ব্যাচেলররা যেসব কারণে ঝামেলাহীন হোম শিফটিং এর জন্য ট্রাক লাগবে-কে বেছে নিচ্ছে

ব্যাচেলরদের জন্য বাসা বদল করা আনন্দদায়ক এবং চ্যালেঞ্জিং উভয়ই হতে পারে। জিনিসপত্র গোছানো, কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া একদম নতুন জায়গায় কোন বাসা স্থানান্তর নিশ্চিত করাও একটা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ব্যাচেলরদের খুব একটা বেশি সরঞ্জামও থাকে না। একটা খাট, কম্পিউটার টেবিল, একটা ম্যাট্রেস, ছোট একটা আলমারি, রান্নার টুকটাক জিনিসপত্র থাকে। যদিও মালামাল সামান্য হলেও ঝামেলা কোন অংশেই কম হয় না। বাসা বদলানোর জন্য যখনই একটি নির্ভরযোগ্য পরিষেবা বেছে নেওয়ার কথা ভাবছেন, তখন অনেক দিক থেকে বিবেচনা করে আপনার পছন্দের তালিকায় ট্রাক লাগবে থাকতে পারে।

বিভিন্ন সাইজের ট্রাকের সুবিধা:

যেহেতু ব্যাচেলরদের মালামাল কম থাকে, তাই ছোট একটা পিকআপ হলেই সাধারণত সব মালামাল স্থানান্তর করা সম্ভব হয়। তাছাড়াও, ট্রাক লাগবে বিভিন্ন আকারের বিভিন্ন ধরণের ট্রাক অফার করে। আপনার ন্যূনতম সেটআপ হোক কিংবা বড়, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ট্রাক বাছাই করতে পারবেন।

সেরা রেটে ট্রাক বুকিং:

ট্রাক লাগবে সবসময়ই কাস্টমারকে সেরা রেট অফার করে। অন্যদিকে ব্যাচেলরদের অনেকেরই বাজেটের সীমাবদ্ধতা থাকে এবং ট্রাক লাগবে-এর থেকে ট্রাক বুকিং করলে একদিকে সেরা রেট পাচ্ছেন, অন্যদিকে কোনো লুকানো খরচ ছাড়াই নিশ্চিন্তে ট্রাক বুক করতে পারছেন। ঢাকার ভিতরে হোম শিফটিং করতে সাধারণত ১ থেকে ১.৫ হাজার টাকা থেকেই শুরু হয়। ফলে, অনেক ব্যাচেলরের জন্যই বাজেট ফ্রেন্ডলি হয়। 

ভেরিফাইড ড্রাইভারের নিশ্চয়তা: 

ট্রাক লাগবে এর সকল ড্রাইভার ভেরিফাইড। তাই নিশ্চিন্তে আপনার ট্রিপটি বুক করতে পারবেন। 

কাস্টমার সাপোর্ট:

আপনার যেকোন প্রশ্ন বা উদ্বেগের সমাধানের জন্য ট্রাক লাগবে এর কাস্টমার সাপোর্ট রয়েছে। এই সার্ভিস যারা প্রথমবারের মতো হোম-শিফটিং করছেন তাদের জন্য অনেক সুবিধার হতে পারে। কারণ যেকোন প্রয়োজনে আপনি ট্রাক লাগবে থেকে সলুশ্যন পেতে পারেন। 

তাই বাসা বদলের জন্য নিশ্চিন্তে বেছে নিতে পারেন ট্রাক লাগবে, এখন আপনি ব্যাচেলর হলে অবশ্যই চাইবেন আপনার এই গুরুত্বপূর্ণ কাজে একদম নিরবচ্ছিন্ন একটা সাপোর্ট, আর সেজন্যই আছে ট্রাক লাগবে। আপনি ভিজিট করতে পারেন https://trucklagbe.com/shifting অথবা সরাসরি কল করতে পারেন +৮৮০ ৯৬৩৮ ০০০ ২৪৫ নম্বরে। 

Back to top