করোনা সংকট ও ব্যবসায়িক পণ্য পরিবহণ ব্যবস্থা

বর্তমান করোনা সংকটে, পরিবর্তন এসেছে আমাদের দৈনন্দিন জীবন এবং সমাজ ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে। সাধারণ মানুষের চলাফেরা থেকে শুরু করে পরিবর্তন লক্ষণীয় সব ধরনের ছোট-বড় ব্যবসা এবং তার সাথে জড়িত অন্যান্য পেশাজীবিদের মাঝেও।

এই সংকট মোকাবেলায়, সরকার গত মার্চ মাস থেকেই সাধারণ ছুটি ঘোষণা করেছে – যা এখনও চলছে। তবে এ সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী, জরুরী পরিবহণ যেমনঃ ট্রাক, কার্গো ইত্যাদি যথারীতি চালু রয়েছে। তাই বর্তমানে ব্যবসায়িক পণ্য পরিবহণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা তা নিয়ে রয়েছে অনেক জিজ্ঞাসা! 

এ সম্পর্কে জানতেই আমরা কথা বলি বর্তমানে কার্যক্রম চলমান রেখেছে এরকম একটি দুগ্ধজাত এবং অপর একটি  টেক্সটাইল কোম্পানির প্রতিনিধির সাথে। ইন্ডাস্ট্রি ভিন্ন হওয়ায় বাজারে তাদের পণ্যের চাহিদায় রয়েছে তারতম্য, তবে পণ্য পরিবহণে দুই প্রতিষ্ঠানই সম্মুখীন হচ্ছেন অনেক বাঁধার। এর মাঝে রয়েছে-

  • ট্রাক পাবার অনিশ্চয়তা
  • সময়মত ট্রাক না পাওয়া 
  • ভালো সার্ভিস কোয়ালিটির অভাব

এই অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলি আগে থেকেই রয়েছে যার সাথে এখন আবার যুক্ত হয়েছে ২০-৩০ % পর্যন্ত অতিরিক্ত ভাড়া, যা এ ধরনের সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্যেই এখন প্রধান সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

ভাড়ার এই পরিবর্তন কেনো তা পরিষ্কার হয়ে গেলো যখন কথা হল মামুন এবং সোহেল ভাইয়ের সাথে, তারা দুজনই বিভিন্ন কোম্পানির পণ্য পরিবহণ করছেন নিয়মিত। তাদের মতে, আগের তুলনায় ট্রাকের চাহিদা কমে এসেছে প্রায় অর্ধেকে। আগে যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে, আসার সময় আবার একটা নিশ্চিত ট্রিপ নিয়ে ফিরে আসতে পারতেন, এখন তাদের ফিরে আসতে হচ্ছে ফাকা ট্রাক নিয়ে। তাই আয় ও ব্যায়ের মধ্যে সামঞ্জস্য রাখতে গিয়ে ভাড়া বাড়তি রাখছেন প্রতি ট্রিপে, তারপরও লাভের অংক মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। 

বর্তমান পরিবহণ ব্যবস্থা এবং এই সেক্টরে করোনার প্রভাব পর্যালোচনা করলে দেখা যায়, পণ্য পরিবহণে ভাড়ায় যেমন এসেছে উর্ধ্বমুখী পরিবর্তন তেমনি পূর্ববর্তী সমস্যাগুলিও হয়ে উঠেছে প্রকট, যা এই মুহূর্তে ব্যবসা প্রতিষ্ঠান গুলির মাঝে তৈরি করছে এক ধরনের অনিশ্চয়তা। 

আর এ অনিশ্চয়তা দূর করতে বর্তমান করোনাকালীন সময়েও, “ট্রাক লাগবে” ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করে যাচ্ছে, তাদের সাথে চুক্তিবদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান এবং ট্রাক মালিক ও ড্রাইভারদের সাথে। ট্রাক পাবার ১০০% নিশ্চয়তা সহ, সার্বক্ষণিক সেবা প্রদানের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তথা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রেখে চলেছে ট্রাক লাগবে। তাই ব্যবসায়িক পণ্য পরিবহণের জন্য যে কেউ নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন ট্রাক লাগবে এর কাস্টমার কেয়ার নাম্বারেঃ +৮৮০ ৯৬৩৮ ০০০ ২৪৫

এভাবে যার যার জায়গা থেকে সবাই মিলে কাজ করার মাধ্যমেই সম্ভব বর্তমান এই করোনা সংকট থেকে উত্তরণ।

Back to top