ট্রাক চালক ভাইদের জন্য সুলভ মূল্যে লাইফ ইনস্যুরেন্স

আমাদের দেশে যানবাহনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দূর্ঘটনার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন।  পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র ২০২০ সালেই সড়ক দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ৫ হাজার ৪৩১ জন()। প্রতি বছরই এই সংখ্যা পূর্বের তুলনায় বেড়েই চলেছে। 

পত্রিকা খুললেই মোটরসাইকেলের পরে সবচেয়ে বেশি যে দূর্ঘটনা দেখা যায় তা হল ট্রাকের সাথে সংশ্লিষ্ট  দূর্ঘটনা। যার অন্যতম কারন ড্রাইভারের টানা দীর্ঘক্ষণ গাড়ি চালানোয় ক্লান্তি এবং রাতের বেলা ঘুম চোখে ট্রাক চালানো। প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছেন বিভিন্ন বয়সী অনেক ড্রাইভার; যা শুধু একটি জীবনকেই কেড়ে নিচ্ছে না, সাথে সাথে পঙ্গু করে দিচ্ছে একটি পরিবারকেও। কারন বেশিরভাগ ট্রাক চালকই সাধারণত পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে থাকেন। আর এ ধরনের দূর্ঘটনায় পরিবারও পাচ্ছে না কোনো ধরনের প্রশাসনিক ক্ষতিপূরণ। 

প্রতিষ্ঠার শুরু থেকেই 'ট্রাক লাগবে', পরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান এই জনশক্তি এবং তাদের পরিবার নিরাপদ রাখতে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় দেশের একটি অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত ট্রাক এবং পিকআপ ড্রাইভারদের জন্য জীবন বীমা সুবিধা চালু করেছে 'ট্রাক লাগবে'।

 

ট্রাক বা পিকআপ ড্রাইভারের জন্য ইন্স্যুরেন্স সুবিধা নিতে সরাসরি আমাদের কল করুন এই হেল্পলাইন নম্বরে- ০৯৬৩৮০০০২৪৫

 

জীবন বীমা সুবিধাটি  'ট্রাক লাগবে' অ্যাপে রেজিস্ট্রেশনকৃত ট্রাকের যেকোনো চালক নিতে পারবেন। এই সুবিধা পেতে ট্রাক চালককে তার 'ট্রাক লাগবে ওনার' অ্যাপের মাধ্যমে ১ বছরের জন্য মাত্র ৪৫০ টাকা দিতে হবে। এই ১ বছর সময়ের মধ্যে যদি চালক স্বাভাবিক মৃত্যুবরণ করেন অথবা দূর্ঘটনা জনিত কোনো কারনে শারীরিক ভাবে অক্ষম হয়ে পরেন তবে তিনি বা তার পরিবার ১ লক্ষ সমপরিমাণ টাকা পাবে । আর দূর্ঘটনাজনিত কোনো কারনে চালক মৃত্যবরণ করলে সেক্ষেত্রে তার পরিবার সর্বোচ্চ ২ লক্ষ টাকা পাবে জীবন বীমা প্রতিষ্ঠানের নিকট থেকে।

 

জেনে নিন কিভাবে 'ট্রাক লাগবে ওনার' অ্যাপ থেকে এই জীবন বীমা সুবিধা নিবেন 

 

Insurance Image

 

একটি দেশের অন্যতম প্রধান চালিকাশক্তি হল সে দেশের পরিবহন ব্যবস্থা এবং সেই পরিবহন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আমাদের ট্রাক চালক ভাইয়েরা। জীবন বীমা, দূর্ঘটনা পরবর্তী একটি পরিবারের জন্য হয়ে উঠতে পারে কিছুটা অবলম্বন। কিন্তু সকল ট্রাক চালক ভাইদের জন্য এটাই কাম্য যে তারা সঠিক ভাবে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন এবং নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখবেন। 

জীবন বীমা কভারেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে সরাসরি আমাদের কল করুন এই নম্বরে- ০৯৬৩৮০০০২৪৫

অ্যাপ থেকে ট্রিপ ধরতে এবং ইনস্যুরেন্স সেবা পেতে 'ট্রাক লাগবে ওনার' অ্যাপ ডাউনলোড করুন 

Back to top