লোকেশন ট্র্যাকিংঃ যেভাবে ‘ট্রাক লাগবে’ অ্যাপে আপনার ট্রাকের লোকেশন ট্র্যাক করবেন

ট্রাকের ব্যবসায় সফলতা ধরে রাখতে প্রয়োজন ট্রাকের নিয়মিত পর্যবেক্ষণ। মালামাল পরিবহণের সময় ট্রাক কখন কোথায় আছে, ড্রাইভার কখন ব্রেক নিচ্ছেন এ বিষয়গুলি সব সময় খেয়াল রাখা জরুরী মালামাল সঠিক সময়ে এবং নিরাপদ ভাবে গন্তব্যে পৌঁছে দিতে। এই সবই ভালোভাবে আপনি জানতে পারবেন  যখন আপনার ট্রাকে একটি জিপিএস ট্র্যাকার ইন্সটল করা থাকবে। 

আর এই কাজটি অনেক সহজ হবে যখন আপনি এক অ্যাপ থেকেই আপনার ট্রাক বা পিকআপের জন্য ট্রিপ নিতে পারবেন আবার লোকেশন ও ট্র্যাক করতে পারবেন। আপনাদের এ সুবিধা দিতেই ট্রাক লাগবে নিয়ে এসেছে “টিএল ট্র্যাকার”, এই ট্র্যাকার ব্যবহার করে আপনি যেকোনো সময় “ট্রাক লাগবে ওনার” অ্যাপ থেকে আপনার গাড়ির লোকেশন দেখতে পাবেন। 

টিএল ট্র্যাকার এর সার্ভিস নিতে আপনি সরাসরি আমাদের এই নম্বরে যোগাযোগ করুন- 

আপনার ট্রাকে টিএল ট্র্যাকার ইন্সটল করা থাকলে আপনি অ্যাপ থেকে ফি জমা দিয়ে এর সার্ভিস নিতে পারবেন। টিএল ট্র্যাকারের ২ ধরনের প্যাকেজ আপনি নিতে পারবেন-

 
প্যাকেজ মূল্য
১ মাসের প্যাকেজ ২০০ টাকা
১২ মাসের প্যাকেজ
( ৪০০ টাকা কম খরচে)
২০০০ টাকা (সীমিত সময়ের জন্য)
 

1-496x1024

আপনি যদি অলরেডি টিএল ট্র্যাকার ব্যবহার করেন অথবা নতুন করে টিএল ট্র্যাকার ইন্সটল করে থাকেন আপনার ট্রাকে তবে নিচে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি প্যাকেজ কিনতে পারবেন

১। অ্যাপের মেনু অপশনে গিয়ে ‘আমার ট্রাক’ অপশনে প্রেস করুন-

Truck-Lagbe-app-gps-1-496x1024 (1)

২। আপনার যে ট্রাকের জন্য “টি এল ট্র্যাকার” কিনেছেন, সেই ট্রাকে এরকম অপশন দেখতে পাবেন-

Truck-Lagbe-app-gps-2-1-496x1024

৩। প্যাকেজ কিনুন অপশনে প্রেস করুন-

Truck-Lagbe-app-gps-2-496x1024

৪। যে প্যাকেজটি কিনতে চান সেই প্যাকেজ বেছে নিন- 

Truck-Lagbe-app-gps-3-496x1024

৫। প্যাকেজটি নিতে নিশ্চিত করুন অপশনে প্রেস করুন-

৬। বিস্তারিত চেক করে নিন এবং প্যাকেজটি কিনতে “পেমেন্ট করুন” অপশনে প্রেস করুন-

Truck-Lagbe-app-gps-5-496x1024

৭। আপনি যদি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে চান তবে মোবাইল ব্যাংকিং অপশনে প্রেস করুন –

Truck-Lagbe-app-gps-6-496x1024

৮। যে মাধ্যমে পেমেন্ট করবেন তা বেছে নিন- 

Truck-Lagbe-app-gps-7-496x1024

৯। আপনার যে নম্বরে একাউন্ট রয়েছে সেই নম্বরটি দিয়ে কনফার্ম করুন-

Truck-Lagbe-app-gps-8-496x1024

১০। মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে তা দিয়ে কনফার্ম করুন-

Truck-Lagbe-app-gps-9-497x1024

১১। আপনার একাউন্টের পিন নম্বরটি দিয়ে কনফার্ম করলেই প্যাকেজ ক্রয় সম্পন্ন হয়ে যাবে-

Truck-Lagbe-app-gps-10-497x1024

প্যাকেজ কেনা সম্পন্ন হলে তারপর “ট্রাক লাগবে ওনার” অ্যাপ থেকে সরাসরি আপনার ট্রাক বা পিকআপ সবসময় ট্র্যাক করতে পারবেন। 

এখন আপনার জিপিএস যুক্ত ট্রাকটি ট্র্যাক করতে নিচের দিক নির্দেশনা ফলো করুন-

১। আমার ট্রাক অপশনে যান-

Truck-Lagbe-app-gps-1-496x1024 (1)

২। জিপিএস সম্বলিত ট্রাকের “ট্রাক দেখুন” অপশনে প্রেস করুন -

Truck-Lagbe-app-496x1024

৩। আপনার জিপিএস ইন্সটল করা ট্রাকটি এখন দেখতে পাবেন, সঠিক লোকেশনটি দেখতে ট্রাকের উপরে ক্লিক করুন- 

Truck-Lagbe-GPS-1-496x1024

৪। এখন সরাসরি গুগল ম্যাপ থেকে আপনার ট্রাকের লোকেশন দেখে নিন-

Truck-Lagbe-GPS-2-496x1024

এভাবেই খুব সহজেই আপনি এখন থেকে “ট্রাক লাগবে ওনার” অ্যাপ থেকে নিয়মিত ট্রিপ ধরতে পারবেন এবং আপনার ট্রাকের সার্বক্ষনিক অবস্থান ও জানতে পারবেন।

Back to top