সপ্তাহে ৪/৫ টি ভারী পণ্যের শিপমেন্ট যায় ব্যবসায়ী জাহিদ রহমানের ফ্যাক্টরি থেকে। শিপমেন্টগুলোর বেশিরভাগের গন্তব্য ঢাকা থেকে চট্টগ্রাম। দামী ব্যবসায়িক পণ্যের শিপমেন্ট হওয়ায় এর সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন জাহিদ সাহেব। তাই একটা নির্ভরযোগ্য মাধ্যমের খোঁজে ছিলেন তিনি যেখানে পণ্য পরিবহণে পূর্ণ নিরাপত্তা পাবেন। আর সে খোঁজ থেকেই জানতে পান ‘ট্রাক লাগবে’ সম্পর্কে।
‘ট্রাক লাগবে’ হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি সহজেই পণ্য পরিবহণে ট্রাক কিংবা পিকআপ ভাড়া করতে পারছেন। অ্যাপটির বিশেষ সুবিধা হচ্ছে এখানে যুক্ত ট্রাকগুলো নিবন্ধিত ও যাচাইকৃত। এই অ্যাপে কোন ট্রাক যুক্ত হতে গেলে কিছু প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হয়। অ্যাপে ট্রাক নিবন্ধন করবার শর্ত স্বরূপ নিমোক্ত জিনিসপত্র সংগ্রহ করা হয়ে থাকেঃ
১) ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর
২)মালিক বা ড্রাইভারের জাতীয় পরিচয়পত্রের ছবি
৩)ট্রাকের ছবি
সঠিক যাচাইবাছাই ও নিবন্ধন শেষেই কেবলমাত্র কোন ট্রাক এই নেটওয়ার্কে যুক্ত হতে পারে। এখানে ট্রাক চালকরাও সমান দক্ষ ও পরীক্ষিত। শুধু তাই নয়, প্রতিনিয়ত অ্যাপে যুক্ত ট্রাক চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে অ্যাপ ও এর সার্ভিস সম্পর্কে জানানো হয়। ট্রাক চালানোর সময় সতর্কতা ও দুর্ঘটনা এড়ানোর কৌশল সম্পর্কেও চালকদের দেওয়া হয় প্রশিক্ষণ।
যে সুবিধাসমূহ পাচ্ছেন-
পণ্য পরিবহণে জাহিদ সাহেবের দুশ্চিন্তা কি তাহলে দূর হয়েছিল? হ্যাঁ, ‘ট্রাক লাগবে’ অ্যাপ সম্পর্কে জানার পর জাহিদ সাহেব এই অ্যাপ থেকেই ট্রাক ভাড়া শুরু করেন। অ্যাপটির সার্ভিস এবং পণ্যের সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হওয়ায় উনাকে আর অন্য চিন্তা করতে হয়নি। দেরি না করে তাই জনাব জাহিদের মতো আপনিও আপনার পণ্যের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করুন ‘ট্রাক লাগবে’ (http://trucklag.be/App) অ্যাপ।