Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

ট্রাক লাগবে ওনার অ্যাপের মাধ্যমে কিভাবে পুরনো ট্রাক বেচার বিজ্ঞাপন দিতে পারবেন

Written by Al Amin | জুলাই 30, 2023 6:40:32 AM

পুরান ট্রাক বেচা-কেনার জন্য ট্রাক লাগবে নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম অনলাইন ট্রাক কেনা-বেচার বিশ্বস্ত প্লাটফর্ম। এখন ব্যবসার চাকা সচল রাখতে ট্রাক লাগবে ওনার অ্যাপে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই পুরান ট্রাক বেচা-কেনার সুযোগ। 

চলুন দেখে নেই কিভাবে ট্রাক লাগবে অ্যাপে ট্রাক বেচার বিজ্ঞাপন দিতে পারবেন -

প্রথমে ট্রাক লাগবে ওনার অ্যাপে ঢুকে ট্রাক বেচাকেনা অপশনে ক্লিক করতে হবে। 

এরপর "বিজ্ঞাপন পোস্ট করুন" এই অপশনটিতে ক্লিক করুন। 

এই অপশনে আপনি যে ট্রাকটি বেচতে চাচ্ছেন সেটির তথ্যাবলী প্রদান করতে হবে। কি কি তথ্যাবলী প্রদান করতে হবে চলুন জেনে নেই - 

১. প্রথমেই আপনার ট্রাকটির কমপক্ষে একটি, সর্বোচ্চ পাঁচটি ছবি যোগ করতে হবে। 

২. আপনার গাড়ি কি কন্ডিশনে আছে সেটা সেই অপশনটি সিলেক্ট করতে হবে। 

৩. তারপর একে একে আপনার লোকেশন, বিজ্ঞাপনেই শিরোনাম, ট্রাক মডেল, উৎপাদন বছর, বিজ্ঞাপনের বিস্তারিত এবং ট্রাকটি কত দামে বেচতে চাচ্ছেন সেই তথ্য দিতে হবে। 

৪. এরপর কিছু অপশনাল তথ্য প্রদান করতে হবে, যা আপনি দিতে চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যেমন: মাইলেজ (কি.মি), রেজিস্ট্রেশনের তারিখ, ট্রাক নম্বর, কোনো ব্যাঙ্ক লোন আছে নাকি এবং ট্রাকের কোনো ভিডিও লিংক থাকলেও শেয়ার করতে পারবেন। 

৫. এরপর ট্রাকটির সকল কাগজপত্র আপডেট করা আছে নাকি সেটি জানাতে হবে। 

৬. এবং সবশেষে যোগাযোগের তথ্য - নাম ও মোবাইল নম্বর দিয়ে "বিজ্ঞাপন জমা দিন" অপশনে ক্লিক করতে হবে। 

৭. এরপর আপনি একটি মেসেজটি দেখতে পারবেন। পরবর্তী আপডেটের জন্য "আমার বিজ্ঞাপন" অপশনে চোখ রাখুন। আপনার ট্রাক বেচার বিজ্ঞাপনটির সকল তথ্য ভেরিফাই করে পাবলিশ করতে ২৪ ঘন্টা সময় প্রয়োজন। 

৮. আপনার চলমান বিজ্ঞাপনটি দেখতে হলে "আমার বিজ্ঞাপন" অপশনে ঢুকে দেখতে পারবেন। 

ট্রাক কেনা-বেচার এই প্লাটফর্মে আপনি চাইলে ট্রাক কিনতেও পারবেন। 

তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন ট্রাক লাগবে ওনার অ্যাপ: 

https://play.google.com/store/apps/details?id=tg.truckowner&hl=en&gl=US