১৮ ফিট ট্রাকের নতুন ফিচার যেভাবে আফজাল সাহেবকে দিয়েছে বেশি লাভের সুযোগ!

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্লাটফর্ম হিসাবে ট্রাক লাগবের প্রচেষ্টা সময় এবং বাজেট সাশ্রয়ী উপায়ে ব্যবহারকারীর ট্রিপ নিশ্চিত করা। এই প্রেক্ষিতে ট্রাক লাগবে ওনার অ্যাপে ট্রাক মালিকদের জন্য নিয়ে এসেছে দুটি দারুন ফিচার - জিরো পার্সেন্ট কমিশন ও সরাসরি কল করার সুবিধা, ১৮ ফিট থেকে ট্রেলার ট্রাক পর্যন্ত সব ধরনের ট্রিপে। আফজাল সাহেব এখন এই দুটি ফিচার ব্যবহার করে সহজেই পাচ্ছেন আরও বেশি লাভ ও নিশ্চিন্ত সার্ভিসের অভিজ্ঞতা।

আফজাল সাহেব একজন অভিজ্ঞ ব্যবসায়ী। তার নিজস্ব ১৮ ফিটের দুটি ট্রাক আছে, যেগুলো তিনি অনেক আগে থেকেই ট্রাক লাগবে ওনার অ্যাপে রেজিস্টার করেছেন। শুরু থেকেই তিনি ট্রাক লাগবের মাধ্যমে সহজে ট্রিপ পেয়ে আসছেন এবং তার ব্যবসায় নিয়মিত লাভও করছেন। তবে সম্প্রতি, ট্রাক লাগবের নতুন দুটি ফিচার তার কাজের ধরনই বদলে দিয়েছে। আফজাল সাহেব এখন কম সময়ে বেশি ট্রিপ ধরতে পারছেন।

আফজাল সাহেবের ভাষ্যমতে, “ট্রাক লাগবে প্রথম থেকেই আমাকে অনেক সাহায্য করে আসছে। এখন নতুন কল করার অপশন থাকায়, কোনো জেলায় ট্রিপ নিলে ফিরতি পথে ট্রিপ পেতে আর বেশি অপেক্ষা করতে হয় না। ট্রিপট্যাগ হওয়ার আগেই আমি শিপারের সাথে কথা বলে ট্রিপের ছোট-বড় সব তথ্য জানতে পারি। অনেক সময় কলে কথা বলেই ট্রিপ কনফার্ম করে ফেলা যায়। তাছাড়া বিস্তারিত আলোচনার একটা জায়গাও তৈরি হচ্ছে। ভালো ট্রিপ অফার থাকলে সিডিউল দেখে সাথে সাথে ট্রিপ কনফার্ম করে ফেলা যায়।”

আফজাল সাহেবের মতো অভিজ্ঞ ট্রাক ওনারদের পাশাপাশি, অনেক নতুন উদ্যোক্তা ও ছোট ব্যবসায়ীরাও ট্রাক লাগবে ব্যবহার করে তাদের ব্যবসা বাড়াচ্ছেন। দেশের বিভিন্ন জেলা শহরে যাদের ছোট স্কেলে পণ্য উৎপাদন বা ডেলিভারি রয়েছে, তারা এখন সহজেই অ্যাপের মাধ্যমে নির্ভরযোগ্য ট্রিপ পাচ্ছেন এবং তাদের ব্যবসার প্রসার ঘটাচ্ছেন।

নতুন কল করার অপশন থাকায় আফজাল সাহেবের মত বাকি ব্যবসায়ীরাও এখন সরাসরি শিপারের সঙ্গে কথা বলে ট্রিপের লোকেশন, ধরন, এবং বাজেটের পাশাপাশি বিস্তারিত তথ্যাদি জেনে নিতে পারেন। এতে শিপার ও ওনারের মধ্যে বোঝাপড়া বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়। নিজের বাজেট অনুযায়ী ট্রিপ বেছে নেওয়া, দেশের যেকোনো প্রান্তে সহজে পণ্য পাঠানো সব মিলিয়ে ট্রাক লাগবে আজ ছোট ব্যবসায়ীদের জন্য একদম নির্ভরযোগ্য ও স্মার্ট ব্যবসায়িক সঙ্গী।

সর্বোপরি, ট্রাক ওনারদের জন্য ট্রাক লাগবে যেন এক নির্ভরতার নাম, যেখান থেকে শুরু হয় লাভ, সুযোগ এবং নিশ্চিন্ত যাত্রা। ১৮ ফিট থেকে ট্রেলার ট্রাক পর্যন্ত সব ধরনের ট্রিপে পুরো ভাড়া নিজের আয় হিসেবে পাওয়া যায়, কোন কমিশন দিতে হয় না। ট্রিপ কনফার্ম করতে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। শিপারের সঙ্গে সরাসরি যোগাযোগ করায় কাজের সব তথ্য আগে থেকেই জানা যায়, আর দ্রুত রেসপন্স পেয়ে আরও বেশি ট্রিপ ধরার সুযোগ থাকে। এসব সুবিধা মিলিয়ে ট্রাক ওনারদের দৈনন্দিন কাজ অনেক সহজ এবং নির্ভরযোগ্য হয়ে উঠেছে।

Back to top