অনলাইনে পুরান ট্রাক কেনা সহজ হতে পারে, তবে নিরাপদ এবং সন্তোষজনকভাবে কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং কিছু বিষয় বিবেচনা করা গুরুত্বপূর্ণ। অনলাইনে পুরান ট্রাক কেনার সময় কিছু মূল বিষয় বিবেচনা করতে হবে:
১। বিশ্বস্ত বিক্রেতা:
পুরান ট্রাক বিক্রয় হয় এমন একটি বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস খুঁজে বের করুন। একজন বিক্রেতা কতোটুকু বিশ্বস্ত তা বোঝার জন্য রেটিং দেখুন। কঠোর ভোক্তা সুরক্ষা দিচ্ছে এমন সু-প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মগুলোর সন্ধান করুন৷
২। ট্রাকের বিস্তারিত তথ্যঃ
ট্রাকটির অনলাইন লিস্টিং ঠিকভাবে পর্যালোচনা করুন। সেইসব ট্রাক কিনুন যেগুলোর মডেল, মাইলেজ, ব্যবহারের বছর এবং অন্যান্য অতিরিক্ত সকল তথ্য পরিষ্কারভাবে বর্ণনাসহ আছে। ট্রাকের অবস্থা মূল্যায়ন করতে ট্রাকের ছবি অথবা ভিডিও ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
৩। ট্রাকের হিস্টোরি রিপোর্টঃ
বিক্রেতার কাছ থেকে ট্রাকের হিস্টোরি দেয়ার অনুরোধ করুন, যা দুর্ঘটনা, মেরামত, রক্ষণাবেক্ষণ, মালিকানার হিস্টোরি এবং রিপোর্ট করা সমস্যাসহ ট্রাকের অতীত অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে সত্যতা যাচাই করতে আপনাকে সাহায্য করবে। যানবাহন শনাক্তকরণ নম্বরসহ (VIN) প্রদত্ত তথ্য যাচাই করুন।
৪।নিরাপদ পেমেন্ট পদ্ধতি:
অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকুন। বিশ্বস্ত পেমেন্ট গেটওয়ে নির্ধারণ করুন যা নিরাপদ এবং ক্রেতা সুরক্ষা প্রদান করে। অর্থ প্রদানের পদ্ধতি ব্যবহার না করাই ভালো।
৫। মালিকানা হস্তান্তরঃ
ট্রাক বিক্রয়ের পর দুইজন মালিকদের মধ্যে যখন মালিকানা পরিবর্তন হবে তখন অবশ্যই মালিকানা হস্তান্তরের চুক্তিপত্র সঠিকভাবে করতে হবে। এছাড়াও কোনও প্রকার প্রতারণার শিকার যেন না হতে হয়, সেক্ষেত্রে বিআরটিসি থেকে মালিকানা পরিবর্তনের সকল প্রকার কার্যপ্রণালি সম্পন্ন করতে হবে।
৬। আইনি ডকুমেন্টেশন ও ক্রেতা সুরক্ষা নীতিঃ
আপনার ট্রাকের সমস্ত প্রয়োজনীয় আইনি ডকুমেন্টেশন ক্রমানুসারে আছে কিনা তা নিশ্চিত করুন। এছাড়াও আপনার ক্রয় চুক্তি এবং লেনদেনের সাথে জড়িত অন্য কোনও চুক্তি সঠিকভাবে আছে কিনা তা ঠিকভাবে দেখে নিন। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মের ক্রেতা সুরক্ষা নীতি এবং পদ্ধতি জানলে আরও ভালো।
পুরান ট্রাক বেচা-কেনার জন্য ট্রাক লাগবে নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম অনলাইন ট্রাক কেনা-বেচার বিশ্বস্ত প্লাটফর্ম। এখন ব্যবসার চাকা সচল রাখতে ট্রাক লাগবে ওনার অ্যাপে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই পুরান ট্রাক বেচা-কেনার সুযোগ।
ডাউনলোড করুন ট্রাক লাগবে ওনার অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=tg.truckowner&hl=en&gl=US