‘ট্রাক লাগবে’ নিশ্চিত করছে পণ্যের সুরক্ষিত ডেলিভারি

দোকানে বসে ঠাণ্ডা মাথায় ব্যবসা সামলাবেন নাকি মালপত্র ঠিকমতো পৌঁছালো কিনা সেই চিন্তা করবেন – এইসব দুশ্চিন্তা নিয়েই চলছিলেন মোশতাক মিয়া। ব্যবসার মালামাল পরিবহণের সময় একজন কর্মচারী সাথে তো পাঠাতেনই, আবার সময়ে সময়ে ফোনে যোগাযোগটাও রাখতে হত। এই করে করে যখন রাতের ঘুম হারাম হবার যোগাড়, তখনই হাতে পেলেন ‘ট্রাক লাগবে’ অ্যাপ। আর এই অ্যাপে রয়েছে ‘ট্রাক লাগবে এক্সপ্রেস’ সার্ভিস, যে সার্ভিসটি নিশ্চিত করছে আপনার পণ্যের ‘সুরক্ষিত ডেলিভারি’।    

কিন্তু এই ‘ট্রাক লাগবে’ অ্যাপটা আসলে কি? ‘ট্রাক লাগবে’ হচ্ছে মূলত একটি মোবাইল অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে আপনি অনলাইনে ট্রাক কিংবা পিকআপ ভাড়া করতে পারছেন সহজেই। আর এই অ্যাপের এক্সপ্রেস সার্ভিসের অন্যতম বিশেষত্ব হচ্ছে এটি আপনাকে আপনার পণ্যের সুরক্ষিত ডেলিভারির নিশ্চয়তা দিচ্ছে। এই সার্ভিসে যুক্ত ট্রাক কিংবা পিকআপ ড্রাইভাররা সবাই প্রশিক্ষিত এবং ব্যবহৃত ট্রাকগুলোও নিবন্ধিত। তাই পণ্যের নিরাপত্তা নিয়ে আপনাকে কোন চিন্তাই করতে হবে না।   

সুরক্ষিত ডেলিভারি’র পজিটিভ দিকসমূহ- 

১) ভেরিফাইড ট্রাক থাকায় ট্রাকের ফিটনেস সংক্রান্ত কোন সমস্যা থাকছে না  

২) প্রশিক্ষিত ড্রাইভার থাকায় আপনি নিশ্চিন্তে পণ্য পাঠাতে পারছেন  

৩) লেবার সুবিধা থাকায় লেবার ভাড়া করা নিয়ে বাড়তি চিন্তা করতে হচ্ছে না  

মোশতাক মিয়ার রাতের ঘুম কি তারপর ফিরে এসেছিল? হ্যাঁ, ‘ট্রাক লাগবে’ অ্যাপ ব্যবহারের পর থেকে মোশতাক মিয়াকে আর দ্বিতীয় কোন চিন্তা করতে হয়নি। ‘ট্রাক লাগবে’ অ্যাপের এক্সপ্রেস সার্ভিসটির মাধ্যমে এখন তিনি নিয়মিত ট্রাক ও পিকআপ ভাড়া করছেন। মোশতাক মিয়া অ্যাপটির প্রশিক্ষিত ড্রাইভার ও নিবন্ধিত গাড়িগুলোর মাধ্যমে নিশ্চিন্তে সার্ভিস নিচ্ছেন। সাথে লেবার সুবিধা থাকায় পণ্য ওঠানো নামানোর কাজও হচ্ছে ভালোভাবে।  মোশতাক মিয়ার মতো আপনিও আপনার পণ্যের সুরক্ষিত ডেলিভারি নিশ্চিত করতে ব্যবহার করুন ‘ট্রাক লাগবে এক্সপ্রেস’ (http://trucklag.be/App)  সার্ভিস।   

Back to top