বাসাবদলঃ খরচের খুঁটিনাটি ও সমাধান

বাসা বদলের কথা উঠলেই অনেকগুলো চিন্তা মাথায় চলে আসে – কিভাবে সব মালামাল গোছাবো? কিভাবে এতো কিছু নিয়ে যাবো? আবার সবকিছু ঠিকঠিক করে সাজানো, এরকম আরও নানা বিষয়। এসব ঝামেলা এড়াতে অনেকেই ভাবেন সরাসরি কোনো মুভিং সার্ভিস নেবার কথা। আর এক্ষেত্রে প্রথমেই যা মাথায় আসে তা হল, খরচ কি রকম পরবে?

খরচের হিসাব-নিকাশগুলি যদি বাসা বদলের আগেই জেনে নেয়া যায়, তখন নিজেই আলাদা ট্রাক এবং লেবার ভাড়া করে বাসা বদল করবো নাকি বাসা বদলের ফুল সার্ভিস নিব – এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া সহজ হয়। আর এসব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত বাসা বদলের খরচ কমিয়ে দিতে পারে প্রায় ১৫-২০% পর্যন্ত।

আপনি যদি বাসা বদলের পূর্বে সঠিক খরচের পরিমাণ জানতে চান তবে সরাসরি আমাদের হোম শিফটিং স্পেশালিস্ট এর সাথে যোগাযোগ করে ফ্রি কনসালটেশন নিতে পারেন। ফ্রি কনসালটেশন সার্ভিসটি নিতে এই ফরমটি পূরণ করুন ।

বাসা বদলের ক্ষেত্রে প্রধানত কোন কোন বিষয়ের উপর শিফটিং এর খরচ নির্ভর করে এবং বাংলাদেশে শিফটিং এর ক্ষেত্রে সাধারণত কি কি ধরনের সার্ভিস প্রদান করা হয়, চলুন তা জেনে নেইঃ

 

যে বিষয়গুলোর উপর বাসা বদলের খরচ নির্ভর করে-

বাসা বদল কোন স্থান থেকে কোন স্থানে হবে

আপনি কোন স্থান থেকে কোন স্থানে বাসা বদল করবেন তার দূরত্বের উপর নির্ভর করবে বাসা বদলের খরচের কিছু অংশ। দূরত্ব কম-বেশি হওয়ার কারণে পরিবহণ খরচে তারতম্য হয়ে থাকে। আবার বাসা বদল ৩য় তলার উপরে হয়ে থাকলে সে ক্ষেত্রে মালামাল লোড-আনলোডে বেশি সময় প্রয়োজন হয়, তাই সাধারণত খরচও বেশি পরে।

লেবার

বাসা বদলের সময় হলেই সবচেয়ে চিন্তার বিষয়গুলোর একটি হয়ে উঠে লেবার ম্যানেজ করা। লেবার এর খরচ মূলত মালামালের পরিমাণের উপর নির্ভর করে।

ছোট বাসা বদলের ক্ষেত্রে সাধারণত ২ জন লেবার প্রয়োজন হয়, খরচ ১৫০০-২০০০ এর মধ্যে হয়ে থাকে এবং সাধারণ ফ্যামিলি বাসা বদলের ক্ষেত্রে ৪ জন্য লেবার দরকার হয়, খরচ ৩২০০-৪০০০ টাকার মধ্যে থাকে।

বিঃদ্রঃ বাসা-বদল ৩য় তলা উপরে হয়ে থাকলে সে ক্ষেত্রে লেবার খরচ কিছুটা বৃদ্ধি পায়, এছাড়া প্রতি মাসের শেষ দিকে বাসা বদলের চাহিদা বৃদ্ধি পায় যে কারনে লেবার খরচও বেড়ে যায়।

মালামালের পরিমাণ

বাসার মোট মালামালের পরিমাণ এবং ভারী মালামাল কতগুলো আছে তার উপর নির্ভর করে বাসা বদলের খরচ কম-বেশি হয়ে থাকে। এক্ষেত্রে খরচ নির্ধারণের জন্য আপনি যে সার্ভিস প্রোভাইডারের সার্ভিস নিবেন তার সাথে মালামালের বিবরণ শেয়ার করতে পারেন অথবা সরাসরি ট্রাক লাগবের হোম শিফটিং স্পেশালিস্টের কাছ থেকেও ফ্রি কনসাল্টেশন সাপোর্ট নিতে পারেন।

প্যাকেজিং

পরিবহণের সময় যাতে পণ্য ক্ষতিগ্রস্ত না হয় তাই অনেকেই ঘরের বিভিন্ন জিনিষপত্র প্যাকেজিং করে নিতে চান। প্যাকেজিং করার প্রয়োজন হয় এমন বাসাবাড়ির মালামালের মধ্যে রয়েছে-

টিভি
খাট
চেয়ার
টেবিল
আলমিরা
ওয়াশিং মেশিন
ফ্রিজ
গ্লাসজাতীয় পণ্য
নতুন ফার্নিচার
যেকোনো এন্টিক সামগ্রী ইত্যাদি

 

প্যাকেজিং খরচ নির্ভর করে আপনি প্যাকেজিং এর ক্ষেত্রে কি ধরনের ম্যাটেরিয়াল (কার্টন, বাবল র‍্যাপার, বস্তা ইত্যাদি) ব্যবহার করতে চান এবং কি কি মালামাল প্যাকেজিং করবেন তার উপর।

 

ট্রাকের সাইজ

 

বাসার মালামাল কি পরিমাণ তার উপর নির্ভর করে, আপনার কি সাইজের ট্রাক প্রয়োজন। যত বড় ট্রাক প্রয়োজন হবে, ট্রাকের ভাড়াও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে।

সাধারণত ব্যাচেলরদের ১ রুমের বেশি মালামাল হয় না, তাই ব্যাচেলর এবং ১ রুম ব্যবহার করে এরকম ফ্যামিলি এর জন্যে ৭ ফিটের ছোট পিকআপ হলেই চলবে।

ফ্যামিলি বাসা বদলের ক্ষেত্রে মাঝারি ট্রাক থেকে শুরু করে একদম বড় ট্রাকেরও প্রয়োজন হতে পারে।

 

বিঃদ্রঃ লম্বায় ১৪ ফিট এর বড় ট্রাক, ঢাকা শহরে রাত ১০ টার আগে চলাচল করতে পারে না। তাই ঢাকা শহরের ভিতরে বাসা-বদলের জন্য সাধারণত ৭ থেকে ১৪ ফিটের ট্রাক ব্যবহৃত হয় ।

 

স্পেশাল সার্ভিস

বাসা বদলের সময় শুধু মালামাল পরিবহণ এবং লেবার সাপোর্ট হলেই হয় না, এর পাশাপাশি চুলা, ওয়াশিং মেশিন, টিভি, ফ্যান, খাট, লাইট, গিজার, ওয়াটার ফিল্টার, এ/সি ইত্যাদি বিভিন্ন জিনিস খোলা এবং সেটিং করতেও সহায়তার প্রয়োজন হয়। চলুন দেখে নেই এক্ষেত্রে সাধারণত কেমন খরচ হয়ঃ

স্পেশাল সার্ভিস খরচ
এ/সি খোলা এবং সেটআপ ২৮০০ টাকা
বেড খোলা এবং সেটআপ ৩০০ টাকা
গ্যাস বার্নার খোলা এবং সেটআপ ৩০০ টাকা
ফার্নিচার খোলা এবং সেটআপ( হাতিল, অটোবি) ১৫০০ টাকা
ইলেক্ট্রিশিয়ান( ফ্যান, লাইট, টিভি, ওয়াশিং মেশিন, গিজার, ওয়াটার ফিল্টার সহ যেকোনো ইলেক্ট্রিক কাজ) ৮০০-২০০০ টাকা
প্যাকেজিং ১০০০-৫০০০ টাকা ( খরচ মালামালের পরিমাণের উপর নির্ভর করে)

 

বাসা বদলের মোট খরচ

উপরে যে বিষয়গুলি আলোচনা করা হল, সাধারনত এ সকল বিষয়ের উপর নির্ভর করেই ব্যাচেলর এবং ফ্যামিলি বাসা বদলের মোট খরচ নির্ধারিত হয়। আর এর সাথে যুক্ত হয় আপনি যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই সার্ভিসগুলি নিবেন তাদের সার্ভিস চার্জ, যা একেক ধরনের মুভিং কোম্পানি একেক ভাবে নির্ধারণ করে থাকে।

আপনাদের সুবিধার জন্য নিচে বাসা বদলের ক্ষেত্রে মোট সম্ভাব্য খরচের ধারনা দেওয়া হলঃ

House Shifting cost rate chart-bn

*এখানে বাসা বদলের জন্য প্রধান ২টি খরচ, পরিবহণ এবং লেবার খরচ এর উপর ভিত্তি করে সম্ভাব্য খরচ দেখানো হয়েছে

*রেট চার্টে উল্লেখিত খরচ, বাসা বদলের ক্ষেত্রে সম্ভাব্য সর্বনিম্ন খরচ হিসেবে দেখানো হয়েছে

* এই খরচের মধ্যে স্পেশাল কোনো সার্ভিস ( ইলেক্ট্রিশিয়ান, এ/সি, স্পেশাল ফার্নিচার সেটিংস, প্যাকেজিং, খাট, ফ্যান, গ্যাসের চুলা খোলা ) অন্তর্ভুক্ত নেই

* উল্লেখিত খরচ ৩য় তলার মধ্যে শিফটিং এর ক্ষেত্রে প্রযোজ্য

* ৩ রুম এবং ৪ রুমের বাসা বদলের জন্য ১৬ ফিট এবং ২০ ফিট ট্রাকের দরকার হয়, ১৬ ফিট বা তার উপরের ট্রাক ঢাকা শহরে রাত ১০টা থেকে ভোর ৬ টা পর্যন্ত চলাচল করে, তাই এক্ষেত্রে শিফটিং রাতে করতে হয়।

আপনি যদি সব রকম ঝামেলা এড়িয়ে নিশ্চিন্তে বাসা বদল করতে চান তাহলে, ট্রাক লাগবে’র “হোম শিফট” সার্ভিস নিতে পারেন। এজন্য এই ফর্মটি পূরণ করে জমা দিন, আমাদের প্রতিনিধি সরাসরি আপনার সাথে যোগাযোগ করবেন।

 

Back to top