শিফটিং নিয়ে চিন্তিত মিলন সাহেবের চিন্তা যেভাবে নিমিষেই দূর করল ট্রাক লাগবে

ঢাকার মত ব্যস্ত নগরে মিলন সাহেব বাসা বদল করতে যেয়ে দুঃসাধ্য কাজের সম্মুখীন হন। বাসা বদলের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে সাশ্রয়ী মূল্যে একটি নির্ভরযোগ্য ট্রাক খোঁজা, আর একইসাথে মালামাল স্থানান্তরের ক্ষেত্রে সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করা। সচরাচর অনেকেই আছেন যারা বাসা শিফটিং এর পুরো প্রক্রিয়ার সাথে পরিচিত না। যেমন মিলন সাহেব এ বিষয়ে খুবই কম জানতেন যে কোথায় যেয়ে ট্রাক বুক করবেন, সাশ্রয়ী রেট পাবেন কিনা, মালামাল ঠিক-ঠাক পৌঁছাতে পারবে কিনা ইত্যাদি নানান দুশ্চিন্তা। ঠিক তখনই আকরাম সাহেব, মিলন সাহেবের সহকর্মী, ট্রাক লাগবে-এর সাথে পরিচয় করিয়ে দেন। মিলন সাহেব যে সুবিধাগুলো ট্রাক লাগবে-এর শিফটিং সার্ভিস থেকে পেয়েছিলেন তা নিচে দেওয়া হলো- 

 

সাশ্রয়ী মূল্যে ট্রাক ভাড়া: ট্রাক লাগাবে-এর ওয়েবসাইট পরিদর্শন করার সময় মিলন সাহেবের প্রথম যে জিনিসটি নজরে পড়েছিল তা হল সাশ্রয়ী মূল্যে পেশাদার বাসা-বদল পরিষেবার প্রতিশ্রুতি। ট্রাক-স্ট্যান্ডে সাধারণত যে যার মত আকাশছোঁয়া রেট চায়। কিন্তু ট্রাক লাগবে-তে সকল তথ্য একেবারে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল।

ভেরিফাইড ট্রাকের নিশ্চয়তা: মিলন সাহেব তার মালামালের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। কারণ বাসা-বদলের সময় রাস্তায়-ই অনেকসময় মালামালের ক্ষয়ক্ষতি হলে অভিজ্ঞতাটা যেমন খারাপ যায় ঠিক তেমনি অনেক টাকার লসও হয়। আর যেহেতু তার মূল্যবান নতুন জিনিসপত্র তার নতুন বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল তাই তিনি একেবারেই আপোষ করতে চাচ্ছিলেন না। ট্রাক লাগবে-এর সকল ট্রাক ভেরিফাইড, ফলে জিনিসপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

দক্ষতার সাথে প্যাকেজিং এবং সেটআপ: শিফটিং এর আগে যত্নসহ প্যাকেজিং এবং নতুন বাসায় ঠিকঠাক সব মালামাল আবার সেটআপ করা খুব গুরুত্বপূর্ণ কারণ ঠিকঠাক প্যাকেজিং না করলেই মালামাল নষ্ট হয়। ট্রাক লাগবে এর স্টাফরা যথেষ্ঠ অভিজ্ঞ, তারা প্যাকেজিং এবং সেটআপ উভয়ই যত্নের সাথে করে যাতে গ্রাহকের কোনো প্রকার ক্ষতি না হয়। 

দক্ষ টেকনিশিয়ান: মিলন সাহেবের তিনটি এসি নতুন বাসায় সেটআপ করার দরকার ছিল এবং খেয়াল রাখা দরকার ছিল যাতে কোনোভাবে গ্যাস লিক না হয় স্থানান্তের সময়। ট্রাক লাগবে এর দক্ষ টেকনিশিয়ানরা খুব ভালোভাবেই কাজটা করেছেন। বাইরের লেবাররা কখনই বাসা বদলের পর এসি বা কোনো ইলেকট্রিক জিনিস সেটআপ করে দেয় না। কিন্তু এই সেবাটা ট্রাক লাগবে-কে অন্য সকল সার্ভিস প্রোভাইডারদের থেকে আলাদা করেছে। 

 

হোম শিফটিং সেবার ক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীল পরিবেশে, ট্রাক লাগবে শুধু মিলন সাহেবের আশা পূরণই করেনি, তার চেয়েও বেশি কিছু দিয়েছে। নির্ভরযোগ্য এবং দক্ষ সেবার নিশ্চয়তা থাকায় মিলন সাহেবের মত আরও অসংখ্য গ্রাহক নিশ্চিন্তে নির্ভর করছেন ট্রাক লাগবে এর হোম শিফটিং সার্ভিসের উপর। তাই আপনিও বাসা বদলের জন্য নিশ্চিন্তে বেছে নিতে পারেন ট্রাক লাগবের সার্ভিস। নিরবচ্ছিন্ন সাপোর্ট পেতে এখনই ভিজিট করুন https://trucklagbe.com/shifting  অথবা সরাসরি কল করুন +৮৮০ ৯৬৩৮ ০০০ ২৪৫ নম্বরে।

Back to top