ঢাকা শহরের মধ্যে ট্রাক/পিকআপের ভাড়া কত এবং কিভাবে পাবেন সেরা রেটের নিশ্চয়তা

আমাদের দৈনন্দিন জীবনে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজনে হরহামেশাই ট্রাক বা পিকআপ ভাড়ার প্রয়োজন পড়ে। আর ভাড়া করার সময় প্রথম যে চিন্তা আসে, তা হল কত খরচ পরবে?

যারা ব্যবসার সাথে জড়িত আছেন তারা নিয়মিত পরিবহণের জন্য ট্রাক এবং পিকআপ ভাড়া করে থাকেন। তাই ব্যবসায়ীদের ভাড়া সম্পর্কে বরাবরই ভালো ধারনা থাকে। কিন্তু যারা প্রথমবারের মত ট্রাক বা পিকআপ ভাড়া করেন তাদের এই খরচ সম্পর্কে তেমন কোনো ধারনা না থাকায়, অনেক সময়ই মার্কেট রেটের তুলনায় বেশি দরে ভাড়া করতে হয়। 

মার্কেট রেটে ট্রাক বা পিকআপ ভাড়া করার একটা সহজ সমাধান হতে পারে ট্রাক লাগবে অ্যাপ ব্যবহার করা । কারণ আপনি যখন অ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করবেন, তখন সরাসরি ট্রাক মালিকগণ অ্যাপেই বিড করে ভাড়া জানিয়ে দিবে। তারপর সেখান থেকে যার জানানো ভাড়া আপনার পছন্দ হবে তার ভাড়া গ্রহণ করবেন। এতে সুবিধা হলো-

১। কয়েকজনের থেকে একই রুটের ভাড়া জানতে পারায়, আপনি নিজেই বুঝতে পারছেন মার্কেট রেট কেমন

২। অনেকে ভাড়া জানানোয় আপনি নিশ্চিত সাশ্রয়ী রেটে ট্রাক ভাড়ার সুবিধা পাচ্ছেন, ভাড়া নিয়ে ধারনা না থাকলেও

তাই আপনি কোনো চিন্তা ছাড়াই অ্যাপ থেকে ট্রাক,কাভার্ড ভ্যান বা পিকআপ ভাড়া করতে পারেন।

 

১ টন ৭ ফিট পিকআপের ভাড়ার রেট 

বাংলাদেশে এই প্রথম “ট্রাক লাগবে” – ঢাকা সিটির ভিতরে পিকআপ ভাড়ার রেট নির্দিষ্ট করেছে । আপনি ঢাকা সিটির যেকোনো স্থান থেকে অন্য যেকোনো স্থানের জন্য পিকআপ ভাড়া করুন না কেনো, তা অ্যাপ থেকে ফিক্সড রেটে ভাড়া করতে পারবেন। 

002274_31Aug20_JT335_Web_Blog_Other Photos_Guideline to Truck & Pickup Rental Rate in Dhaka City-01

বিগত ৩ বছর, বিভিন্ন সময়ে মার্কেটে পিকআপ ভাড়ার রেট পর্যালোচনা করে এবং উন্নত প্রযুক্তি ও ডাটা ভিত্তিক এ্যালগরিদম ব্যবহার করে “ট্রাক লাগবে” এই ফিক্সড রেট নির্ধারণ করেছে। তাই পিকআপ ভাড়ার ক্ষেত্রে পণ্য প্রেরকের আর ঠকে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনার যদি ঢাকা সিটির ভিতরে পিকআপ ভাড়ার প্রয়োজন হয়, তবে কোন চিন্তা ছাড়াই ট্রাক লাগবে অ্যাপ নামিয়ে পিকআপ ভাড়া করতে পারেন বাজারের সেরা রেটে। 

অ্যাপ ডাউনলোড করে নিন- লিংক 

১ টন ৭ ফিট পিকআপ ব্যতীত অন্য সকল ট্রাকের রেট বিড এর মাধ্যমে নির্ধারণ হয়। 

এখন আপনাদের সুবিদার্থে ঢাকা সিটির মধ্যে, ট্রাক ভাড়া সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত এর মধ্যে থাকবে তার সম্ভাব্য রেট তুলে ধরছি-

ঢাকা সিটির মধ্যে ট্রাক ও পিকআপ ভাড়ার তালিকা

ট্রাকের ধরন ভাড়ার পরিমাণ
১ টন ৯ ফিট পিকআপ ৮০০-২২০০*
১ টন ৯ ফিট কাভার্ড ভ্যান ১০০০-২৫০০*
২ টন ১২ ফিট ট্রাক ১২০০-২৭০০*
২ টন ১২ ফিট কাভার্ড ভ্যান ১২০০-৩০০০*
৩.৫ টন ১৪ ফিট ট্রাক ১৫০০-২৮০০*
৩.৫ টন ১৪ ফিট কাভার্ড ভ্যান ১৫০০-৩২০০*
৭.৫ টন ১৬ ফিট খোলা ট্রাক ২৫০০-৪৫০০*
৭.৫ টন ১৬ ফিট কাভার্ড ভ্যান ৩০০০-৫০০০*
১৫ টন ১৮ ফিট খোলা ট্রাক ৩৫০০-৫০০০*
১৫ টন ২৩ ফিট কাভার্ড ভ্যান ৩৫০০-৫৫০০*
২৫ টন ২৩ ফিট খোলা ট্রাক ৫০০০-৬০০০*

বিঃদ্রঃ

 *সর্বনিম্ন ভাড়া, একই এলাকার মধ্যে ট্রাক ভাড়া, যেমন- মিরপুর থেকে মিরপুরের মধ্যে ট্রাক ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য

*সর্বোচ্চ ট্রাক ভাড়া ঢাকা সিটির মধ্যে সর্বোচ্চ দূরুত্বের ক্ষেত্রে প্রযোজ্য

*পণ্য লোড এবং আনলোডসহ ৬ ঘন্টার বেশি সময় পার হলে, সে ক্ষেত্রে বড় ট্রাকের জন্য সময় এর উপর নির্ভর করে ভাড়া ৫০০-১০০০ টাকা বাড়তে পারে। মাঝারি ধরনের ট্রাকের ক্ষেত্রে ৩০০-৫০০ বাড়তি হয়ে থাকে 

* ১২ ফিটের উপরের ট্রাক অর্থাৎ ৩.৫ টন ১৪ ফিট থেকে ২৫ টন ২৩ ফিট পর্যন্ত এই বড় ট্রাকগুলো ঢাকা শহরে দিনের বেলায় চলাচলের অনুমতি নেই। তাই এ ধরনের যেকোনো ট্রাক রাত ১০ টার পরে ভাড়া করতে হবে।

বাংলাদেশের যেকোনো জেলায় ট্রাক বা পিকআপ ভাড়ার খরচ

দীর্ঘ রুটের জন্য ট্রাক বা পিকআপের ভাড়া বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, এর মধ্যে রয়েছে-

১। কোন স্থান থেকে কোথায় ট্রাক মালামাল নিয়ে যাবে তার সঠিক ঠিকানা

২। মালামালের ধরন এবং পরিমাণ

৩। কোন সাইজ এবং কি ধরনের ট্রাক বা পিকআপ দরকার

৪। যে দিন ট্রাক ভাড়া করা হবে চাহিদা অনুযায়ী সেই দিনের মার্কেট রেট কত

এসব বিভিন্ন কারণে এক জেলা থেকে আরেক জেলায় পণ্য পরিবহণের জন্য, ট্রাক বা পিকআপ এর ভাড়া নিয়মিত ওঠা-নামা করে। আর এ কারণেই ঢাকা সিটির বাইরের ভাড়া সরাসরি ধারনা করা সম্ভবপর নয়। 

তবে এক্ষেত্রে আপনি  ট্রাক লাগবে অ্যাপের মাধ্যমে ভাড়া করলে,  কিছুক্ষণের মধ্যেই ট্রাক মালিকদের নিকট থেকে সেরা রেটে ভাড়া জানতে পারবেন। একই সাথে একটি ট্রিপে সরাসরি অনেকে ভাড়া জানায় বলে নিঃসন্দেহে  আপনি একদম সঠিক রেটেই ট্রাক ভাড়ার নিশ্চয়তা পাচ্ছেন।

দেশের যেকোনো জায়গা থেকে আপনার পছন্দ অনুযায়ী সেরা রেটে  ট্রাক বা পিকআপ ভাড়া করতে এখনই ডাউনলোড করুন ট্রাক লাগবে অ্যাপঃ 

play store icon

Back to top