Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

টি এল ট্র্যাকার এ আপনার ট্রাকের নিরাপত্তায় কি কি পাচ্ছেন?

Written by ট্রাক লাগবে এডমিন | আগ 23, 2022 12:21:36 PM

ট্রাক মালিকদের জন্য জিপিএস ট্র্যাকার ট্রাকের ব্যবসায়ে এক অনন্য পরিবর্তন এনেছে। ট্রাকে জিপিএস ট্র্যাকার ইনস্টল করার সাথে, মালিকরা সহজেই তাদের ট্রাকগুলো  রিয়েল টাইমে ট্র্যাক করতে পারে এবং ট্রাকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে, ট্রাক ল্যাগবে “টিএল ট্র্যাকার জিপিএস সার্ভিস” নামে একটি অত্যাধুনিক জিপিএস সেবা প্রদান করে থাকে। এটি ট্রাকের মালিক এবং ড্রাইভারদের তাদের ট্রাকের নিরাপত্তার জন্য বিশেষ কিছু ফিচার দিয়ে থাকে যা নিচে ব্যাখ্যা করা হয়েছেঃ 

 

লাইভ ট্র্যাকিং

টি এল ট্র্যাকার একটি ট্রাকের অবস্থান ট্র্যাক করতে সাহায্য করে। তাদের ট্রাকগুলো দেশের যেকোনো প্রান্তেই থাকুকনা কেন, ট্রাক মালিকরা সর্বদা তাদের ট্রাকের অবস্থান ট্র্যাক করতে পারবে। ট্রিপের সময় যেকোনো ধরনের পরিস্থিতি আরও ভালোভাবে পর্যবেক্ষন করতে পারবে। এভাবে লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে ট্রাক মালিকরা তাদের ট্রাকের নিরাপত্তা আরও প্রবলভাবে নিশ্চিত করতে পারে।  

 

ইঞ্জিন লক/আনলক

এই জিপিএস ডিভাইসটি ট্রাকের ইঞ্জিন লক/আনলক করার জন্য একটি বিশেষ ফিচার দিয়ে থাকে যা ট্রাক মালিকদেরকে তাদের ট্রাকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। এর ফলে তারা সহজেই যেকোনো পরিস্থিতির প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে এবং ড্রাইভারদের আচরণের গতিবিধি খেয়াল রাখতে পারে। জিপিএস ব্যবহারের মাধ্যমে ট্র্যাক মালিকরা তাদের ট্রাকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। 

 

ডিভাইস পাওয়ার কাট অ্যালার্ট

টি এল ট্র্যাকার এমন একটি ফিচার দিচ্ছে যা ট্রাকের মালিককে সাথে সাথে অবগত করে যদি একটি জিপিএস ডিভাইসের পাওয়ার বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে মালিকরা দ্রুত সমস্যাটির সমাধানে সর্বোত্তম উপায় বের করতে পারে।

 

ইঞ্জিন অন/অফ

ইঞ্জিন অন/অফ ফিচারের মাধ্যমে ট্রাক মালিক যেকোনো সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ বা চালু করতে পারবে এমনকি কেউ যদি ইঞ্জিন বন্ধ/চালু করে সেখেত্রেও অ্যালার্ট পাবে। এভাবে ট্রাকে কোনো আকস্মিক ঘটনা লক্ষ্য করলে মালিক উপযুক্ত পদক্ষেপ নিতে পারবে।

 

৩০ দিনের হিস্টোরি

টি এল ট্র্যাকারের একটি বিশেষ ফিচার হচ্ছে বিগত ৩০ দিনের হিস্টোরি। এই ফিচারের মাধ্যমে একজন মালিক সহজেই গত ৩০ দিনে তার ট্রাক সম্পর্কিত সকল ধরনের তথ্য দেখতে পারেন যা তাকে যেকোনো ধরনের সমস্যা চিহ্নিতকরণ করতে সহায়তা করে।

 

এছাড়াও টিএল ট্র্যাকারে আছে আরও অনেক আকর্ষণীয় ফিচার যেমন লাইভ ট্রাফিক, ওভারস্পিড অ্যালার্ট, জিও ফেন্স অ্যালার্ট, লাইভ স্পিড আপডেট যা আপনার ব্যবসায় তত্বাবধান ও পরিচালনাকে করবে আরও সহজতর। ট্রাক লাগবের জিপিএস প্যাকেজ কিনতে এখনই যোগাযোগ করুন ০৯৬৩৮০০০২৪৫ নম্বরে।