Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

ট্রাক চালক ভাইদের জন্য জীবন বিমা গ্রহণের সুবিধাঃ কি, কেন ও কিভাবে

Written by Rashidul Karim | এপ্রিল 18, 2021 7:42:36 AM

প্রতিবছর দেশে অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। দেশে যানবাহনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই সংখ্যাও বেড়ে চলেছে ক্রমবর্ধমান হারে। ২০১৯ সালের এক প্রতিবেদন থেকে উঠে আসে সে বছর  দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি ছিলেন বিভিন্ন যানবাহনের চালকগণ । তাই তাদের কথা চিন্তা করেই ‘ট্রাক লাগবে’ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে প্রথমবারের মত ট্রাক এবং পিকআপ চালক ভাইদের জন্য নিয়ে এসেছে জীবন বিমার সুবিধা। 

বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০২০ অনুযায়ী, ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৬৮৬ জন নিহত হন, যার মধ্যে চালকের সংখ্যা ছিল ২ হাজার ৩৯ জন। প্রতি বছর এই সংখ্যা বাড়তে থাকলেও এতদিন পর্যন্ত  ড্রাইভার ভাইদের জন্য কোনো ধরনের জীবন বিমার সুবিধা ছিল না। এর প্রয়োজনীয়তা থেকেই ‘ট্রাক লাগবে’ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ড্রাইভার ভাইদের জন্য নির্দিষ্ট এই জীবন বিমার সুবিধা নিয়ে এসেছে। 

এখন থেকে ‘ট্রাক লাগবে ওনার’ অ্যাপে নিবন্ধিত অথবা অনিবন্ধিত  সকল ধরনের ট্রাক বা পিকআপের ড্রাইভার ভাইয়েরা ১ বছরের জন্য এই জীবন বিমার সুবিধা নিতে পারবেন। 

এই জীবন বিমার আওতায় রয়েছে-

ক)  ১ বছর সময়ের মধ্যে যেকোনো দুর্ঘটনা জনিত কারণে মৃত ব্যক্তির পরিবারের  ১,০০,০০০ টাকা পাবার নিশ্চয়তা 

খ)   ১ বছর সময়কালের মধ্যে দুর্ঘটনা জনিত কারণে স্থায়ী অক্ষমতায় ১,০০,০০০ টাকার নিশ্চিত কভারেজ। 

মাত্র ৪৫০ টাকা প্রদান করলে ১ বছরের মধ্যে উপরে উল্লেখিত যেকোনো কারণে আপনার পরিবার এই ১,০০,০০০ টাকার কভারেজ পাবেন। 

জীবন বিমার এ সার্ভিসটি পেতে হলে ড্রাইভারের বয়স ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে  এবং ১ বছর পরে একজন ড্রাইভার পুনরায় ৪৫০ টাকা দিয়ে এই সুবিধাটি নিতে পারবেন। উল্লেখিত দুর্ঘটনার স্বীকার হলে সরাসরি গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে যোগাযোগ করে ড্রাইভার অথবা তার নমিনি ইনস্যুরেন্স এর টাকা বুঝে নিতে পারবেন। 

এই সুবিধা সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন- ০৯৬৩৮০০০২৪৫ এই নম্বরে।