মালিক বা ড্রাইভার ভাইদের অতিরিক্ত ট্রিপ বাতিল করা কাস্টমারের জন্য একটি খারাপ অভিজ্ঞতা। কাস্টমারের অ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করার অভিজ্ঞতাকে আরও ভাল করতে এবং ভাল সার্ভিস দেয়া ট্রাক মালিক ও ড্রাইভার ভাইদের আরও উৎসাহিত করতে আমরা ট্রিপ সম্পন্নের হার কে প্রাধান্য দিচ্ছি। আসুন জেনে নেই ট্রিপ সম্পন্নের হার কি?
ট্রিপ সম্পন্নের হার, এর মানে বোঝায় আপনি “ট্রাক লাগবে ওনার” অ্যাপ থেকে যতগুলি ট্রিপ নিয়েছেন তার মধ্যে কতগুলি ট্রিপ সম্পন্ন করেছেন তার পরিমাণ কে।
সতকর্তাঃ পরবর্তী ৩ দিন আপনি অ্যাপ থেকে ট্রিপ নিতে পারবেন না, এই ৩ দিন সময় পার হয়ে গেলে আপনার ট্রিপ সম্পন্নের হার আবার ১০০% হয়ে যাবে এবং আবার ট্রিপ নিতে পারবেন।
আপনার ট্রিপ সম্পন্নের হার যেভাবে নির্ধারিত হয়-
ধরুন আপনি অ্যাপে ১০ টি ট্রিপ গ্রহণ করেছেন, এখন এই ১০ ট্রিপ এর মধ্যে থেকে আপনি ৩ টি ট্রিপ বাতিল করেছেন এবং ৭ টি ট্রিপ সম্পন্ন করেছেন। তাহলে আপনার ট্রিপ সম্পন্ন হার…
বিঃ দ্রঃ অ্যাপের ক্ষেত্রে এই হিসাব হবে গত ৯০ দিনের মধ্যে আপনার নেওয়া শেষ ২০ টি ট্রিপ এর উপর ভিত্তি করে। বিঃদ্রঃ যদি শিপার এর সমস্যাজনিত কারনে ট্রিপ ক্যান্সেল হয় সেই ক্ষেত্রে আপনার রেটিং পরিবর্তন হবে না।
বিঃদ্রঃ ৩ দিন পর আপনার রেটিং ১০০% হয়ে যাবে এবং নতুন করে গণনা শুরু হবে।
তাই বুঝে শুনে কেবল মাত্র যেই ট্রিপ করতে পারবেন, সেই ট্রিপই গ্রহণ করবেন এবং অযথা ট্রিপ বাতিল করবেন না।
ট্রিপ সম্পন্নের হার ভালো রাখার পাশাপাশি ইউজার রেটিং ভালো রাখাও জরুরী, নিচের লিংক থেকে জেনে নিন কিভাবে ইউজার রেটিং ভালো রাখবেন-