যারা ট্রাক ব্যবসার সাথে জড়িত, তাদের অনেকেই কিছু নির্দিষ্ট পণ্যপ্রেরক বা শিপারের ট্রিপ নিয়মিত করে থাকেন। তাই অপরিচিত শিপারের ক্ষেত্রে তাদের কিছু প্রশ্ন থাকে। বিশেষ করে অ্যাপের মাধ্যমে যেসব ট্রিপ, ট্রাক মালিক/চালক ভাইয়েরা করেন সেসব ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ যদি ট্রিপের জন্য মাল তুলতে জায়গামত যেয়ে দেখা যায় যে শিপারেরই কোন খোঁজ নেই তাহলে এ ঝক্কি কে সামলাবে? আবার ধরেন ট্রাকে মাল উঠানোর পর যদি এমন চিন্তায় থাকতে হয় যে, বস্তায় কি ধরনের মালামাল উঠেছে? কোনো অবৈধ মালামাল উঠেনিতো?
ট্রাক মালিক/চালক ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এসব চিন্তা থেকে বিরত রাখতেই “ট্রাক লাগবে” অ্যাপের সকল শিপার বা পণ্য প্রেরকের তথ্য যাচাই করা হয়। তাই আপনি যখন সকল ট্রিপ “ট্রাক লাগবে ওনার” অ্যাপ থেকে নিবেন, তখন আর আপনাকে এই সকল বিষয় নিয়ে ভাবতে হবে না। এখানে উল্লেখ্য, এই যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে, কিছু কিছু ব্যবসায়িক পণ্য প্রেরকের সাথে “ট্রাক লাগবে” আলাদাভাবে চুক্তিবদ্ধ হয়। এছাড়াও অ্যাপে প্রত্যেক শিপারের নাম্বার ভেরিফাই করা হয়।
ট্রাক লাগবে অ্যাপের সকল পণ্যপ্রেরক যাচাইকৃত। সুতরাং আপনি আপনার ট্রাকের চাকা সবসময় সচল রাখতে, “ট্রাক লাগবে ওনার” অ্যাপ ব্যবহার করে দেশের যেকোনো স্থান থেকে ট্রিপ নিতে পারেন একদম নিশ্চিন্তে।