Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

মধ্যস্বত্বভোগী মুক্ত

Written by ট্রাক লাগবে এডমিন | মে 4, 2021 10:47:48 AM

আমাদের দেশের ট্রাক চালক/মালিকদের একটি নিয়মিত অভিযোগ হচ্ছে, ট্রিপের টাকা পুরোটা হাতে না পাওয়া। বিভিন্ন মধ্যস্বত্বভোগী ভাড়ার একটা বড় অংশ নিয়ে নেয়। ধরুন আপনি যখন চট্টগ্রামে কোনো ট্রিপ নিয়ে যান তখন কি করেন? নিশ্চয়ই সেখানকার পরিচিত কাউকে জানিয়ে দেন আপনার ট্রাক চট্টগ্রাম থেকে দেশের যেকোনো জায়গায় ট্রিপ নিয়ে যাওয়ার জন্যে প্রস্তুত। তারপর পরিচিত মাধ্যমে ট্রিপ না পেলে চট্টগ্রামের কোন স্ট্যান্ডে ট্রাক রেখে, যেখানে ট্রিপের ডাক হয়(যেমনঃ মাদারবাড়ি) সেখানে যান ট্রিপের আশায়। সেখান থেকে ট্রিপ পেয়ে গেলেও ভাড়ার পুরো টাকাটা পকেটে আসে না। এভাবে আপনি যেই এলাকাতেই যান হয়তো সেখানকার কোন পরিচিত মাধ্যম থেকেই ট্রিপ নিচ্ছেন বা কোথাও হয়তো স্ট্যান্ড থেকে ট্রিপ নিলেও তা নিচ্ছেন কোনো এলাকাভিত্তিক দালাল এর নিকট হতে। 

এছাড়া ট্রিপের আশায় ট্রান্সপোর্ট এজেন্সির অফিসেও ঘণ্টার পর্ব ঘণ্টা বসে থাকেন  অনেকই। এভাবে ট্রিপ নিয়ে একেতো ভাড়ার একটা অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীর হাতে, আবার এই নিয়মে আপনাকে বিভিন্ন জায়গায় যেয়ে বসে থাকতে হচ্ছে ট্রিপ পাবার জন্য। এই গতানুগতিক ধারায় ট্রিপ নেয়ার ফলে লাভের গুঁড় পিঁপড়া খেয়ে নিচ্ছে। 

এক্ষেত্রে ট্রিপ নেওয়ার জন্য “ট্রাক লাগবে ওনার অ্যাপ” ব্যবহার করলে আপনার এই সমস্যাগুলির সহজেই সমাধান হতে পারে। “ট্রাক লাগবে” আপনাকে সরাসরি পণ্য প্রেরকের সাথে যোগাযোগ করিয়ে দেবে। ফলে মধ্যস্বত্বভোগীর উপর নির্ভরশীল হতে হবে না। আর সরাসরি অ্যাপ থেকে ট্রিপ নিচ্ছেন বলে ভাড়ার পুরো টাকাই থাকছে আপনার পকেটে। 

অতএব নিশ্চিন্তে “ট্রাক লাগবে ওনার” অ্যাপ ব্যবহার করুন, আর মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য থেকে মুক্ত হয়ে আয়ের চাকা সচল করুন।