যে ৫ টি কারণে অনলাইনে ট্রাক বুকিং করা বেশি লাভজনক

অনলাইনে ট্রাক বুকিং সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কিছু উল্লেখযোগ্য কারণে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে, অনলাইনে ট্রাক বুকিং করলে গ্রাহক ট্রেডিশনাল পদ্ধতিতে ট্রাক বুকিং এর চেয়ে বেশি সুবিধা পায়। অন্যদিকে ট্রাক মালিকদের জন্যও অনলাইনে ট্রাক বুকিং ব্যবসায়ের একটা সহজ উপায়। তাছাড়া অনলাইনে ট্রাকের বুকিংয়ের উল্লেখযোগ্য বিশেষ পাঁচটি কারণ হচ্ছে:

১। সহজেই ট্রাক ভাড়া করার সুবিধাঃ 

সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বুকিং এর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে। আপনার হাতের ডিভাইসের মাধ্যমেই কয়েক সেকেন্ডেই বিস্তর পরিসরে ট্রাক ভাড়ার সকল ইনফরমেশন আপনি দেখতে পারবেন। এছাড়া দাম তুলনা করতে পারেন এবং যেকোনো সময় দিন বা রাত বুকিং করতে পারেন। ফলে আপনাকে ব্যক্তিগতভাবে কোন ট্রাক ড্রাইভার বা এজেন্সিতে যেতে হবে না। 

২। চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের ট্রাক ভাড়া করার সুযোগঃ  

অনলাইন ট্রাকের বুকিং প্ল্যাটফর্মগুলিতে সাধারণত রেন্ট কোম্পানি এবং যানবাহনের বিশাল নেটওয়ার্কের অ্যাক্সেস থাকে। এর মানে হচ্ছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকারের, মডেল এবং বৈশিষ্ট্য সহ বিভিন্ন ট্রাক থেকে বেছে নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী ট্রাক। 

৩। ন্যায্য মূল্যের নিশ্চয়তাঃ 

সাধারণ গ্রাহক যারা আগে ট্রাক বুকিং করেনি তাদের ট্রাকের ভাড়া সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা থাকে না। ফলে ঠোকে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনলাইনে ট্রাক বুকিং প্ল্যাটফর্মগুলোতে মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণ করা হয়, এমনকি অনেক ডিস্কাউন্ট কুপন কোডেরও ব্যবস্থা থাকে। ফলশ্রুতিতে, গ্রাহক অনায়েসে দাম দেখে, তুলনা করে বুকিং করতে পারে। 

৪। সময় সাশ্রয়ীঃ

বাসাবাড়ি শিফটিং বা অফিস শিফটিং এর সময় ট্রাক ভাড়া করা একটা বাড়তি ঝামেলা, যদি আপনাকে সশরীরে কোথাও যেয়ে ট্রাক ভাড়া করতে হয়। কয়েকটা ট্যাপের মাধ্যমে বুকিংটা করে ফেললে আপনি অনায়েসে শিফটিং এর বাকি কাজগুলোতে সময় দিতে পারবেন। 

৫। নিরাপত্তার দিক থেকে নিশ্চয়তাঃ 

অনলাইনের ট্রাক বুকিং কম্পানিগুলোর সকল ট্রাক ভেরিফাইড থাকে। ফলে আপনার পণ্যের নিরাপত্তা অন্যান্য মাধ্যম থেকে ট্রাক ভাড়া করার তুলনায় অনেক বেশি।

বর্তমানে অনলাইনে নানা ধরণের ট্রাক বুকিং সার্ভিস এভেইলেভেল আছে তার মধ্যে “ট্রাক লাগবে” অন্যতম। ট্রাক লাগবে অ্যাপটি ডাউনলোড করে থেকে আজই আপনার প্রয়োজন অনুযায়ী ট্রাকটি বুকিং দিতে পারেন। ডাউনলোড লিংক- https://play.google.com/store/search?q=truck%20lagbe&c=apps

 

Back to top