেকনিশিয়ানসহ ট্রাক লাগবে তাঁর বাসা বদলের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দিল।

সাশ্রয়ী রেট: সেরা সার্ভিস, কিন্তু বাজেটের মধ্যে

বাসা বদলের ক্ষেত্রে বাজেট অনেক বড় বিষয়। নাজমীন বেগমও এ ব্যাপারে চিন্তিত ছিলেন। কিন্তু ট্রাক লাগবে-র সাশ্রয়ী মূল্য তাঁকে করেছে চিন্তামুক্ত।

“আমি অবাক হয়েছিলাম, এত সাশ্রয়ী মূল্যে এত প্রফেশনাল সার্ভিস পাওয়া যায়!” নাজমীন বেগম বলেন। “প্যাকিং, লোডিং-আনলোডিং, এমনকি সেটআপ পর্যন্ত—সবই ছিল আমার বাজেটের মধ্যে।”

ট্রাক লাগবে-র ট্রান্সপ্যারেন্ট প্রাইসিং নিশ্চিত করল যে, কোথাও হিডেন চার্জ নেই। ফলে পুরো শিফটিং এর অভিজ্ঞতা ছিল নিশ্চিন্ত ও ঝামেলামুক্ত।

ভেরিফায়েড ট্রাক: নিরাপত্তায় শতভাগ ভরসা

নাজমীন বেগমের সবচেয়ে বড় চিন্তা ছিল তাঁর জিনিসপত্রের নিরাপত্তা। ট্রাক লাগবে-র ভেরিফায়েড ট্রাক এবং দক্ষ লেবার সেই চিন্তা দূর করেছে। কারণ ট্রাক লাগবে-র প্রতিটি ট্রাক ভেরিফাইড।

“তাদের ট্রাক এবং লেবারের যত্নশীলতা আমাকে অনেক স্বস্তি দিয়েছে,” নাজমা বলেন। “আমার জিনিসপত্র যে নিরাপদ হাতে আছে, সেটা জেনে নিশ্চিন্ত ছিলাম।”

প্যাকেজিং ও সেটআপ: যেটুকু যত্ন জরুরি

নাজমীন বেগমের কাছে সবচেয়ে ভালো লেগেছে ট্রাক লাগবে-র প্যাকেজিং এবং সেটআপ সার্ভিস। অভিজ্ঞ লেবার-রা তাঁর জিনিসপত্র প্যাক করতে নিয়ে এসেছিল উন্নতমানের প্যাকিং মেটেরিয়াল। নাজমার কাচের টেবিল, ফ্রেম করা ফটো, আর অন্যান্য ভঙ্গুর জিনিসপত্র খুব যত্নের সাথে প্যাক করা হয়েছিল।

বনশ্রীতে গিয়ে তারা শুধু আনলোড করেই ক্ষান্ত হয়নি, পুরো ফার্নিচার সাজানো থেকে শুরু করে রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে দেওয়াও তাদের কাজের অংশ ছিল।

“সেটআপ সার্ভিসটা সত্যিই দারুণ,” নাজমা বলেন। “ঘরের সবকিছু ঠিকঠাক জায়গায় পেয়ে আমি খুবই খুশি।”

স্কিলড টেকনিশিয়ান: ইন্সটলেশনের ঝামেলা শেষ

বাসা বদলে ইলেকট্রনিক ডিভাইস আর অ্যাপ্লায়েন্স ইন্সটল করা একটা বড় ঝামেলা। কিন্তু ট্রাক লাগবে-র দক্ষ টেকনিশিয়ান সেই ঝামেলা একেবারে সহজ করে দিল। তারা পেশাদারিত্বের সাথে এসি, ওয়াটার ফিল্টার, আর অন্যান্য ডিভাইস ইন্সটল করে দিল।

“তাদের টেকনিশিয়ানরা খুব পেশাদার ছিল,” নাজমা বলেন। “তাদের কাজ দেখে মনে হলো, আমি সত্যিই সঠিক জায়গা থেকে সার্ভিস নিয়েছি।”

ট্রাক লাগবে: নির্ভার বাসা বদল

দিনের শেষে নাজমীন বেগমের নতুন বাসা হয়ে উঠল পুরোপুরি বসবাসযোগ্য, আর এই পুরো কৃতিত্ব ট্রাক লাগবে-র। সাশ্রয়ী মূল্য, নিরাপদ ট্রাক, প্যাকেজিং সার্ভিস, আর দক্ষ টেকনিশিয়ান—সব মিলিয়ে ট্রাক লাগবে দিতে পারে আপনাকে পারফেক্ট সলুশ্যন। নাজমীন বেগমের মত আপনারও নতুন অধ্যায়ের শুরুটা হোক নির্ভেজাল ও আনন্দময়। বিস্তারিত জানুন এখানে

Back to top